আজ আপনাদের সাথে সুন্দর সুন্দর ভালোবাসার রোমান্টিক কথা শেয়ার করেছি। আমাদের সবার জীবনের সাথে ভালোবাসা জড়িয়ে আছে অনেক সময় আমাদের প্রিয় মানুষ সামনে থাকে আমরা কিছুই বলতে পারি না ও ভালোবাসা রোমান্টিক কথা মনে আসে না তাদের আপনাদের সুবিধার জন্য আমাদের এই ওয়েবসাইট। আপনারা ভালোবাসার রোমান্টিক কথা এগুলি আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন ও ফেসবুকে স্ট্যাটাস দিতে পারেন বা এসএমএস করতেও পারেন।
রোমান্টিক কথা
এই পাগলটার সাথে কি থাকবে
ছোট্ট একটা ভালবাসার পাগলাগারদে…
তুমি সেই কবিতা !
যা প্রতি দিন ভাবি..
লিখতে পারিনা ॥
তুমি সেই ছবি !
যা কল্পনা করি..
আঁকতে পারি না ॥
তুমি সেই ভালবাসা !
যা প্রতিদিন চাই..
কিন্তু তা কখনো-ই পাই না ॥
লাগবে যখন খুব একা,
চাঁদ হয়ে দিবো দেখা ..
মনটা যখন থাকবে খারাপ,
স্বপ্নে গিয়ে করবো আলাপ ..
কষ্ট যখন মন আকাশে,
তাঁরা হয়ে জ্বলবো পাশে ..
চাঁদ কে ভালবাসি রাত পর্যন্ত,
সূর্য কে ভালবাসি দিন পর্যন্ত,
ফুল কে ভালবাসি সুভাস পর্যন্ত,
কিন্তু তোমাকে ভালবেসে যাবো আমার শেষনিশ্বাস পর্যন্ত।
রাজার আছে অনেক ধন.
আমার আছে একটি মন.
পাখির আছে ছোট্র বাসা
আমার মনে একটি আশা.
তোমায় ভালোবাসা.
মন আছে বলে আজ ভালোবাসার খুব প্রয়োজন।
স্বপ্ন আছে বলে আজ ভালোবাসার এত আয়োজন।
একটা সুন্দর মনের দেখা পাবো বলে..
অপেক্ষাই আছি সারাক্ষণ ।
মাটির বন্ধু মেঘ,
মেঘের বন্ধু বৃষ্টি।
বৃষ্টির বন্ধু শ্রাবণ,
যে বাঁচিয়ে রাখে সৃষ্টি।
এই সৃষ্টির মাঝে তুমি,
আর তোমার মাঝে আমি..
তুমি চাঁদ নও তবে চাঁদের আলো।
তুমি ফুল নও তবে ফুলের সৌরভ।
তুমি নদী নও তবে নদীর ঢেউ।
তুমি অচেনা নও তুমি আমার চেনা কেউ…
স্বপ্ন দিয়ে আঁকি আমি,
সুখের সীমানা ।
হৃদয় দিয়ে খুজি আমি, মনের ঠিকানা ।
ছায়ার মত থাকবো আমি,
শুধু তার পাশে,
যদি বলে সে আমায় সত্যি ভালবাসে,,,
মানুষ ভালবাসার পাগল..
একটুখানি ভালবাসার জন্য মানুষ অনেক কিছু করতে পারে..
একটা আকাশ বাতাসের জন্য,
একটা সাগর নদীর জন্য,
একটা ফুল ভোমরার জন্য,
আর আমি শুধু তোমার জন্য।
অল্প অল্প মেঘ থেকে,
হালকা হালকা বৃষ্টি হয়।
ছোট্ট ছোট্ট গল্প থেকে,
ভালোবাসা সৃষ্টি হয়।
মাঝে মাঝে স্বরন করলে,
সম্প্রকটা মিষ্টি হয়।
আমি এখনও সেই পথে বসে আছি
যে পথে তুমি চলেগেছো.
আমি এই পথে বসে থাকবো
যতোদিন না তুমি ফিরে আসো
প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না ।
যা হয় তা হল ভালো লাগা ।
আর সেই ভালো লাগা নিয়ে ভাবতে থাকলে সৃষ্টি হয় ভালবাসা ।
চোখে আছে কাজল কানে আছে দুল,
ঠোট যেন রক্তে রাঙা ফুল,
চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি,
এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি।
মানুষের মাঝে আছে মন,
মনের মাঝে প্রেম,
প্রেমের মাঝে জীবন,
জীবনের মাঝে আশা,
আশার মাঝে ভালবাসা,
আর সেই ভালোবাসার মাঝে শুধুই তুমি?
বুক ভরা ভালোবাসাআমি রেখেছি
তোমার জন্য তুমি যে আমারআমি যে তোমার
তুমি শুধু আমার জন্যে
প্রেম হচ্ছে গাড়ির মতো।
অভিমান হলো যানঝট,
কয়েকদিন কথা না বলা সেটা হরতাল।
ব্রেকআপ মানে চাক্কা পামচার/একসিডেন্ট
আমার ভালোবাসা সেদিন সার্থক হবে…
যে দিন ভালোবাসার মানুষটি ১
ফোটা চোখের জল ফেলে বলবে…
আমি শুধু তোমাকেই ভালোবাসি।
জীবনে এমন মানুষ খুঁজে পাওয়া ভার,
যে হবে শুধুই আমার।
আমার সুখ দুঃখে যে রবে পাশে,
এমন মানুষকেই ভালবাসার মন খুঁজে।
একটা আকাশ বাতাসের জন্য,
একটা সাগর নদীর জন্য,
একটা ফুল ভোমরার জন্য,
আর আমি শুধু তোমার জন্য।
মানুষ ভালবাসার পাগল..
একটুখানি ভালবাসার জন্য
মানুষ অনেক কিছু করতে পারে..
যেদিন প্রথম দেখেছি আমি,
সেইদিন ভালোবেসে ফেলেছি।
স্বপন চারিণী নাম সেই থেকে,
তোমারেই দিয়েছি।
আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে
জানুয়ারি মাসে তার হাটু জল থাকে।
পার হয়ে যায় গরু, পার হয় গাধা
তোর কথা মনে পড়ে ওরে হারামজাদা.
হয়তো পৃথিবীর কাছে তুমি কিছুই না,
কিন্তু কারো কারো কাছে তুমিই তার পৃথিবী..
নিজেকে আড়াল করে রেখো না আর লুকিয়ে,
এবারে ধরা দাও আমার এ হৃদয়ে..
পথে-ঘাটে পুকুরপারে অনেক মেয়ে দেখেছি।
দেখিনি তোমার মতো, তাই ভালোবেসে ফেলেছি।
আরও পড়ুন: – ভালোবাসার ছন্দ
ভালোবাসার মানুষের সাথে রোমান্টিক কথা
তোমায় আমি দেখেছি স্বপ্নে হাজার বার।
কখনো তো ভাবিনি তুমি হবে যে আমার।
পথে-ঘাটে পুকুরপারে অনেক মেয়ে দেখেছি।
দেখিনি তোমার মতো, তাই ভালোবেসে ফেলেছি।
দু চোখ ভোরে দেখি শুধু তোমার সুন্দর মুখখানা।
পাগল হয়ে দেখে আঁখি,
পলক আর পরে না।
তোমার দুটি ডাগর চোখে আমার মনের ছবি।
এসো প্রিয়া কাছে এসো, দেখে যাও সবই..
জীবনের স্বপ্ন নিয়ে বেধেছি একটি ঘর,
তোমাকে পাবো বলে সাজিয়েছি প্রেমের বাসর,
আবেগ ভরা মনে অফুরন্ত ভালোবাসা,
সারা দেয় কোনে কোনে শিহরন জাগে মনে,
তোমাকে পাওয়ার আশায়
জীবন প্রভাতে মনের মাঁলাতে গেথে ছিলাম যত ফুল,,
আজ দেখি হায় ফুল সেতো নয়,, সবি জীবনের ভূল।
মিষ্টি চাঁদের মিষ্টি আলো,
বাসি তোমায় অনেক ভালো.
মিটি মিটি তারার মেলা,
দেখবো তোমায় সারাবেলা.
নিশিরাতে শান্ত ভুবন,
চাইবো তোমায় সারাজীবন
তুম চাঁদ নেহি,
চাঁদ কি রশ্নি হো.
তুম ফুল নেহি,
হার ফুলো কি খুশবু হো.
তুম ইনসান নেহি,
ইনসান কি রূপ মে বান্দর হো
আকাশ বলে তুমি নীল।
বাতাস বলে তুমি বিল।
নদী বলে তুমি সিমা হিন।
চাঁদ বলে তুমি সুন্দর।
ঘাস বলে তুমি সবুজ।
ফুল বলে তুমি অবুজ।
কিন্তু আমি বলি, “তুমি কেমন আছ?”
ভালোবাসা হল এমন একটি শ্বাস যাতে
শুধু খাটে দুজনার বিশ্বাস এটি হল ছোট্ট সুখের বাসা তাইতো
এর নাম রাখা হয়েছে ভালোবাসা।
বসন্তের ফুল দিব তোমায়, দিব কোকিলের গান, গৃষ্মের তাপ দিব তোমায়, দিব ফলের ঘ্রাণ। বর্ষার বৃষ্টি নাও তুমি, নাও মাছের স্বাদ, শরতের সাদা আকাশ হবে তোমার, পাবে হেমন্ত ধানের ভাত। শীতে দিব তোমায় কুয়াশার চাদর, মিষ্টি রোদে পাবে তুমি নতুন ভোর।
আমি যদি ডাইনে চলি
তুমি চলো বামে,
শীতে যখন কাঁপছি আমি
তুমি ভেজো ঘামে।
তোমার সঙ্গে এখন আমার
কিছুই মিলে না,
কিন্তু তোমায় ছাড়া আমি
চলতে পারিনা।
তোমার সাথে হয়না দেখা
হয়না কথা রোজ,
ভাবলে তোমায় কঠিন হৃদয়
যাচ্ছে হয়ে ন্যূব্জ।
মোচড়ে উঠে হৃদয় আমার
দেখলে তোমায় কভূ,
মনের ভাষা হয়না প্রকাশ
গোপনে রয় তবু
প্রেমের কথা
একদম নিখুঁত মানুষ খুঁজতে যেও না,
বিধাতা মানুষের ভিতর কিছু কিছু খুত মিশিয়ে দিয়েছে;
বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে,
তুমি ভালোবাসার কোনো মানুষই পাবে না..!!
ফুল লাল পাতা সবুজ,
মন কেন এতো অবুজ ।
কথা কম কাজ বেশি,
মন চায় তোমার কাছে আশি।
মেঘ চায় বৃষ্টি, চাঁদ চায় নিশি,
মন বলে আমি তোমায় অনেক ভালোবাসি..
চায়নি হতে তোমার জীবনে কাটা
তারের বেড়া জর না করে প্রজাপতির
মতন আলত করে ধরে রাখতে চেয়েছিলাম ।
আজ দেখছি আমি তোমার পথে বাধা হয়ে গেছি
এবং সেটা সরানোর দায়ভার টাও আমিই নিলাম ।
একটা আঁকাশে অনেক তাঁরা।
একটা জীবনে দূঃখ ভরা।
অনেক রকম প্রেমের ভুল।
ভুলের জন্য জীবন দিবো।
তবুও আমি তোমারই রবো ।
কোন এক তীর হারা নদীর ধারে।
চাঁদ,তারা বসে জুটিয়ে প্রেম করে।
তা দেখে রাত হিংসা করে।
অন্ধকার লুকিয়ে রেখে আলোয় দেয় ভরে।
সে আলোয় চাঁদ,তারা কে হারিয়ে ফেলে।
তখন চাঁদ, তারা কে খুঁজতে শুরু করে।
এদিকে নদীর এক কোণে বসে তাঁরা কাঁদিয়া, কাঁদিয়া মরে
কেনো হঠাৎ তুমি এলে ?
কেনো নয় তবে পুরোটা জুড়ে ?
আজ পেয়েও হারানো যায়না মানা,
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে ।
ভালবাসা বুকের ভিতর হয়েছে নিঃশ্বাস,
তোমার প্রেমে বেঁচে আছি এই তো বিশ্বাস,
জান, আমার জান,
তুমি আমার প্রাণের মাঝে প্রাণ|
জান, আমার জান, তুমি আমার প্রাণের মাঝে প্রাণ |
মহান কোন উপহার পাওয়া য়ায় না কোন দোকানে,
পাওয়া য়ায় না কোন গাছের নিচে,
সেটা পাওয়া শুধু পাওয়া য়ায় সত্যকারী ভালবাসার মানুষের মনে
”মনে পড়ে তোমাকে যখন থাকি নিরবে”
ভাবি শুধু তোমাকে সবসময় অনুভবে””’
স্বপ্নে দেখি তোমাকে চোখের প্রতি পলকে”’
আপন ভাবি তোমাকে আমার প্রতি নিশ্বাসে ও বিশ্বাসে ॥
শীতের চাদর জড়িযে,
কুয়াশার মাঝে দারিয়ে,
হাত দুটো দাও বারিয়ে,
শিশিরের শীতল স্পর্শে যদি,
শিহরিত হয় মন”
বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষন ।
সূর্য গেছে মেঘের বাড়ী,
ডুবে গেছে বেলা.
একটু খবর নিলেনা যে,
আমায় ভুলে গেলা….
আকাশের ওই নিরবতার কোনো জুড়ি নাই,
মনে রেক আমি তোমায় আজো ভুলি নাই.
বন্ধু বলে ডাক যারে,
সে কি তোমায় ভুলতে পারে ?
যেমন ছিলাম তোমার পাশে,
আজ আছি ভালোবেসে.
থাকব আমি তেমনি করে,
বন্ধু হয়ে চিরতরে……
চাঁদের গভীরে আছে রাত-!
রাতের গভীরে আছে ঘুম-!
ঘুমের গভীরে আছে স্বপ্ন-!
স্বপ্নের গভীরে আসো তুমি-!
আর, তোমার গভীরে আছে শুধু “শয়তানি”
তুম চাঁদ নেহি,
চাঁদ কি রশ্নি হো.
তুম ফুল নেহি,
হার ফুলো কি খুশবু হো.
তুম ইনসান নেহি,
ইনসান কি রূপ মে বান্দর হো….
তোমার অসুখ হোক, তোমার ঘরে মশা আসুক,
তোমার মাথা খারাপ হোক, তোমার সপ্নে ভুত আসুক,
সারা রাত শীত লাগুক – তা আমি চাইনা………….
কারণ তুমি আমার ফ্রেন্ড…..
আমি মেঘের মতো চেয়ে থাকি.
চাঁদের মতো হাঁসি.
তারার মতো জলে থাকি,
বৃষ্টির মতো কাঁদি.
দূর থেকে বন্ধু তোমার কথা’ই শুধু ভাবি….
নরম হাতের মিষ্টি লেখা.
বন্ধু আমি বড় একা.
চাঁদের গায়ে জোসনা মাখা.
মনটা আমার ভীষণ ফাঁকা.
ফাঁকা মনটা পূরণ কর.
বন্ধু আমায় কিস থুক্কু! মিস কর……
সপ্ন আমার অনেক ছিল বন্ধু তোমায় ঘিরে,
সপ্ন দিয়ে কেন তুমি আসলেনা আর ফিরে?.
মন যে আমার অচীন পাখি নেই তার কোনো খোজ,
বন্ধু তোমায় মনে পড়ে সকাল সন্ধা রোজ……
আমি যার সাথে বেশি অভিমান করি,
আমি নিজেও জানিনা আমি তাকে কত ভালবাসি.
কারণ অভিমান তার সাথে হয়,
যার সাথে মনের অজান্তে গভীর ভালবাসা রয়…