Category শ্রীজাত

প্রিয় চড়াই– শ্রীজাত

জাপটে ধরে বলব, ‘আমায় চাই? বৃষ্টি তখন উল্টো ডাঙার মোড়ে নরম গালে মাখিয়ে দেবো ছাই। জানিস না তুই, পাখিরা রােজ ওড়ে? ডানার ভাঁজে মুখ ঘষে, বেশ। ভিড় করে সব দেখবে কেমন যা তা! লজ্জা উধাও, ওড়না যখন শেষ… এক মুহূর্ত…

যায় – শ্রীজাত

আকাশ যখন গর্জায় আগল দেওয়া দরজায়, বিজলি যখন মোড়ল সাজে তিনটে মেঘের তরজায়, যখন হাওয়ার সর যায়, বাগান ছেড়ে জ্বর যায় বউ-কপালে সন্ধে নামে ওষুধ দিতে বর যায়… এসব লেখে চর্যায় আগুনে অক্ষর যায়… আমরা জানি পিরিত হলে কতরকম ঝড়…

রংমশাল – শ্রীজাত

অনেকদিনের উপােসী ঠোঁট না-হয় তাকে না আটকালে বরং তােমার জমিয়ে রাখা আগুন দিও রংমশালে… এক ডাকে সক্কলে চেনে। লুঙ্গি থেকে চম্পাহাটি সে কেন রােজ তােমার কোলে খুঁজতে আসে শীতলপাটি? তুমিও তেমন, ঠান্ডা ভীষণ রােদে দেওয়াই হয়নি তােমায় উনিশ হল। তফাত…