Category টুটুল দাস

নিশ্চুপ যাপন – টুটুল দাস

হঠাৎ করে বৃষ্টি নামে অফিস ফেরৎ গলি চুপিচুপি ভিজলো সাথে স্মৃতির শহরতলি। রোদ ডুকেছে ড্রয়িংরুমে স্মৃতির তখন মনখারাপ রোদের সাথে ঘুরতে গিয়ে মেঘের সাথে প্রথামালাপ। নাম জানি না মেঘের ভাব বাচ্যে ডাকি বুকের ভিতর মেঘ গলিয়ে সমুদ্র নিয়ে থাকি। সমুদ্র…