৫টি সেরা কিছু কষ্টের কবিতা ফেসবুকে জন্য

কষ্টের কবিতা এটা তোমাদের মনেটা কষ্ট হালকা করা যায় তার জন্য। আমাদের জীবনের নানা রকমের কষ্ট তার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা ব্রেকআপের কষ্ট। তাই এই পোস্টটিতে ৫টি সেরা কষ্টের কবিতা শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন তোমাদের এই পাঁচটি কবিতা মধ্যে কোনটি ভালো লাগলো।

কষ্টের কবিতা

১. আমাকে কষ্ট দিতে চাও? দাও!
আমি কষ্ট নিতেই এসছি।
আমাকে কাঁদাতে চাও? কাঁদাও!
আমি কাঁদতেই এসেছি।
আমাকে হারাতে চাও?
হারাও! আমি হারতেই এসেছি।
আমাকে সাগরে ভাসাতে চাও?
ভাসাও! আমি ভাসতেই এসেছি।
আমাকে পোড়াতে চাও? পোড়াও!
আমি পুড়তেই এসছি।
আমাকে বুকে টেনে নাও নিবে না?
আমি সবকিছু সয়েই এসছি।


২. আমার কিছু কষ্ট আছে কিনবে নাকি তুমি?
কিছু কষ্ট খুব পুরনো -হীরের চেয়েও দামি।
কিছু কষ্ট খুব স্পস্ট -কিছু কষ্ট ফিকে
একটা কষ্ট ভালবেসে হাত বাড়াবে তোমার দিকে
যখন তুমি ছুঁতে যাবে-অম্নি দেখ নাই!
তুমি আমার কষ্টটারে ভালোবাসো নাই।
কিছু কষ্ট তুমি আমি- কিছু কষ্ট একা
কিছু কষ্ট বুকের মাঝে-চোখে যায় না দেখা,
কিছু কষ্ট পাথর কোমল-কিছু কষ্ট নাজুক
একটা কষ্ট কেঁদে কেটে ভেজাবে দুই চোখ,
যখন তুমি ছুঁতে যাবে-অম্নি দেখ নাই!
তুমি আমার কষ্টটারে ভালোবাসো নাই।
আমার কিছু কষ্ট আছে কিনবে নাকি তুমি?
কিছু কষ্ট খুব পুরনো -হীরের চেয়েও দামি।
কিছু কষ্ট উড়ছে উড়ুক-কিছু কষ্ট পাশে
কিছু কষ্ট ইশারাতে ডাকবে তোমায় কাছে,
যখন তুমি ছুঁতে যাবে-অম্নি দেখ নাই!
তুমি আমার কষ্টটারে ভালোবাসো নাই।
কিছু কষ্ট পাহার সমান-কিছু কষ্ট নদী
কিছু কষ্ট বরফ শীতল-ছুঁয়ে দেখতে যদি।
নীল কষ্টটা দুষ্ট ভীষণ-লাল কষ্টটার সাথে
কিছু কষ্ট দিনের বেলায়-কিছু কষ্ট রাতে,
যখন তুমি ছুঁতে যাবে-অম্নি দেখ নাই!
তুমি আমার কষ্টটারে ভালোবাসো নাই।
কষ্ট আমার ওষ্ঠ ভেজা-কষ্ট মরুভূমি
কষ্ট আমার হাতের রেখায়- কষ্ট আমার তুমি,
বৃষ্টি ফোঁটায় কষ্ট ঝরে -কষ্ট নীলা খামে
নষ্ট প্রেমের কষ্টটারে বেচবো অনেক দামে,
যখন তুমি ছুঁতে যাবে-অম্নি দেখ নাই!
তুমি আমার কষ্টটারে ভালোবাসো নাই।


কষ্টের কবিতা

৩. কেউ যদি আমাকে প্রশ্ন করে, সুখ কি?
আমি হয়তো সঠিক উত্তর দিতে পারবো না।
কেউ যদি আমায় প্রশ্ন করে, দুঃখ কি?
বলবো আমি খানিক হেসে,
সেতো আমার আপনজন, নিত্যদিনের সাথী।
আমি দুঃখকে আপন পেয়েছি,
যখন আমার বয়স ছিলো, নয় কিংবা দশ,
বাবাকে হারিয়ে ছিলাম তখন অকালে,
বঞ্চিত হয়েছিলাম চিরতরে পিতার স্নেহ থেকে।
আমি দুঃখকে পেয়েছি,
যখন অভাব-অনটনে থাকতে হয়েছিল অনাহারে তখন।
আমি দুঃখকে পেয়েছি,
যখন অর্থাভাবে বন্দ হয়ে যেতে বসেছিলো আমার লেখা-পড়া,
অভাবের আগুনে পুড়ছিল আমার উচ্চশিক্ষা লাভের স্বপ্ন তখন।
আজ যখন মন থেকে,
সকল দুঃখ স্মৃতি মুছে ফেলে,
সুন্দর জিবনের স্বপ্ন দেখছি,
তখন দুঃখ স্মৃতি উকি মারে মন মাঝে।
ভাঙতে চায় আমার সাজানো স্বপ্ন।
এমনি করেই কি জিবন যাবে?
ভাবছি অবিরত,
দুঃখ আর আমি সইবো কত।
পাবো না কি সুখের ছোঁয়া এ জিবনে,
জানবো না কি কভু আমি সুখের মানে।


৪. কষ্ট থাকে চোখের কোনে
কষ্ট থাকে মনে
কষ্ট থাকে সাতটি সুরের
গভীর আলাপনে।
কষ্ট থাকে ভালোবাসায়
কষ্ট থাকে প্রেমে
কষ্ট থাকে স্বপ্ন বোনার
অনুরাগের ফ্রেমে।
কষ্ট থাকে ঢেউয়ের ভাঁজে
কষ্ট নদীর বুকে
কষ্ট নিয়েই সুনীল সাগর
বইছে ধূকে ধূকে।
কষ্ট চলেগেলে দূরে
কষ্ট কাছে এলে
কষ্ট লাগে আপনজনা
অন্যের হয়ে গেলে।
কষ্ট থাকে দিনের মাঝে
কষ্ট রাতের কোলে
পূর্ণিমাতে কষ্ট চাঁদের
জোছনা হয়ে গলে।
কষ্ট থাকে আকাশের ঐ
বিশাল বুকটা ভরে
তাইতো তারি কষ্টগুলো
বৃষ্টি হয়ে ঝরে।
কষ্ট ছিলো কষ্ট আছে
কষ্ট রবে বুকে
তাইতো কবি কষ্ট নিয়েই
মরছে ধূকে ধূকে।


৫. তুমি আমাকে ভুলে যাবে,
আমি ভাবতেই পারি না।
আমাকে মন থেকে মুছে ফেলে তুমি
আছো এই সংসারে, হাঁটছো বারান্দায়, মুখ দেখছো
আয়নায়, আঙুলে জড়াচ্ছো চুল, দেখছো
তোমার সিঁথি দিয়ে বেরিয়ে গেছে অন্তুহীন উদ্যানের পথ, দেখছো
তোমার হাতের তালুতে ঝলমল করছে রূপালি শহর,
আমাকে মন থেকে মুছে ফেলে
তুমি অস্তিত্বের ভূভাগে ফোটাচ্ছো ফুল
আমি ভাবতেই পারি না।
যখনই ভাবি, হঠাৎ কোনো একদিন তুমি
আমাকে ভুলে যেতে পারো,
যেমন ভুলে গেছো অনেকদিন আগে পড়া
কোনো উপন্যাস, তখন ভয়
কালো কামিজ পরে হাজির হয় আমার সামনে
পায়চারি করে ঘন ঘন মগজের মেঝেতে
তখন একটা বুনো ঘোড়া খুরের আঘাতে ক্ষতবিক্ষত করে আমাকে
আর আমার আর্তনাদ ঘুরপাক খেতে খেতে
অবসন্ন হয়ে নিশ্চুপ এক সময়, যেমন
ভ্রষ্ট পথিকের চিৎকার হারিয়ে যায় বিশাল মরুভূমিতে।
বিদায় বেলায় সাঝটাঝ আমি মানি না
আমি চাই ফিরে এসো তুমি
স্মৃতি বিস্মৃতির প্রান্তর পেরিয়ে
শাড়ীর ঢেউ তুলে,সব অশ্লীল চিৎকার
সব বর্বর বচসা স্তব্দ করে
ফিরে এসো তুমি, ফিরে এসো স্বপ্নের মতো চিলেকোঠায়
মিশে যাও স্পন্দনে আমার।


Bonus

আমার কষ্টগুলো আমারি থাক বৃষ্টিগুলো
আমার চোখ দিয়েই ঝরুক ঝর্ণার জলগুলো শুধু
আমার হৃদয় দিয়েই বের হোক সকল জল মিলে ঢেউ উঠলে
আমার মনেই উঠুক আর সেই ঢেউয়ে ভেসে গেলে আমিই যাই।
এ কষ্টের জীবনে অন্যকে জড়িয়ে কি লাভ?
চোখ দিয়ে ঝরা জলের মূল্য যে কত তা হয়তোবা
কোনদিন কল্পনাও করতে পারবেনা তাই আমিও চাইনা
এ নিয়ে ভেবে কারো মাথার উপর আবার পুরো আকাশটা ভেঙ্গে পড়ুক,
মেঘে ঢেকে চোখ দুটি অন্ধ হোক।
সুখের নরম ছোঁয়ায় তোমার হৃদয়ে আবেগের ঝর্ণা বহুক
মুখে চাঁদের হাসিতে চারিদিকে আলোকিত হোক
আমি সব সময় তোমার হৃদয়ে আনন্দের বন্যা দেখতে চাই
যা ছড়িয়ে তোমার পুরো শরীরে ভালবাসার ছোঁয়া লাগুক
পাখিদের গানে গানে মনটা আনন্দে ভরে
উঠুক হাসনাহেনার গন্ধে তোমার চারিপাশ শুভাসিত
হোক জ্যোৎস্না রাতের আলোতে চোখ দু’টি পুলকিত হোক।


তো তোমাদের কষ্টের কবিতা পড়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরো নিচে কিছু কষ্টের আছে যদি ভালো লাগে এই লিংকে ক্লিক করে আরো পড়তে পারেন।

এটিও পড়তে পারেন:-

Share your love

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *