মানুষের একটা লাইফে কষ্টের ও দুঃখের কোন সীমা নেয় থাকে না। তোমাদের জন্য কষ্টের এসএমএস তার সঙ্গে পিকচার দেয়ার আছে তোমার সাথে এই পোস্টটিতে শেয়ার করলাম যাতে তোমাদের মনে কষ্ট হালকা হয়ে যায়। যদি তোমাদের খুবই ভালো লাগে এই সুন্দর সুন্দর কষ্টের এসএমএস তাহলে হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করতে পারেন।
কষ্টের এসএমএস | koster sms
চেয়ে ছিলাম হাজার দুঃখের মাঝেও,
সুখটাকে একটু খুঁজে নিতে।কিন্তু,
দুঃখের মেঘগুলো এতো কালো যে,
তার মাঝে আমি সুখের আলোটা আর খুঁজে পেলাম না..!!!
যখন বুক ভরা কষ্ট নিয়ে ফিরে
আসলাম তখন হাজারো ভালোবাসার
সৃতি গুলো আমাকে পিছন থেকে
টেনে ধরে রেখেছে
কষ্ট গুলো যদি কাগজ হতো
আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম।
কিন্তু কষ্ট গুলো হল আগুন
যা আমাকে কাগজের মত পুড়িয়ে ছাই করে দিচ্ছে।
তোমাকে কষ্ট দেয়ার জন্য
তোমার সাথে শেয়ার করলাম যাতে
তোমাদের মনে কষ্ট দূর হয়ে যায়
জিবনে কাওকে আঘাত করার আগে
একটু ভেবে নিও নিজে আঘাত পেলে
কেমন লাগে, মনে রেখো কাওকে
কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না।
নিজের ‘HD’ স্বপ্ন গুলোকে Convert করে’Mp4′ করেছিলাম…
ভেবেছিলাম,আমার জীবনে তা “Support’’
করবে,কিন্তু, তা আর হলো না…
তারপর, “3gp” করলাম…
তাও “Support”করলোনা…
এখন, স্বপ্ন গুলো “Audio” হয়ে গেছে,!!
তাই আর দেখতে পাই না….!!
”কেউ যদি তোমার জীবন থেকে দূরে সরেযেতে চায়,
তবে তাকে যেতে দাও,
কখনো বাধা দিও না ,
মনে রাখবে,
নদীর স্রোতও কিন্তু বৃষ্টি হয়ে ফিরে আসে “
জীবেন কাউকে পাওয়ার জন্য কখনও কাঁদবে না…!!
কারন যার জন্য কাঁদবে সে কখনও তোমার হবে না…!!
যে তোমার হবে সে কখনও তোমাকে কাঁদতে দিবে না…!!
ভালবাসা হলো এমন একটি মায়া,
তুমি যত দুরে যাবে ততই কাছে টানবে,
যত ভুলে যাবে ততই মনে পড়বে,
আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে।
পাথর চাপা কষ্ট বুকে,,
কষ্টেরকথা বলি কাকে?
যারকারনে নিস্ব হলাম,,
সেইতো আছে বেশ সুখে,,
আর আমারকথা ভুলেই গেছে..!!
কিছু কিছু কথা আছে বলতে পারিনা’’
এমন কিছু কষ্ট আছে সইতে পারিনা.
এমন কিছু ফুল আছে তুলতে পারিনা,,
আর এমন একটা মনের মানুষ আছে ভূলতে পারিনা..!
তোকে ছাড়া যদি কাটাতে হয় বাকিটা জীবন,
আমিও কি আর থাকব এই পৃথিবীতে তখন!!!
কাউকে এমন কথা বলো না ,
পরে Sorry বলতে হয় ….
এমন ভাবে দুরে সরিয়ে দিও না ,
পরে miss করতে হয় ….
এমন কস্ট দিও না পরে
চোখের জল ফেলতে হয়
জীবন যেনো হারিয়েছে আজ
বুকের ভিতর থেকে,
উড়ো মন খুঁজছে পড়ে
কোথায় পাবো তাকে?
স্বপ্ন দেখা যায়, ধরা যায়না;
জীবন ভাঙা যায়, গড়া যায়না;
মন দেওয়া যায়, নেওয়া যায়না;
ভালোবাসার শুরু হয়, শেষ হয় না।
মাঝে মাঝে মনে হয় তোমার সাথে
আমার হৃদয়টা পাল্টাপাল্টি করি,
যাতে তুমি বুঝতে পারো আমি তোমাকে
কতোটা ভালোবাসি.. আর আমি বুঝতে
পারি, তুমি আমাকে কতোটা ঘৃণা করো
আমি রাগ করি না, কারণ
আমি জানি আমার রাগের
মূল্য নেই কারো কাছে।
তোমার শহরের কোণে
কেউ মায়া জমায় কি?
আমি এখনো ভাবি সেই
তোমাকে ফেরানো যাবে কি?
যাকে মন থেকে ভালোবাসা যায় না
তাকে ঘৃণা করা যায় না
তাকে ভুলে থাকা যায়,
শুধু তার দেওয়া কষ্ট গুলো
নিরবে বয়ে বেড়াতে হয়
কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের।
কিন্তু তার চেয়েও বেশি কষ্টের
হলো আসবেনা জেনেও তার জন্য
অপেক্ষা করা।
কাউকে ভালবাসি বোঝানোর,
সবথেকে বড় অনুভূতি হল কান্না করা,
কারণ যার জন্য কান্না আসে না,
তার প্রতি কখনও ভালবাসা থাকে না,
জোর করে হাসা যাবে কিন্তু
কান্না করা যাবে না
আমি থাকবো না,
হয়তো চলে যাবো ঐ দূর ঠিকানায়,
তুমি ডাকলেও আর আমি আসবোনা,
তখন আমার ঠিকানা হবে ছোট্ট
একটা ঘর, ঘুমিয়ে থাকবো একা নিরবে
একজন মানুষ দুটি কারনে সবচেয়ে
বেশি বদলে যেতে পারে।
যখন তার জীবনে বিশেষ কেউ আসে
এবং যখন তার জীবন থেকে বিশেষ
কেউ হারিয়ে যায়।
তোমি চলে যাওয়াতে একটুও কষ্ট পাইনি,
কেনো জানো? কারন আমি তোমাকে
সুখে রাখার জন্যই ভালবেসেছিলাম তাই
তোমার চলে যাওয়াটা হাসিমুখে মেনে
নিয়েছিলাম সেদিন,কারন আমার কাছে
হয়তো অতো সুখ নেই যতটা সুখ তোমি
তোমার বাবার পছন্দের পাত্রের কাছে পাবে।
ভালো থেকো তোমি জান শুভ কামনা রইলো।
তুমি যদি ভালো থাকো অন্যের ভালোবাসায়
আমি তবে থাকবো ভালো তোমার ভালো থাকায়
যদি কাউকে ধোঁকা দিয়ে থাকো
তাহলে ভেবো না সে বোকা।
শুধু এটাই ভাববে সে তোমাকে
এতটাই বিশ্বাস করেছিল
যার যোগ্য তুমি নও
এখন আর আমিএকা নই তুমি চলে গেছো
তাতে কি হয়েছে?তোমার দেও য়া কস্টগুলো
এখন আমারঘুম হীন রাতের সঙ্গী
সবার জীবনেই তো প্রেম আসে। কেউ হয়তো
ভালোবাসার মানুষটিকে নিয়ে স্বপ্ন দেখে
জীবন কাটিয়ে দেয়। আবার কেউ কেউ
বাস্তব জীবনেই ভালোবাসার মানুষটির
উপস্থিতি উপভোগ করার সৌভাগ্য অর্জন করে!!
সমুদ্রের ঢেউ বার বার ফিরে আসে
কিন্তু যাকে একবার নেয় তাকে আর
ফিরিয়ে দেয় না । কিছু কথা কাউকে
বলা যায়না শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয়
আমার ভালোবাসায় কোনো জটিলতা ছিলো না
জটিলতা ছিলো তোমার মনের ভিতরে
ভালোবাসা আমায় ছেরে চলে যায় নি
তুমি আমাকে ছেরে চলে গেছো
জানি না আজ আমার কি হয়েছে, শূন্য
মনের গহীন অতলে এক ঝড় উঠেছে!
ভিষন ভাবে তোমাকে মনে পড়ছে
তোমার কথা ভাবতেই জল এলো দু’চোখের
কোনে !কেমনে বলবো আমি-একটু
খানি ভালোবাসি তোমায় ! সেই সাধ্য
দেওয়া হয়নি আমায় !তবুও কেনো জানি
তোমাকে অনেক ভালোবাসি !!
এক চোখ কখনো আরেক চোখকে
দেখেনা তবুও এক চোখের কিছু হলে
আরেক চোখে অশ্রু না ঝড়িয়ে পারে না।
যদি হারিয়ে যাই তোমার অজান্তে
ভুল বুঝনা আমাকে কিছু ভুল
তোমারও ছিল হারিয়ে যাবার পিছনে
জানতে চেওনা কেন গেলাম দূরে ?
শুধু বলবো আসবনা আর ফিরে !!
কষ্টে ভরা জীবন আমার,, দুঃখ ভরা মন
মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষন
তারার সাথে থাকি আমি,, চাঁদের পাশাপাশি
আজব এক ছেলে আমি দুঃখ পেলেও হাসি।
লাগবে যখন খুব একা, চাঁদ হয়ে দিবো দেখা
মনটা যখন থাকবে খারাপ, স্বপ্নে গিয়ে
করবো আলাপ ..কষ্ট যখন মন আকাশে
তাঁরা হয়ে জ্বলবো পাশে
ভালবাসা এবং মৃত্যু এই দুইটা দাওয়াত বিহীন
অতিথি।একজন এসে নিয়ে যায় মন
আরঅন্য জন এসে নিয়ে যায় জীবন।
ভালবাসা এবং মৃত্যু এই দুইটা দাওয়াত বিহীন
অতিথি।একজন এসে নিয়ে যায় মন
আরঅন্য জন এসে নিয়ে যায় জীবন।
হাজারটা সুখের স্মৃতি একটি কষ্টকে মুছে
ফেলতে পারে না.. কিন্তু ,
একটি কষ্ট হাজারটা
সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে
এটিই জীবনের সবচেয়ে
নিষ্ঠুর সত্যি।।
ভালোবাসার মানুষ যতোই দূরে থাকুননা কেনো
কখনো মনে হবে না যে সে দূরে আছে
যদি সে অনুভবে মিশে থাকে ।
বার বার তোমার চোখের পানি মুছে
ফেলার চেয়ে জীবন থেকে তাকে মুছে ফেলা
উত্তম যে তোমাকে এতবার কাঁদায়।
আশা করি তোমাদের এটা কষ্টের এসএমএস ভালো লেগেছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন| তোমাদের মনে পছন্দের স্ট্যাটাস দেওয়া আছে | যেটা তোমার পছন্দের টেটাস লিঙ্কটাতে ক্লিক করুন
এটিও দেখতে পারেন:-
অসাধারণ খুব ভালো লেগেছে