76 Read Heart Touching Love Quotes in Bengali

heart touching bengali quotes

আমরা যখন প্রথমবার প্রেমে পড়ি তখন আমরা Heart Touching Love Quotes in Bengali পড়তে ইচ্ছে করে ও আমরা আমাদের মনের প্রিয়জন কে এই heart touching quotes in bengali পাঠাতে ইচ্ছে করে। অবশ্যই মনের প্রিয়জন কে পাঠাতে পারেন কারণ আমরা তোমাদের জন্য সেরা বাছাই heart touching bengali quotes নিয়ে আমরা আমাদের ওয়েবসাইট পাবলিশ করি। তোমার যদি এই পড়ে ভালোলেগে থাকে তাহলে তোমরা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিতে পারেন।

Heart Touching Love Quotes in Bengali

আমি পারিনা ছুতেঁ তোমায়
আমার একলা লাগে ভারি
dear someone,
I love u with every bit of my heart


যখন কোন পুরুষ কোন নারীকে ভালবাসে,
তখন সে তার জন্য সব কিছু করতে পারে।
কেবল তাকে ভালবেসে যেতে পারেনা।

Heart Touching Love Quotes in Bengali

ভালবাসার মতো এমন ভয়ঙ্কর হৃদরোগ আর নেই।
তুমি যদি সত্যি কাউকে ভালবেসে থাক নিজের অজান্তে
সেও তোমার প্রতি দুর্বল হয়ে পড়বে।


তুমি যদি একজন অসুন্দর মহিলাকে বিয়ে করো।
তাহলে সে তোমার হবে।
আর যদি একজন সুন্দরীকে বিয়ে করো,
তবে তুমি তার হবে।


“যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সেই প্রকৃত রূপবতী।”


“ভাল লাগা এমন এক জিনিস যা একবার শুরু হলে
সব কিছুই ভালো লাগতে থাকে।”


মানুষ মানুষের জন্য,
পাখি আকাশের জন্য,
সবুজ প্রকিতির জন্য,
পাহাড় ঝর্নার জন্য,
ভালোবাসা সবার জন্য,
আর তুমি শুধু আমার জন্য ।

Heart Touching Love Quotes in Bengali

“ভালোবাসা হচ্ছে একধরনের মায়া
যেখানে পুরুষ এক নারীকে
অন্য নারী থেকে আলাদা করে দেখে
আর নারী এক পুরুষকে অন্য পুরুষ
থেকে আলাদা করে দেখে।”


“জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনও মিলেনা,
কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায়না,
আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায়না।”


“কাউকে প্রচন্ডভাবে ভালবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে।
নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়।
এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়।”


“গভীর প্রেম মানুষকে পুতুল বানিয় দেয়।
প্রেমিক প্রেমিকার হাতের পুতুল হন কিংবা প্রেমিকা হয় প্রেমিকের পুতুল।
দুজন এক সঙ্গে কখনো পুতুল হয় না।
কে পুতুল হবে আর কে হবে সূত্রধর তা নির্ভর করে মানসিক ক্ষমতার উপর।
মানসিক ক্ষমতা যার বেশী তার হাতেই পুতুলের সুতা।”


যে পুরুষ কখনও দুঃখ কষ্ট ভোগ করেনি,
সে পোড় খাওয়া মানুষ নয়,
মেয়েদের কাছে সে বাঞ্ছনীয় হয় না।
কারণ দুঃখ কষ্ট মানুষকে দরদী ও সহনশীল করে তোলে

Heart Touching Love Quotes in Bengali

“হাজার কথার মাঝে একটা মনের কথা লুকিয়ে থাকে
সব কথা মুখে বলে দেওয়া যায়না
হাজার কথার মাঝে ওই একটা কথা বুঝে নিতে হয়


জীবনের কিছুটা পথ একা একা চলা তেমন কঠিন নয়।
কিন্তু যদি এক জনের সাথে চলা যায়।
বাকি পথ চলা খুব কঠিন।


“জীবন নিয়ে গল্প
লেখা খুব সহজ।
কিন্তু গল্পের মতাে করে
জীবন সাজানাে খুব কঠিন।”


“কিছু কষ্ট এতো বিশাল
যা সহ্য করা যায় না
কিছু ব্যথা এতো অসীম
যা বুকে রাখা যায় না
কিছু মানুষ এতো আপন
যা হারিয়ে গেলে তাকে
কখনো ভোলা যায় না…”


“পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে।
ভালবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার।
এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না,
শুধু সহ্য করে নিতে হয়।”


সত্যিকারের ভালোবাসা হল অনেকটা প্রেতআত্মার মতো।
এ নিয়ে সবাই কথা বলে,
কিন্তু শুধুমাত্র কয়েকজনই এর দেখা পায়


ভালোবাসতে শেখ,
ভালোবাসা দিতে শেখ তাহলে
তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না।

 heart touching quotes in bengali

মেয়েরা লেখাপড়া শিখে যতই উপরে উঠুক,
প্রেমের চেয়ে অলংকার উপহার বা
টাকা পয়সাই তারা চেনে বেশি


“পুরস্কার অনেকটা প্রেমের মতো;
দু-একবার পাওয়া খুবই দরকার,
এর বেশি পাওয়া লাম্পট্য।”


“এই পৃথিবীতে প্রায় সবাই,
তার থেকে বিপরীত স্বভাবের
মানুষের সাথে প্রেমে পড়ে।”


ভালোবাসার জন্য কালের প্রয়োজন নেই,
একটি মুহুর্তই যথেষ্ট…


পাখিরা বাসা বাধে লতা পাতা দিয়ে, আর মানুষ বাধে ভালবাসা দিয়ে।


ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে,
কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে।
হয়ত খুবই অল্প সময়ের জন্য,
অথবা ভুল সময়ে।
কিংবা খুবই দেরিতে,
আর না হয় সব সময়ের জন্য।
তবে প্রেমে তারা পড়বেই


ভালবাসা ও প্রেম এক জিনিস নয়।
একটায় মিশ্রিত থাকে স্নেহ, প্রীতি,
শ্রদ্ধা ও সমীহের ভাব। অন্যটায় কেবল কামনা।
ভালবাসার সাথে কামনা যুক্ত হলেই তা প্রেম


মেয়েরা পুরুষের হৃদয় এক মিনিটেই চিনে নিতে পারে,
এটি বিধাতার দেয়া শক্তি এদের। অথচ আশ্চর্যের ব্যাপার
ওরা নিজেরাই নিজেদের হৃদয় চিনতে পারে না


তুমি আমায় ভালবাস তাই তো আমি কবি আমার এ রূপ সে যে তোমার ভালবাসার ছবি ।

 heart touching quotes in bengali

প্রেম, ভালোবাসা, মায়া, মমতা কোনো
কিছুই স্বাধীনতার অভাবকে পূরণ করতে পারে না।”
আমি আজ স্বাধীন ,
মুক্ত তাই আমার কোন পিছু টান নাই,
তাই আমি সুখী যদিও রাস্তায় কোন প্রেমিক
প্রেমিকা জুটি দেখলে খুব খারাপ লাগে ,
আফসোস হয় কিছুক্ষণ পর স্বাধীনতার সুখের কথা
চিন্তা করে সব খারাপ লাগা ভালো হয়ে যায়


“ধোয়া, টাকা আর প্রেম কিছুতেই চেপে রাখা যায় না ঠিক ফুটে বেরুবেই।”


তো তোমাদের Heart Touching Love Quotes in Bengali পড়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরো নিচে কিছু Love Quotes Bengali আছে যদি ভালো লাগে এই লিংকে ক্লিক করে আরো পড়তে পারেন।

Spread the love

Similar Posts