আমাদের জীবনের এমন কিছু মুহুর্ত আসে যখন তোমার প্রিয়জন তোমাকে আঘাত করে বা কোনো কিছু কারণ জন্য গার্লফ্রেন্ড সাথে ঝগড়া আমরা Emotional বা মানসিক বা শারীরিকভাবে হয়ে পড়ি তাই এই নিয়ে কিছু আজ আমরা তোমাদের জন্য এই পোষ্টটিতে Emotional Quotes in Bengali শেয়ার করেছি যাতে তোমরা bangla emotional quotes এই পড়ে তোমাদের শারীরিকভাবে মন হালকা করতে পারেন। যদি তোমাদের কোনো Emotional Quotes in Bengali পড়ে ভালো লেগে থাকে তোমরা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ শেয়ার করতে পারেন।
Emotional Quotes in Bengali
“নরম কাঁদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়,
তারপর যতই পানি ঢালা হোক না কেন,
তা আর গলে না বরং শক্তিশালী হয়।
মানুষের মনও একই রকম,
একবার কষ্ট পেলে এরপর শত আবেগেও তার কোন পরিবর্তন হয় না।”
কষ্ট মানুষকে পরিবর্তন করে,
কষ্ট মানুষকে শক্তিশালী করে আর
প্রতিটি কষ্টের অভিজ্ঞতাই আমার জন্য নতুন শিক্ষা।
“সবাই তোমাকে কষ্ট দিবে,
তোমাকে শুধু এমন একজন
কে খুঁজে নিতে হবে যার দেয়া
কষ্ট তুমি সহ্য করতে পারবে।”
গোলাপ যদি সুন্দর হয়,
গাছে এত কাঁটা কেন?
মনি যদি মূল্যবান হয়,
বিষাক্ত সাপের মাথায় কেন?
ভালোবাসা যদি স্বর্গ হয়,
তাহলে এত কষ্ট কেন???
“মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে, তাকে ঘৃনা করলেও ভুলে যেতে পারে না।
পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন তা শুকিয়ে যাওয়ার পড়েও দাগ রেখে যায়।”
“কষ্ট নেবে কষ্ট হরেক রকম কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট।”
ভালোবাসা হচ্ছে এমন যখন কেউ আপনার হৃদয় ভেঙ্গে দেয়…
আর সবচেয়ে আবাক বিষয় হচ্ছে
আপনি সেই হৃদয়ের প্রতিটি ভাঙ্গা টুকরো দিয়ে তাকে ভালবাসেন
কেউ তোমাকে পছন্দ করবে এই আশায় নিজেকে পরিবর্তন করে ফেলো না…
তুমি যেমন আছ তেমনই থাকার চেষ্টা কর…,
যে তোমাকে সত্যিকার অর্থেই ভালবাসবে সে সত্যিকারের তোমাকেই ভালবাসবে
প্রেমের সাগরে নামার আগে জেনে নেওয়া ভাল,
এ সমুদ্রের কোন তীরই হয় না।
সিঙ্গেলদের আরেক কষ্ট,
ঘন ঘন মানুষের রিলেশনশিপ স্ট্যাটাস দেখা।
ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে
যে কখন সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানেনা
মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে
যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানেনা
এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা
কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয়।
কারো জন্য কারো জীবন থেমে থাকে না,
জীবন তার মতই প্রবাহিত হবে
কাউকে প্রচন্ডভাবে ভালবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে।
নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়।
এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়
একজন প্রকৃত প্রেমিক শত শত মেয়েকে ভালবাসে না,
বরং সে একটি মেয়েকেই শত উপায়ে ভালোবেসে থাকে
কেউ ভুলে যায় না,
প্রয়োজন শেষ তাই আর
যোগাযোগ রাখেনা
কেউ যদি তোমার ভালবাসার মূল্য
না বুঝে তবে নিজেকে নিঃস্ব
ভেবো না। জীবনটা এত তুচ্ছ
না…..
emotional quotes on love in Bengali
চোখের জলই হলো সবথেকে মূল্যবান জল, কারণ কি জানেন ???
পৃথিবীতে অনেক ধরণের জল থাকলেও
একমাত্র চোখের জলই বোঝাতে পারে কাউকে হারানোর কষ্ট !!!
জানিনা কিভাবে তোমার দেখা পাবো,
জানিনা কিভাবে তোমাকে কাছে পাবো,
জানিনা কতটা আপন ভাব তুমি আমায়।
শুধু জানি এই অবুঝ মনটা খুব মিস করে তোমায়।
যদি দুঃখ দাও তবে মনে করবো তোমার ভালোবাসা ছিল মিথ্যা।
কিন্তু এতো দুঃখ দিয়েছো আমায়,
ছেড়ে সারা জীবনের জন্য চলে গেছো মাটির কবরে…!!
“আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও আঘাত না লাগে।
আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয়।”
কাউকে যদি বেশি মায়া করো তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে
“যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট।”
“লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট,
আলোর মাঝে কালোর কষ্ট ‘মালটি-কালার’ কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট।”
“ঘরের কষ্ট পরেরর কষ্ট পাখি এবং পাতার কষ্ট দাড়ির কষ্ট চোখের বুকের নখের কষ্ট,
একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট।”
“আর কে দেবে আমি ছাড়া আসল শোভন কষ্ট,
কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন
আমার মত ক’জনের আর সব হয়েছে নষ্ট,
আর কে দেবে আমার মতো হৃষ্টপুষ্ট কষ্ট।”
এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয়। কারো
প্রেম একটি চমৎকার অসুখ। কষ্ট পাওয়ার, তিলে তিলে, ধুকে ধুকে মরার জন্য এমন অসুখ খুব বেশী নেই।
যে পুরুষ কখনও দুঃখ কষ্ট ভোগ করেনি,সে পোড় খাওয়া মানুষ নয়,
মেয়েদের কাছে সে বাঞ্ছনীয় হয় না।
কারণ দুঃখ কষ্ট মানুষকে দরদী ও সহনশীল করে তোলে
“জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনও মিলেনা,
কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায়না,
আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায়না।”
যে নারীকে তুমি ভাল বাস,
তার জন্য জীবন বিসর্জন দেয়া যত সহজ,
তার সংগে ঘর করা ততো সহজ নয়
“স্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি,
তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয়।
নিজের স্ত্রীর প্রেমিক হবার বিষয়টা কেন যেন তারা ভাবতেই চায় না।”
যে মেয়ে একবার তুলে দেয় শরীরের সমস্ত উপহার
সে কিছুতেই ভুলতে পারে না
সেই প্রেমিক অথবা দস্যু পুরুষের মুখ
ভালোবাসা হচ্ছে একধরনের মায়া যেখানে পুরুষ
এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে আর নারী
এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে।
আজ নিজে নিজে নীরবে কাঁদছি,
যে কান্না হয়তো মরণ হলে শেষ হবে ।
তবে সত্য বলতে কি জানো আমি
তোমাকে আজও ঠিক আগের মতই ভালোবাসি ।
ফুল গুলি সব ঝরে গেছে, বাগান আজ শুন্য।
তোমার স্মৃতি মনে পরলে লাগে যে বিষন্ন।
হঠাৎ করে হারিয়ে গেলে অজানা এক দেশে।
কেমন করে চলে গেলে হাওয়ার সাথে মিশে..
পাখির গানে ঘুম ভাঙে, তোমার ফোনে না।
প্রতিক্ষার প্রহর শেষে দেখা হলো না..!!
তো তোমাদের কেমন লাগলো এই Emotional Quotes in Bengali নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তোমাদের কেমন লাগলো |তোমাদের মনে পছন্দের Emotional দেওয়া আছে | যেটা তোমার পছন্দের Emotional লিঙ্কটাতে ক্লিক করুন |
আরও পড়ুন:-