Eid Mubarak wishes in Bengali 2023 Eid Mubarak Sms

Eid Mubarak Bangla status, eid Mubarak wishes in Bengali, Bangla Eid Mubarak Sms, eid quotes Bangla: ঈদ মুসলমানদের সবচেয়ে বড় উৎসব তাদের প্রতিবছর দু’টি আনন্দ দিন আপনি যদি Are you looking for Bangla Eid Mubarak Sms? So we are going to give you the best Eid Mubarak status Bangla, Bangla eid SMS and Eid Mubarak wishes in Bengali. এই উৎসব দিবসে, এখানে কিছু অনন্য ঈদ মোবারক এসএমএস এবং বার্তা রয়েছে আপনার বন্ধুদের এবং পরিবারের কাছে শেয়ার করতে পারেন।

Eid Mubarak wishes in Bengali

Eid Mubarak wishes in Bengali

এই এসএমএস, যার কাছে যাবি,যাকে পাবি,
তাকেই আমার সালাম দিবি,
লাল গোলাপের ভালোবাসা দিয়ে ঈদের দাওয়াত জানাবি,
আর মিষ্টি করে বলবি ঈদ মোবারাক।


eid mubarak status bangla
eid mubarak status bangla

পড়েছে আজ চাঁদের নজর,
তাইতো পেলাম ঈদের খবর।
হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,
সবাই পেলো ঈদের বাতাস।
সবাইকে ঈদের শুভেচ্ছা।_ঈদ মোবারাক


সপ্ন গুলো সত্যি হোক,
সকল আশা পুরনো হোক।
দু:খ দুরে যাক, সুখে জীবন ভরে যাক।
জীবনটা হোক ধন্য,
ঈদ মোবারাক তোমার জন্য।
ঈদ মোবারাক!!


তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি।
তুমি পাহাড়ের গায়ের ঝরনার পানি।
তুমি বর্ষার এক পরশ বৃষ্টি।
তুমি মধ্য রাতের পূর্ণিমার চাঁদ।
তোমাকে জানাই…..ঈদ মোবারাক!!

eid mubarak wishes in bengali
eid mubarak wishes in bengali

রংধনু আসে রঙের টানে,
সুবাস আসে ফুলের টানে,
বন্ধু আসে বন্ধুত্বের টানে,
মন কেটে যায় মনের টানে,
ঈদ আসে খুশির টানে,


আকাশের নীল দিয়ে, হৃদয়ের ছোঁয়া দিয়ে,
সবুজের অরণ্য দিয়ে, সাগরের গভীরতা দিয়ে
তোমাকে জানাই ঈদের শুভেচ্ছা।


সোনালী সকাল, রোদেলা দুপুর,
পড়ন্ত বিকেল, গোধূলি সন্ধ্যা,
চাঁদনী রাত,সব রং-রাঙ্গিয়া থাক আপনার সারাটা বছর, সারাটা জীবন।
এই কামনায়- “ঈদ মোবারক”


কষ্টের আড়ালে সুখের রাশি,
প্রতিটা জীবনকেই আমি ভালোবাসি।
তাই প্রতিটা জীবনের প্রতিটা সময় শুভ হোক।
সবাইকে জানাই
☪ ঈদ মোবারক

eid mubarak wishes in bengali
eid mubarak wishes in bengali

Shopno Gulo Sotti Hok, Sokol Asha Purno Hok,
Dukkho Dure Jak,
Sukhe Jibon Vore Jak,
Jibonta Hok Dhonno,
Eid Mubarak Tumar Jonno.!!*


গান বাজনা Delete কর,
নামায রোজা Save কর,
খারাপ পোস্ট Cut কর,
ভাল পোস্ট Share কর,
ভিন্ন ধর্মকে Respect কর,
ইসলাম ধর্ম Open কর..!


ঈদ এলো, বৃষ্টি এলো,
খুশীর দ্বার মুক্ত হলো,
ঈদের এখন নতুন রূপ,
বৃষ্টি হলো অপরুপ,
তুমি আমার আপনজন,
তাই তোমায় জানাই নিমন্ত্রন ।
ঈদ মোবারাক


রং লেগেছে মনে, মধুর এই ক্ষনে,
তোমায় আমি রাঙিয়ে দিবো ইদের এই দিনে
। +++++((ঈদ মোবারাক))+++++++

Bangla Eid Mubarak Sms

চিঠি দিয়ে নয় ,
ফুল দিয়ে নয়, কার্ড দিয়ে নয়
, কল দিয়ে নয়,
মনের গহীন থেকে মিষ্টি SmS দিয়ে জানাই ,
অগ্রিম ঈদের শুভেচছা
…..ঈদ মোবারক…..


রমজান মাস এলো,
রহমতের ১০ দিন গেল,
মাগফিরাতের ১০ দিন গেল,
নাজাতের ১০ দিন গেল,
সব শেষে মহা আনন্দের ঈদ এলো সবার মন খুশিতে ভরে গেল
ঈদ মোবারাক


দূরের মানুষ আসুক কাছে,
কাছের জন থাকুক পাশে,
মন ছুটে যাক তোমার টানে,
নয়া চাদের আগমনে,
কাটুক খুশি সবার মনে

eid mubarak status bangla
eid mubarak status bangla

নতুন পোশাক পরে নিও,
বেশি করে ঈদি নিও।
সেমাই খেও পেট ভরে ঘুরো ফের মন ভরে।
ঈদ মোবারাক বলো প্রান খুলে।


ঈদের দাওয়াত তোমার তরে,
আসবে তুমি আমার ঘরে।
কবুল করো আমার দাওয়াত,
না করলে পাবো আঘাত।
তখন কিন্তু দেবো আড়ি,
যাবো না আর তোমার বাড়ি।


আকাশ এ ঊঠেছে নতুন চাঁদ.”
দিলাম তোমায় ঈদ এর দাওয়াত”.
দাওয়াত দিলাম আসবে বলে,
না আসলে আনব ধরে” .
তাতেও যদি না আসতে চাও ,
সময় দিয়ে ::ঈদ_মুবারক:: জানাও. .


ঈদ মানে খুশী,
গরুর গলায় রশি,
শীতের সর্দি কাশি,
আবার হুজুরের মুখে হাসি,
তবুও ঈদ ভালোবাসি,
তাই সবাইকে ঈদ মোবারাক জানিয়ে এবার আমি আসি!


যেদিন দেখব ঈদের চাঁদ,
খুশি মনে কাটবে রাত।
নতুন সাজে সাজব আজ,
আজ হলো ঈদের দিন
আনন্দে কাটবে সারাদিন।
ঈদ মোবারক


Kichu Kotha Obekto Roye Jay,
Kichu Onuvuti Moner Maje Theke Jay,
Kichu Valobashar Srithi Nirobe Kade,
Sudhu Ai Din Sob Vulie dai, Eid Mobarak

Bangla Eid Mubarak Sms
Bangla Eid Mubarak Sms

বাঁকা চাঁদের হাসিতে দাওয়াত দিলাম আসিতে,
আসবে কিনা বাড়িতে ?
খেতে দেবো হাড়িতে ।
আসতে যদি নাও পারো,
ঈদের দাওয়াত গ্রহন করো
। ​ঈদ মোবারাক ।

Eid Mubarak Bangla status

ঈদ আসতে 1 দিন বাকি…..!
এতো খুশি কোথায় রাখি……!
বলাটা অনেক ইজি! ঈদের কাজে সবাই বিজি…!
একটি বছর ঘুরে আসবে সেই দিন….!
ঈদের খুশি বিলিয়ে দেওয়ার প্রস্তুতি নিন….!
অনেকেই বিজি ঈদের কাজে….!
আনান্দ টা সবার মাঝে…….!


হাঁসের ডিম মুরগির ডিম,
দেখা হবে ঈদের দিন,
ঈদ মানে আনন্দ ‘ঈদ মানে খুশি’ ঈদের দাওয়াত না
দিলে মারবো একটা ঘুষি!
ঈদ মোবারক


১দিন রোজা বলল হেসে,
বিদায় আমর খুব কাছে.
কষ্ট দিয়েছি অনেক দিন কিভাবে দিব সেই ঋণ?
তাই ঈদের দিন দিলাম
তোমায়, খুশি হও তোমরা সবাই… (ঈদ মুবারক)।


মন চাইছে কারো সাথে কথা বলি।
মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।
ঈদ মোবারাক বলার সিদ্ধান্ত যখন নিলাম।
ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি ।
– ঈদ মোবারাক-


সারা দেশে চলছে ঈদের উৎসব।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।
ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি হাসি।
ঈদ মোবারাক।


ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি,
বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি।
কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে,
আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে।
ঈদ মোবারাক।


কষ্টের আড়ালে সুখের রাশি,
প্রতিটা জীবনকেই আমি ভালোবাসি।
তাই প্রতিটা জীবনের প্রতিটা সময় শুভ হোক।
সবাইকে জানাই ঈদ মোবারাক।


ঈদ মানে আকাশে নতুন চাঁদ,
ঈদ মানে নতুন কিছু পাওয়ার সাদ,
ঈদ মানে মেহেদী রাঙ্গা হাত,
ঈদ মানে আমার বাড়িতে তোমার দাওয়াত


বন্ধু তুমি অনেক দূরে,
তাই তোমার কথা মনে পরে,
সুন্দর এই সময় কাটুক খুশিতে,
সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে,
“ঈদ মোবারাক“


ঈদ-এর খুশির দিনে তোমায় পরে মনে,
তুমি কাছে এলে দুঃখ যাই সব ভুলে,
তুমি দুরে গেলে কষ্ট গুলো বারে,
তাইত তোমায় রেখেছি আমার মনের একটি কোণে..!


Sundor akash,R tar cheye besisundor din,
Eider ase baki matro1din,
Ashce sobar khusir din,
Sopingsobai kore nin.
Time nai R besi din,
Dawat roilo agrim,Ashbe kintu Eiderdin
EID MUBARAK *

Bangla Eid Mubarak Sms For girlfriend

Aaj dukkho vholar din, aaj mon hobe j rongin,
aaj pran khole shudo gaan hobe,
shok hobe shimahin.
Tar 1ti karon aj EID er prothom din. Eid Mubarak.


Asche eid lagche valo,
Tai2 Amai bolte holo.
Eid mane Akash Vora Alo
Eid mane Sobai Thakbe Valo.


Eid er khusi ektu besi.
Sobai thake hasi-khusi.
Dukkho gulu piche fele.
Sobai khusi notun dome.
Eid er diner moto portodin hok tomar emon rongin.
Jodi ami bondo vabo
tahole eid er dawat grohon koro.


Eid mane,Akase notun chad.Eid mane,
Notun chawa paoar shad.
Eid mane,mehedi ranga hat.
Eid mane amr barite 2mr DAOAT ki asbeto 2mi.


Kichu kotha obekto roye jay.
Kichu onuvuti moner maje theke jay
Kichu srithi gopone kaday
Sudhu ai ak ti din sob vulie day
Eid Mubarak.


Bolchi ami amar kotha
Eid a thakbe nako moner batha.
Amar jebone onek cawa
Eid theke sob pawa.
Eid er proti tai valobasha. Eid Mubarak.


Meg bristy roder din invite korlam eid er din Misty modhur hasite invite korlam asite.
Aste jodi na o paro eid mubarak grohon koro…EID MUBARAK .

Bangla Eid Mubarak Sms For boyfriend

Battery low.network.busy…
Call ended.No answer..
User busy. balance.0.00
.Ato sob vejal hober age tomader
Janai advance…EID MUBARAK.


Sokaler shisirer snigdhota,
Rater akasher Josonaa,
Hridoyer govirer valobasha,
R Eider khusir bonna..
Sobi tomay dilam Priyotoma.. Eid Mubarak.


EID MUBARAK ki obak hole naki!
Eid er somoy sob kicur dam bare
Jan tai agei pathalam..
Sms share er dam o bere jete pare.


Chad Dekho Akasey Noton Korey Othlo Vaysey_
Sathey Anlo Khosi_Say_e Khosi
Khositey Dawyat Dilam Asitey_Aso Bondu Amar Baritey.


Eid gece cole amader sere,,
Asbe abar kobe mone pore khubei..
Hoyna r anondo eid er diner moto,,
Basena keu valo sobai por holo..
Proti din hoto jodi eid er diner moto.


Eid ar dina namaz poro.
poro na kharab jama.
eid je bhai khusir din bhul thakle,
kore dio bhai khoma….WISH YOU VERY HAPPY EID MUBARAK .


Anonder ai somoy gulo katuk theme theme,
Bocor jure tomar tore, EID asuk neme, Eid Mubarak


Bangla loved Eid Mubarak Sms

বলছি আমি আমার কথা,
ঈদে থাকবে নাকো মনের ব্যাথা,
আমার জীবনে অনেক চাওয়া,
ঈদ থেকে সব পাওয়া,
ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা, ঈদ মোবারাক


কিছু কথা অব্যক্ত রয়ে যায়,
কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়,
কিছু ভালবাসার স্মৃতি নিরবে কাদে।
শুধু এই দিন সব ভুলিয়ে দেয়,
ঈদ মোবারাক !!


সোনালি সকাল, রোদেলা দুপুর,
পরন্ত বিকেল, গুধোলী সন্ধা, চাদণি রাত।
সব রঙ্গে রাঙ্গিয়ে থাক আপনার সারাটি বছর, সারাটি জীবন।
এই কামনায় “ঈদ মোবারাক“


ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন ।
তুমি আসলে দুজনে মিলে আনন্দ করবো সারাক্ষণ ।
বন্ধু তুমি আসবে বলে দরজায় থাকি দরিয়ে ।
ঈদ মোবারাক , শুভ হোক তোমার ঈদের দিন ।


চাঁদ উঠেছে ফুল ফুটেছে দেখবি কে কে আয়,
নতুন চাঁদের আলো এসে পড়ল সবার গায় ।
ঈদ মোবারাক


ফুল সুভাষ দেয়, দৃষ্টি মণ চুরি করে,
খুশি আমাদের হাসায়,
দুঃখ আমাদের কাদায়,
আর আমার এই এস এম এস তোমাকে ঈদের সুভেছ্ছা জানায়,
“ঈদ মোবারাক


আজকে খুশির বাধ ভেঙেছে,
ঈদ এসেছে ভাই ঈদ এসেছে ,
শাওআলের চাঁদ ওই উকি দিয়েছে,
সবার ঘরে আজ ঈদ এসেছে,
সেই দিন আর নয় বেশি দুর,
রমযান শেষ হলে কাটবে অপেখখার ঘোর,,, “ঈদ মোবারাক“


তো তোমাদের কেমন লাগলো এই Eid Mubarak wishes in Bengali নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তোমাদের কেমন লাগলো |যেটা তোমার পছন্দের শুভেচ্ছা লিঙ্কটাতে ক্লিক করুন |

আরো পড়ুন:-

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *