বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ শুভেচ্ছা, শুভ নববর্ষ মেসেজ, শুভ নববর্ষ কবিতা, শুভ নববর্ষ 2022 শুভেচ্ছা, শুভ নববর্ষ শুভেচ্ছা বার্তা আজ ১৪২৮ কে বিদায় করে ১৪২৯ কে পহেলা বৈশাখের শুভেচ্ছা বা শুভ নববর্ষ শুভেচ্ছা বার্তা ও কবিতা, নতুন বছর মানে অনেক নতুন স্বপ্ন এবং নতুন অর্জন। নতুন বছরের বিষয়ে আপনি যদি উচ্ছ্বসিত হন তবে এই নববর্ষ বার্তাগুলি এবং নববর্ষ শুভেচ্ছাগুলি দেখার সময় হয়েছে কারণ আপনার প্রিয়তমদের শুভ নববর্ষের শুভেচ্ছা জানাতে হবে তাই আমি শেয়ার করতে যাচ্ছি। তাই আপনাকে bengalimasti.com team থেকে পূর্ণ আশীর্বাদ এবং নতুন এডভেঞ্চারে শুভেচ্ছা ও শুভ নববর্ষ ১৪২৯ আমি আশা করি এই বছরটি পরিণত হবে।
আবার এসেছে ফিরে, বাঙালির ঘরে, নবরুপে পহেলা বৈশাখ…আজ শুধুই ভালবাসার উজানে, বাঙালির বর্ষবরণ নানা আয়োজনে, রমনীরা আজ সেজেছে নতুন সাজে, পায়ের নূপুর ঘুঙ্গুর বাজে। নাচবে দুলেদুলে দেখবো প্রানখুলে, প্রিয়ার ভালবাসা জমা থাক। আবার এসেছে ফিরে, বাঙালির ঘরে, নতুন সাজে পহেলা বৈশাখ। শুভ নববর্ষ !!
শুভ নববর্ষ শুভেচ্ছা
একটু আলো, একটু আধার বাতাসগুলো
নদীর বুকে দিচ্ছে সাতার কিছু দুঃখ,
কিছু সুখ সবচেয়ে সুন্দর এই বাংলার মুখ!
বাংলা বর্ষ এর পদার্পনে এস শানিত হই নবপ্রাণে
তিন জন লোক তোর ফোন নম্বর চাইছিল।
আমি দিইনি, কিন্তু ঠিকানাটা দিয়েই দিলাম।
ওরা এই নববর্ষে তোর বাড়ি যাচ্ছে।
ওরা হলো সুখ, শান্তি আর সমৃদ্ধি !
শুভ নববর্ষ !
পান্তা ইলিশ আর ভরতা বাজি বাঙ্গালীর প্রাণ
নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান
এসো হে বৈশাখ এসো এসো..
^~^~শুভ নভবর্ষ~^~^
নতুন সূর্য, নতুন প্রান।
নতুন সুর, নতুন গান।
নতুন উষা, নতুন আলো।
নতুন বছর কাটুক ভাল।
কাটুক বিষাদ, আসুক হর্ষ।
শুভ হোক নববর্ষ।
সবাইকে নববর্ষের শুভেচছা।
১, ২, ৩ নতুন বছরের শুভেচ্ছা নিন।
৪, ৫, ৬, কারও এস এম এস কপি করে নয়।
৭, ৮, ৯ হাজার হাজার বছর যেন
নববর্ষের এরকম উল্লাস রয়।
শুভ নববর্ষ ১৪২৯।
ঘড়ির কাটা ১২ টা,
মন যে আর মানে না।
তুমি বন্ধু ঘুমাও নাকি ?
নতুন বছরের নতুন তারা,
দেখ করছে ঝলমল।
দিচ্ছে নতুন এর সাড়া ।
তোমার জীবনের বাকি দিন গুলো হোক সুখ সমৃদ্ধি ময়,
এই কামনায় তোমায় জানাই শুভ নববর্ষ।
একটু আলো, একটু আধার, বাতাসগুলো নদীর বুকে দিচ্ছে সাতার।
কিছু দুঃখ, কিছু সুখ, সবচেয়ে সুন্দর এই বাংলার মুখ।
বাংলা নবর্ষের পদার্পনে, এসো শানিত হই নবপ্রাণে… শুভ নববর্ষ
ঢাক ঢোল মাদলের তালে
রং বেরঙের মনের দেয়ালে
বাঙালি সংস্কৃতি উজ্জীবিত থাক যুগে যুগে।
শুভ নববর্ষ*
রাঙা আবির মেখে চোখে চোখে
মনের কথা সে বলছে,
নতুন সাজে সবার ঘরে বৈশাখ এসেছে।
রং মেখে ললনা, হালে দুলে চলনা।
এমন দিনে কেউ করোনা ছলনা।
“শুভ পহেলা বৈশাখ”
ঝরে গেল আজ বসন্তের পাতা
নিয়ে যাক সঙ্গে সব মলিনতা।
বৈশাখের সকালে লাগুক প্রাণে আনন্দের এই স্পর্শ,
মন থেকে আজ জানাই তোমায় “শুভ নববর্ষ”।
রেশমী চুরি আর রঙিন শাড়ি ।
ইলিশ ভাজি আর পান্তা হাড়ি ।
ঢাক ঢোল আর তবলা।
নতুন সাজে সাজল বাংলা।
এলরে পহেলা বৈশাখ। শুভ নববর্ষ।
আবার আসবে বৈশাখ মাস, চৈত্রের অবসানে।
নববর্ষের নতুন হাওয়া, উষ্ণতা দিবে প্রানে।
মনের সকল গ্লানি ভুলে, জিবন নতুন ভাবে গড়বে,
আবার নতুন সপ্ন দেখবে নববর্ষের টানে।
শুভ নববর্ষ।
আগের সব কষ্ট ,করে ফেল নষ্ট ।
নতুন দিনে সবার প্রাণে,
কেউ রেখনা দুঃখ মনে।
শুভ হোক নতুন দিন,
খুশি থাকো সারা দিন।
শুভ নববর্ষ
নতুন সূর্যটা হাসে,
তোমায় ভালবাসে।
তাই তোমাকে জানাই নতুন বছরের শুভেচছা।
শুভ নববর্ষ !!
পান্তা ইলিশ আর ভর্তা ভাজি বাঙ্গালীর প্রাণ
নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান।
এসো হে বৈশাখ এসো এসো…
মুছে যাক সকল কলুষতা
শান্তির বার্তা নীল খামে পাঠালাম
সুদিনের সুবাতাস তোমায় দিলাম।
শুভ নববর্ষ*
নতুন সূর্য, নতুন প্রান
নতুন সুর, নতুন গান
নতুন উষা নতুন আলো
নতুন বছর কাটুক ভালো।
কাটুক বিষাদ, আসুক হর্ষ
শুভ হোক নববর্ষ।
নতুন পোশাক নতুন সাঁজ
নতুন বছর শুরু আজ।
মিষ্টি মন মিষ্টি হাঁসি,
শুভেচ্ছা জানাই রাশি রাশি। শুভ নববর্ষ…
শুভ নববর্ষ মেসেজ
আম পাতা জোড়া জোড়া,
নতুন সব দিচ্ছে সাড়া ,
ভাল থেকো , সুখে থেকো ,
আর আমার কথাটি মনে রেখো।
“”শুভ নববর্ষ””
বসন্তের আগমনে কোকিলের সুর
গ্রীস্মের আগমনে রোদেলা দুপুর
বর্ষার আগমনে সাদা কাঁশফুল
তাই তোমায় শুভেচ্ছা জানাতে মন হল বেকুল
শুভ নববর্ষ…
নীল আকাশের মেঘের ভেলায়,
ঘাসের উপর শিশির কনায়,
প্রজাপতির রঙ্গীন ডানায়,
ফালগুনের ফুলের মেলায়,
একটা কথা তোমাকে জানাতে চাই…
শুভ নববর্ষ
রাতের শেষে মিষ্টি হেসে তাকাও চোখ খুলে…
নতুন আলোয় নতুন ভোরে দুখঃ যাবে ভূলে…
ঝিলমিলিয়ে হাসবে আবার, আধার হবে শেষ…
এসে গেছে নতুন বছরের নতুন এসএমএস! “শুভ নববর্ষ”
ফুল ফুটেছে বনে বনে,
ভাবছি তোমায় মনে মনে,
বলছি তোমার কানে কানে
…শুভ নববর্ষ…
নতুন বছর আসুক শুধু আনন্দের স্পর্শ নিয়ে,
আমার তরফ থেকে তোমায় জানাই শুভ নববর্ষ।
মনে আসুক বসন্ত সুখ হোক অনন্ত,
স্বপ্ন হোক জীবন্ত আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত।
শুভ নববর্ষ।
নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত,
সুন্দর সমৃদ্ধ হোক তোর আগামীর দিনগুলো।
!!শুভ নববর্ষ!!
পুরনো সব কিছু মুছে ফেল মন থেকে,
তাকাও নব সুর্যের দিকে। নতুন বছরের শুভেচ্ছা।
শুভ নববর্ষ !!!
পুরানো সব স্মৃতি করে ফেল ইতি,
পুরনো সব কষ্ট করে ফেল নষ্ট,
পুরানো সব বেদনা আর মনে রেখ না,
পুরনোর হয়েছে মরন নতুন করে কর বরণ।
শুভ নববর্ষ!!
নতুন পোশাক নতুন সাজ
নতুন বছর শুরু আজ।
মিষ্টি মন মিষ্টি হাসি,
শুভেচ্ছা জানাই রাশি রাশি”।
শুভ নববর্ষ
শুভ নববর্ষ কবিতা
উচ্ছ্বাসের এই দিনে নবীন
ছড়াও প্রেমের বার্তা
তোমরা জাতির ধরবে হাল
আর হবে দেশের কর্তা।
শোষণ যুলুম রুখে দাঁড়াও
তাড়াও দুখের দিন
সব বেদনা ভুলে বাজাও
হেথায় সুখের বীণ।
এদেশ আমার জন্মভূমি
এদেশ আমার প্রাণ
কাঁদলে কেউ দুখে
পড়ে হৃদয় সুতোয় টান।
পুরোনো সব দুঃখ ভুলে
ফিরে এলো নববর্ষ
সব ভেদাভেদ ভুলে বাজাও
ন্যায় শাসনের হর্ষ।
বৈশাখী রোদে আবার বেজেছে রঙিন কাঁচের চূড়ি
দখিনা বাতাসে আজ ওড়াবো আমার মন ঘুড়ি ৷
বাসন্তী রঙ শাড়ির ভীরে আজ আবার হারাবো
কৃষ্ণচূড়ার লাল আগুনে মন আবার পোড়াব ৷
আজ নাচবো আজ গাইবো আজ মাতবো প্রাণ খুলে
আজ নাচাবো আজ গাওয়াবো আজ মাতাবো সব ভুলে ৷
আজ অনেক দিনের পরে হবে আবার সমর্পন
মন ঘুড়িটায় থাকবে ভরে লাজুক শিহরণ ৷
আজ মন বাঁশরীর সুরে সুরে ভুবন মাতাবো
যাদুর কাঁঠির ছোঁয়ায় আজ তোমায় জাগাবো ৷
তুমি হাসবে তুমি ফাঁসবে তুমি আমায় জড়াবে
তুমি দুষ্টু চোখের চাহনীতে আমায় ভরাবে ৷
আজ বৈশাখের রঙের মেলায় আমার নিমন্ত্রণ
আজ ধন্য বড় ধন্য আমার ক্ষুদ্র তুচ্ছ জীবন ৷
তোমাদের যদি এই শুভ নববর্ষ শুভেচ্ছা গুলো পছন্দ হয় তবে অনুগ্রহ করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা টুইটারে তোমার বন্ধুদের এবং প্রিয়জনদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আমাদের প্রচেষ্টার প্রশংসা করুন। আর কমেন্ট করে জানিও।
আরো পড়ুন:-