১৪২৮ পহেলা বৈশাখের শুভেচ্ছা, এস এম এস, কবিতা, পিক

পহেলা বৈশাখের শুভেচ্ছা, পহেলা বৈশাখের এসএমএস, পহেলা বৈশাখের কবিতা,পহেলা বৈশাখের পিক এসে গেছে সামনেই বাংলা পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। পহেলা বৈশাখ বাংলা তারিখ শুরু হয় ও বাংলা নতুন বছরের প্রথম দিন, পহেলা বৈশাখ কে বাংলা বছরের জন্মদিন ও বলা যায় দিনটিকে যেটা সুন্দরভাবে বরণ করে নিতে প্রতিটি বাঙ্গালী অধির আগ্রহে অপেক্ষা করে থাকে। এই দিনে যা বাঙ্গালি সবাইকে ১৪২৮ নববর্ষ উপলক্ষে এর পহেলা বৈশাখের শুভেচ্ছা ও পহেলা বৈশাখের এসএমএস পাঠানো বা শুভেচ্ছা জানান। এছাড়া আরও রয়েছে পহেলা বৈশাখী কবিতা যা আপনার বৈশাখের উদযাপনকে অনেক মজার করে তুলবে।

পহেলা বৈশাখের শুভেচ্ছা

বসন্তের আগমনে কোকিলের সুর
গ্রীস্মের আগমনে রোদেলা দুপুর
বর্ষার আগমনে সাদা কাঁশফুল
তাই তোমায় শুভেচ্ছা জানাতে মন হল বেকুল
শুভ নববর্ষ…

পহেলা বৈশাখের শুভেচ্ছা

ঝরে গেল আজ বসন্তের পাতা
নিয়ে যাক সঙ্গে সব মলিনতা।
বৈশাখের সকালে লাগুক প্রাণে আনন্দের এই স্পর্শ,
মন থেকে আজ জানাই তোমায় “শুভ নববর্ষ”।


চৈত্রের রাত্রি শেষে,
সূর্য আসে নতুন বেসে,
সেই সূর্যের রঙ্গিন আলো,
মুছে দিক তোমার জীবনের সকল কালো
‘ শুভ পহেলা বৈশাখ ১৪২৮ ‘


বাউল গানের স্যন্ধা তালে নতুন বছর এসেছে ঘুরে,
উদাসী হাওয়ার সুরে সুরে রংগা মাটির পথটি জুড়ে ।
‘ শুভ পহেলা বৈশাখ ১৪২৮ ‘

পহেলা বৈশাখের শুভেচ্ছা

দিনগুলি যেমনই হোক,
ঠিকই যায় কেটে।
তবুও বল কি লাভ,
পুরনো স্মৃতি ঘেটে।
এ বছর পূর্ন হোক,
তোমার সকল আশা।
নববর্ষের এটাই আমার প্রত্যাশা।
‘ শুভ পহেলা বৈশাখ ১৪২৮ ‘


নীল আকাশের খামে ভরে,
সাদা মেঘের কাগজে করে,
রঃধনুর রঙে লিখে,
দখিনা বাতাস কে দিয়ে
আমার মনের কথা পাঠালাম
‘ শুভ পহেলা বৈশাখ ১৪২৮ ‘


ব্যালেন্স জিরো,নেটওয়ার্ক বিজি,
কল ওয়েটিঃ, মিস’ড কল,
নো আন্সার, মেমরি ফুল,
ব্যাটারি লো এই সব কিছুর আগে
তোমাকে জানাই অগ্রিম ‘
শুভ পহেলা বৈশাখ ১৪২৮ ‘

পহেলা বৈশাখের শুভেচ্ছা

ফুল ফুটেছে বনে বনে
ভাবছি তোমায় মনে মনে
বলছি তোমায় কানে কানে
‘ শুভ পহেলা বৈশাখ ১৪২৮ ‘


ইলিশ মাছের ৩০ কাঁটা
বোয়াল মাছের দাড়ি
বৈশাখ মাসের ১ তারিখে
আইসো আমার বাড়ি
ছেলে হলে পানজাবি
মেয়ে হলে শাড়ি
করব বরন বন্ধু তোমায়
আইসো আমার বাড়ি
আপনাকে পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা রইল


দিন যদি চলে যায় দিগন্তের শেষে রাত
যদি চলে যায় তারার দেশে ভেব না
বন্ধু আমি থাকব তোমাদের পাশে।
‘ শুভ পহেলা বৈশাখ ১৪২৮ ‘


দিন যদি চলে যায়দিগন্তের শেষে রাত
যদি চলে যায় তারারদেশে ভেব না
বন্ধু আমি থাকব তোমাদেরপাশে।
‘ শুভ পহেলা বৈশাখ ১৪২৮ ‘

শুভ পহেলা বৈশাখ

বছর শেষের ঝরা পাতা,
বললো উড়ে এসে ।
একটি বছর পেরিয়ে গেলো,
হাওয়ার সাথে ভেসে ।
নতুন বছর আসছে তাকে,
যতন করে রেখো ।
স্বপ্ন গুলো সত্যি করে,
ভীষণ ভালো থেকো ।
‘ শুভ পহেলা বৈশাখ ১৪২৮ ‘


নতুন পোশাক নতুন সাঁজ।
নতুন বছর শুরু আজ।
মিষ্টি মন মিষ্টি হাঁসি।
শুভেচ্ছা জানাই রাশি রাশি॥
‘ শুভ পহেলা বৈশাখ ১৪২৮ ‘


পহেলা বৈশাখের এসএমএস

ঢাক ঢোল মাদলের তালে
রং বেরঙের মনের দেয়ালে
বাঙালি সংস্কৃতি উজ্জীবিত থাক যুগে যুগে।
শুভ নববর্ষ*

পহেলা বৈশাখের এসএমএস

কথার শেষে নতুন বেশে আসছে কোন ভেলা আনন্দে ভেসে।
নতুন বছর আসছে প্রকৃতির মাঝে,
তাই তো মন সেজেছে রঙিন বেশে।
‘‘শুভ নববর্ষ’।


ঝরে গেল আজ বসন্তেরপাতা,
নিয়ে যাক সঙ্গে সবমলিনতা ।
বৈশাখের সকালে,লাগুক প্রাণে আনন্দের এইস্পর্শ,
মন থেকে আজ জানাই তোমায়
‘শুভ নববর্ষ’


নতুন পোশাক নতুন সাঁজ।
নতুন বছরশুরু আজ।
মিষ্টি মনমিষ্টি হাঁসি।
শুভেচ্ছা জানাইরাশি রাশি॥


তোমার জন্য সকাল দুপুর,
তোমার জন্য সন্ধ্যা,
তোমার জন্য সকল গোলাপ,
সব রজনীগন্ধা, তোমার জন্য সব সুর,
তোমার জন্য ছন্দ,
নতুন বছর বয়ে আনুক অনাবিল আনন্দ
“শুভ নববর্ষ”

পহেলা বৈশাখের এসএমএস

লাইফ কে সুন্দর কর।
মন কে ফ্রেশ কর।
হৃদয়কে কে নরম কর।
টাইম কে ইউস কর।
লাভ কে মিস্স কর।
বন্ধু কে এস এম এস কর।


বসন্তের আগমনে কোকিলের সুর !
গ্রিস্মের আগমনে রোদেলা দুপুর !
বর্ষার আগমনে সাদা কাঁশফুল !
তাই তোমায় Wish করতে মন হল বেকুল !
*”শুভ নববর্ষ


নতুন আশা নতুনপ্রান
নতুন হাসি নতুনগান
নতুন সকাল নতুনআলো
নতুন দিন হোকভালো
দুঃখকে ভুলে যাই
নতুনকে স্বাগতজানাই
শুভনববর্ষ


তোরাই আমার বন্ধু যে,
তোরাই আমার ডিয়ার,
তাইতো আমি ভালোবেসে বলছি শুভ নববর্ষ !.
bye বলে শেষকরছি পুরোনো বছরের আশা,
নতুন বছরের,নতুনসাজে জানাচ্ছি ভালোবাসা !!


নতুন বছর নতুন দিন,
সবার জীবনটা হোক রঙিন।
পুরনোকে ভুলে যাও আসবে নতুন কিছু আরও,
পুরনোকে ভেবে মন খারাপ হয় না যেন কারও।
সুধু ভালবাসা গুলো থেকে যাক সব হৃদয়ে যেমনি ছিল যার,
সবাই কে জানাই আমি /শুভ নববর্ষ /


আজ দুঃখ ভোলার দিন,
আজ মন হবে যে রঙিন,
আজ প্রান খুলে শুধু গান হবে,
আজ সুখ হবে সীমাহীন
তার একটিই কারন।
আজ বছরের প্রথম দিন।
শুভ পহেলা


মুছে যাক সকল কলুষতা
শান্তির বার্তা নীল খামে পাঠালাম
সুদিনের সুবাতাস তোমায় দিলাম।
শুভ নববর্ষ*

পহেলা বৈশাখের কবিতা

দাঁড়িয়ে থাকে না
বয়ে চলে অবিরাম
নতুন বছর
নিয়ে আসে তাই
নতুন চিঠির খাম।
গেলো বছরেও
এসেছিল ঠিক
এমন একটি চিঠি
লেখা ছিল তাতে
কত হাসি-গান
তারাদের মিটিমিটি।
মুক্তা হরফে
বোনা ছিল আরো
স্বপ্ন ও কল্পনা
সোনা অক্ষরে
ছিল থরে থরে
আশা ও সম্ভাবনা।
কিন্তু সে চিঠি
পড়া না হতেই
বছর হয়েছে শেষ
শেষ তো হয়নি
দুঃখ-বেদনা
হিংসা ও বিদ্বেষ।
দ্রব্যমূল্যে
আকাশ ছুঁয়েছে
বঞ্চনা-লাঞ্ছনা
শত চেষ্টায়
ক্ষুধা-তেষ্টায়
জোটেনি যে ক্ষুদ-কণা।
আবার এসেছে
নতুন বছর
ঘুচবে কি ব্যর্থতা?
জানি না এবার
নতুন চিঠিতে
কী আছে নতুন কথা!
নতুন বছর
বুকে নিয়ে আছি
অনেক স্বপ্ন-আশা
হোক অন্তত
এবার সত্য
তোমার চিঠির ভাষা।



এসো হে বৈশাখ, এসো এসো
তাপস নিঃশ্বাস বায়ে
মুমূর্ষুরে দাও উড়ায়ে
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক
এসো এসো…
যাক পুরাতন স্মৃতি
যাক ভুলে যাওয়া গীতি
যাক অশ্রুবাষ্প সুদূরে মিলাক
যাক যাক
এসো এসো…
মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা
অগ্নি স্নানে শুচি হোক ধরা
রসের আবেশ রাশি
শুষ্ক করি দাও আসি
আনো আনো, আনো তব প্রলয়ের শাঁখ
মায়ার কুঁজঝটি জাল যাক, দূরে যাক যাক যাক
এসো এসো…

তোমাদের যদি এই পহেলা বৈশাখের শুভেচ্ছা গুলো পছন্দ হয় তবে অনুগ্রহ করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা টুইটারে তোমার বন্ধুদের এবং প্রিয়জনদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আমাদের প্রচেষ্টার প্রশংসা করুন। আর কমেন্ট করে জানিও।

আরো পড়ুন:-

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *