হাসির ছন্দ কিছু প্রেমের ও মজার মজার ছোট কবিতা

সেরা হাসির ছন্দ খুঁজছেন কি? স্থির করুন: আপনি সঠিক জায়গায় আছেন। অনেক সময়ই আমাদের মন খারাপ, দু: খিত ও অন্য কারণ তাই এখানে বেশ কিছু হাসির ছন্দ দেওয়া আছে অবশ্যই ভালো লাগবে গ্যারান্টি আপনার বন্ধু বান্ধবের সাথে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ শেয়ার করুন |

হাসির ছন্দ

শুনেছি ভালোবাসার রাস্তায়
নাকি অনেক যন্ত্রনা!
তাই ভাবছি এই রাস্তায়
১টা ঔষেধের দোকান খুলব!!

তোমার ও ঘুম নাই, আমার ও ঘুম নাই
চলো আমরা প্রেম করে বেড়াই

বিয়ে বাড়িতে সব থেকে
বেশি কষ্ট পায় জামাই
কারন সুন্দর সুন্দর মেয়ে দেখে আর ভাবে,
সালার এতো দিন এই গুলা কই ছিলো


কবি বলেছেন
বাড়লে বয়স বন্ধু কমে!
শুধু ফোনের contact নাম্বার জমে!

হাসির ছন্দ

সময়ের মূল্য বোঝা যায়া
পরীক্ষার শেষ ১০ মিনিটে !!


পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ মেয়েরা
কারণ তাদের কোনো বউ নেই


সিঙ্গেল থাকা একটা আর্ট,
জোড়া তো জুতাও হয়।


আমাদের ভালোবাসা হয়ে গেলো ঘাস,
খেয়ে গেলো গরু দিয়ে গেলো বাঁশ।


তোমার future প্ল্যান কি?
ইঞ্জিনিয়ারিং পাস করে অনেক বড় ডাক্তার হবে


চাইলে আমিও প্রেম করতে পারি,
কিন্তু আমার শরম লাগে বাল


আলু পটল তরকারি,
ছেলেদের মন সরকারি


ভেবে ছিলাম
তুমি চলে গেলে মরেই যাবো
ওমা
আজ প্রজন্ত একটু জ্বর ও আসলো না

হাসির ছন্দ


মোবাইল ছাড়া বাথরুমে গেলে মনে হয়,
গুরুত্বপূর্ণ ফাইল ছাড়া অফিসে আসছি।


যে দেশে চুমু খেলে জ্বর সেরে যায়,
সেখানে ভ্যাকসিন আবিষ্কার করা বিলাসিতা


বাচার মত বাচতে চাই
আমার একটা তুমি চাই!


ঘুমাতে পারি না সারা রাত ধরে!
বুকের ভিতর শুধু বউ বউ করে!


আতা গাছে তোতা পাখি
নারকেল গাছে ডাব
মাসে মাসে Bf বদলানো
মেয়েদের স্বভাব


বিয়ে বাড়িতে বিয়ে হবে ২ জনের,
আর প্রেম হবে তোমার আর আমার।


এক হাতে সিগারেট আর অন্য চায়ের কাপ
তোমার পিছনো ঘুরে আমি করছি অনেক পাপ


কাদায় পড়ে গিয়েছিলাম!
তা দেখে হাসতে হাসতে
এক মেয়ে ড্রেনে পড়ে গেছে!


একদিন আমি ডাক্তার হবো,
তোকে Icu তে পাঠাবো।
তোর মা বাবাকে বলবো,
অবস্থা খুবই ভয়াবহ,
আপনার মেয়ে আমাকে ছাড়া বাঁচবে নাই।


জুতার দোকানে লিখা
জুতা খোলে প্রবেশ করুন
ভয়ে আর কাপড়ের দোকানেই যাইনি!


আজকে এক বড় ভাই কাছে ১টি কথা শুনলাম
কথাটা হলো জার্মানিতে কেউ গালাগাল দিলে
তার ১০বছর জেল হয় আর আমি ভাবলাম
ভাগ্যিস আমাদের দেশে এই আইন চালু নেই,
নাহলে দেশের মানুষ বাড়িতে কম আর
জেলে বেশি থাকত!


যে ছেলেটা রক্ত দেখতে ভয় পাইতো
আজকে সেই ছেলেটা রক্তের হলি খেলে!


এমন কোন সাহসী মেয়ে কি নাই?
যে আমাকে Propose করবে?


২০ টাকার ফুচকা ১০ জনে খেয়ে ৩৩ টা
সেলফি তোলা প্রোনীগুলার নাম মেয়ে মানুষ।


আগে ধনী লোকেরা পয়সার বিনিময়ে
গরিব মেয়েদের নাঁচ দেখতো
এখন সেই ধনী লোকদের মেয়েটা
টিকটকে নেচে সবাইকে দেখিয়ে
তাদের বাপ দাদার ঋন শোধ করতেছে!

যে ছেলে তোমাকে
মেয়ে না বলে মাল বলে!
তুমিও তাকে
বালক না বলে বাল বলো!

আরো দেখুন:-

Share your love

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *