ভূতের গল্প – শ্রীজাত

অন্ধকারের ছমছমে হাত, চমকে গেছে গা।
কে তার পিঠে হাত রেখেছে? ‘অমন করে না’

কে বলে রে? চেনা গলি? আবছা মুখে সে
ছাদের ধারে হাত বাড়িয়ে ধরতে এসেছে।

কাঁদছিলো বেশি আপন মনে, জোরসে অভিমান…
এমন সময় ঠান্ডা হাতে ওড়না ধরে টান।

যেমন ভূতের ভয় পেতে তুই, ঠিক হয়েছে, বল?
সন্ধে বেলায় একলা ছাদে কাঁদতে আসার ফল।

জানিস তুই, তবুও তাকে টান মেরেছে ছাদ
বেশ হয়েছে। ভূতের বুকে মুখ লুকিয়ে কাঁদে!

আরও পড়ুন

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *