আপনাদের প্রিয় মানুষটিকে খুশি করতে কত কিছুইনা করতে হয় কখনো ভালোবাসার ছন্দ পাঠিয়ে কখনো বা ভালোবাসার কবিতা ও এস এম এস করে। অনেক খোঁজাখুঁজির পর তোমাদের জন্য অনেক সুন্দর ভালোবাসার ছন্দ নিয়ে এসেছে। আপনাদের অবশ্যই ভালোবাসার ছন্দ গুলি পড়ে খুব ভালো লাগলো ও আমাদের প্রিয় জনের আরো ভালো লাগবে
ভালোবাসার ছন্দ
চাঁদ তুমি যেমন রাতকে ভালোবাসো
আমিও ঠিক তেমনি করে একজনকে
ভালোবাসি । তোমার ভালোবাসা যেমন
করে কেউ বুঝে না ঠিক তেমনই করে
সে আমার ভালোবাসা বুঝে না ।
কিছু স্বপ্ন চিরকাল থেকে যায়, কিছু উত্তর
আজো মেলেনা কিছু কথা আজো মনে
পড়ে, কিছু সৃতি চোখে জল আনে মরেও
মরে না কিছু আশা এরই নাম ভালবাসা
কাউকে পাওয়ার আসা করোনা, কারণ তাকে
পেতে গিয়ে তুমি নিজে ধংস হয়ে যেতে পার
নিজেকে এমনভাবে তৈরি কর যাতে মানুষ
তোমাকে পাওয়ার আসা করে।
শুভ ক্ষন শুভ দিন। মনে রেখ চির দিন।
কষ্ট গুলো দূরে রেখ, স্বপ্ন গুলো পুরন করো
নতুন ভালো স্বপ্ন দেখো, আমার কথা মনে রেখ।
বাবু তোমাকে ভালোবাসি, যতদূর আমার
পক্ষ থেকে যায়। তোমার বন্ধ চোখ গুলো
খুলতে চাচ্ছে দেখতে কি আমায়?
যা পেয়েছ তা হারিয়েও না যা হারিয়েছ
তা র ফেরে পেতে চেওনা, যা পাওনি
তা কখনো তোমার ছিল না।
একদিন দুজনে হাঁটব আবার উড়বে
তোমার চুল, একদিন শূন্য বাতাস
ছুয়ে যাবে কৃষ্ণচুড়ার ফুল.।
হাতে হাত কানের কাছে মুখটি এনে বলে
এসো না কাছে ,দুজন ভিজি আজ বৃষ্টির জলে !
মন নেই ভালো, জানিনা কি হলো
পাশে নেই তুমি, কি করি আমি
পাখী যদিও হতাম আমি এই জীবনে
তোমায় নিয়ে উড়ে যেতাম অচিন ভূবনে
আরও পড়ুন: – প্রেমের ছন্দ
ভালোবাসার ছন্দ ও কবিতা
আমি প্রেম কি জানিনা
আমি প্রেম কি বুঝিনা
শুধু ধিকি ধিকি মন যায় জ্বলে!
কে জানে হায় কোন আগুনে
মরিব আমি এই ফাগুনে ।
ফুলের প্রয়োজন সূর্যের আলো, ভোরের
প্রয়োজন শিশির, আর আমার প্রয়োজন
তুমি, আমি তোমাকে ভালবাসি ।
আমার ভালোবাসা সেদিন সার্থক হবে
যে দিন ভালোবাসার মানুষটি ১ফোটা
চোখের জল ফেলে বলবে আমি শুধু
তোমাকেই ভালোবাসি ।
একটা আকাশ বাতাসের জন্য, একটা সাগর
নদীর জন্য, একটা ফুল ভোমরার জন্য
আর আমি শুধু তোমার জন্য ।
মাটির বন্ধু মেঘ.মেঘের বন্ধু বৃষ্টি.
বৃষ্টির বন্ধু শ্রাবন.যে বাঁচিয়ে রাখে সৃষ্টি.
এই সৃষ্টির মাঝে তুমি আর তোমার মাঝে আমি
আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে
জানুয়ারী মাসে তার হাটু জল থাকে
পার হয়ে যায় গরু পার হয় গাধা
তোর কথা মনে পড়ে ওরে হারামজাদা
ভালোবাসা মানে কি !! সারাটা দিন শুধু
তার কথা ভাবা..??.. নাকি সবার মাঝে
থেকেও তার অনপুস্থিতায় নিজেকে একা ভাবা?
ভালোবাসার অপর নাম যদি বিষ পান করা হয়।
তাহলে তোমাকে ভালোবেসে হাজার
বার সেই বিষ পান করতে চাই
ভালোবাসার অপর নাম যদি বিষ পান করা হয়।
তাহলে তোমাকে ভালোবেসে হাজার
বার সেই বিষ পান করতে চাই
হাসাতে না পারলে, কাঁদাবে না। আনন্দ
দিতে না পারলে,কষ্ট দিবে না। ভালবাসতে
না পারলে,ঘৃণা করবে না। আর বন্ধু
হতে না পারলে, শত্রু হবে না?
আজকে তুমি রাগ করছো, দুঃখ পাবো তাতে ।
কালকে যখন মরে যাবো, রাগ দেখাবা কাকে ?
বিধির বিধান এই রকমি, একদিন তো যাবো মরে
বুঝবে সেদিন তুমি, ভালবাসতাম শুধু তোমাকে !
জীবনকে খুজতে গিয়ে তোমাকে পেয়েছি
নিজেকে ভালবাসতে গিয়ে তোমার প্রেমে
পরেছি,,জানতাম না কাকে বলে ভালো
ভালবাসা,সিখিয়েছ তুমি।
প্রেম মানে হৃদয়ের টান,প্রেম মানে
একটু অভিমান ,২টি পাখির ১টি নীর
১টি নদীর ২টি তির ,২টি মনের ১টি
আশা তার নাম ভালবাসা
কিছু স্বপ্ন সুধু স্বপ্নই রয়ে যায় কিছু কথা না
বলাই রয়ে যায় কিছু ভালবাসা শুদু
ভালবাসায় রয়ে যায়।
তুমি সেই কবিতা ! যা প্রতিদিন ভাবি
লেখতে পারিনা । তুমি সেই ছবি !
যা কল্পনা করি…. আঁকতে পারি না ।
তুমি সেই ভালোবাসা ! যা প্রতিদিন চাই
কিন্তূ তা কখনোই পাই না ।
জানাতে চাই- তোমায় আমার এই হৃদয়ে
রয়েছ তুমি । তোমায় নিয়ে সারাক্ষণ
স্বপ্নের জাল বুনে যাই । ভালবাসি শুধু
তোমায় আমি, জনম জনম ভালবাসতে চাই ।
জানাতে চাই- তোমায় আমার এই হৃদয়ে
রয়েছ তুমি । তোমায় নিয়ে সারাক্ষণ
স্বপ্নের জাল বুনে যাই । ভালবাসি শুধু
তোমায় আমি, জনম জনম ভালবাসতে চাই ।
সুখে থাকো দুঃখে থাকো
খবর তো আর রাখো না ।
এখন তো আমায় তুমি ভালো
আর বাসো না । যতো ভালোবাসা ছিলো দিয়ে
ছিলাম তোমাকে । তবু তুমি কিছুতেই
বুঝলেনা আমাকে ।
কাউকে পাওয়ার আসা করোনা, কারণ তাকে
পেতে গিয়ে তুমি নিজে ধংস হয়ে যেতে পার
নিজেকে এমনভাবে তৈরি কর যাতে মানুষ
তোমাকে পাওয়ার আসা করে।
পৃথিবী খুব সুন্দর, অনেক মানুষ কে ভাল
লাগতে পারে তাই বলে কি সবার সাথে প্রেম
করা যায়? মনে রেখ ভাল লাগার মানুষ
অনেক BUT মনের মানুষ ১জন….।
খুজে দেখো মনের মাঝে, আছি
আমি স্বপ্নের সাঁজে তোমার ওই চোখের
তারায়, হাজার স্বপ্ন এসে দাঁড়ায়
সুখের সে স্বপ্নের মাঝে পাবে তুমি আমায় ।
আমি বলতে চাই- বলতে পারিনি । আমি
জানাতে চাই- জানাতে পারিনি । আমি
বুঝাতে চাই- বুঝাতে পারিনি । আজ সময়
এসেছে তাই বলছি, তুমি আমার বাসায়
মুরগি চুরি করতে কেন গিয়েছিলে ? উত্তর দাও…!
আম মিষ্টি, জাম মিষ্টি,
তেঁতুল বড় টক।
তোমার সঙ্গে প্রেম করতে আমার ভারি সখ।
গোলাপ ফুল তুলতে গেলে হাতে লাগে কাঁটা।
তোমার কথা মনে পরলে মনে লাগে ব্যাথা।
গোলাপ তোমার ঠোঁটগুলো,
নয়ন তোমার সাগর।
এমন সুন্দর রূপখানি দেখিনি আর কারোর।
মুখটি তোমার ফুলের মতোন,
চাঁদের মতোন হাঁসি।
সেই কারণে ওগো প্রিয়া, তোমায় ভালোবাসি…
নিজেকে আড়াল করে রেখো না আর লুকিয়ে,
এবারে ধরা দাও আমার এ হৃদয়ে…
আমি যে পাগল,
প্রিয় তোমার আশায়,
এসো প্রাণসখী মোর আঙিনায়।
প্রেমের প্রদীপ জ্বেলে করিব আরতি,
এসো প্রাণ প্রিয় শুধু একটাই মিনতি।
নাইচ