100+ Good Morning Subho Sokal Suprovat for facebook whatsapp
রাতে মশার জ্বালা,
দিনে মাছির জ্বালা,
ভোরে পাখির জ্বালা ,
২৪ ঘন্টা এস এম এস এর জ্বালা,
সব ভুলে গিয়ে বলছি তোমায়,
“”” শুভ সকাল ”””‘
শিশির ভেজা কোমল হাওয়া,
নরম ঘাসের আলতো ছোঁয়া ।
মিষ্টি রোদের নরম আলো,
আখি মেলে দেখবে চলো !
সবাইকে—-শুভ সকাল
চাঁদ তারা হারিয়ে গেছে,
রাতের আধার কেটে গেছে,
গাইছে গান পাখি ডালে, সোনালি সূর্য পুব আকাশে,
উঠেছে হেসে নতুন করে,
” শুভ প্রভাত” জানাই তোমারে,
এই কামনা করি দিনটা যেন ভাল কাটে।
একটু খানি শোন, একটু আমায় জানো ।
একটু সময় দিও, একটু খবর নিও।
একটু যখন একা, একটু দিও দেখা।
একটু নিও খোঁজ, বলব তোমায় রোজ ।
** শুভ সকাল।**
শীতের সকালে,
কুয়াশার চাদরে
ঢাকা সূর্যের আলোতে।
যদি ঘুম ভাঙে তোমার, মনে করবে
প্রথ্ম গুড মর্নিং উইশ টা ছিল শুধু আমার।
** শুভ সকাল।**
ঠো , আর কতক্ষন শুয়ে থাকবে ?
সব সময় শুয়ে থাকো
ঘুমিয়ে কি জীবন টা কাটাবে
উঠে পর
উঠে আবার আমায় ফোন করো না
আমি ঘুমোচ্ছি
—-শুভ সকাল—-
Subho Sokal Sms in Bengali
ভোরের আকাশ ডাকছে তোমায়,
ডাকছে ভোরের পাখি।
বলছে তোমায় জেগে ওঠো
খোলো দুটি আঁখি।
ফুলের বাগান বলছে তোমায়
বাড়িয়ে দুটি হাত
আমিও তাই বলছি তোমায়
মিষ্টি সুপ্রভাত।
ভোরের আকাশ ডাকছে তোমায়,
ডাকছে ভোরের পাখি।
বলছে তোমায় জেগে ওঠ, খোল দুটি আঁখি।
ফুলের বাগান বলছে তোমায়, বাড়িয়ে দুটি হাত।
আমি ও তাই বলছি তোমায় মিষ্টি শুভ প্রভাত ।
Also Read – Bengali Good Morning SMS
জেগেছে পাখি গাইবে গান,
নতুন দিনের আহবান,
জেগেছে সুর্য দিবে আলো,
দিনটা তোমার কাটুক ভাল,
জেগেছে মাঝি তুলবে পাল,
সবাইকে জানাই শুভ সকাল.
রাতে জোসনা, দিনে আলো,
কেন তোমায় লাগে ভালো?
গোলাপ লাল, কোকিল কালো,
সবার চাইতে তুমি ভালো।
আকাশ নীল, মেঘ সাদা,
সবার চাইতে তুমি আলাদা।
“শুভ সকাল”
নতুন দিন শুরু হল,
মনটা আমার ভালো হলো।
সূর্য মামা উঁকি দিল,
পাখিরা সব উড়ে গেল।
মা আমাকে বকা দিল,
তাইতো আমার ঘুম ভাংলো ।
-শুপ্রভাত-
সূর্য মামার কিরণে
আঁধার গেল পালিয়ে।
ভোরের শিশির ফোটায়,
ফুল উঠল জেগে।
ওঠ তুমি মেল আঁখি।
সকাল তোমার নিকটবর্তী।
অতীত কে পিছনে ফেলে
সাজাও তোমার সকাল খানি।
“শুভ সকাল”
মেঘ বলেছে যাব যাব
রাত বলেছে যাই
সাগর বলে কূল মিলেছে
আমিতো আর নাই………….
শুভ সকাল ..
রাত্রি কেটে গেল নতুন আলোর ছোঁয়ায়,
নতুন আলোয় সাজল নতুন দিন,
সেই খুশিতে তোমায় জানাই,
শুভ সকাল !
চোখটা একটু খুলে দেখ,
বলছি তোমায় ভাল থেকো ।
সূর্য মামার মিষ্টি হাসি,
ফুল ফুটেছে রাশি রাশি।
শুভ হোক আজ্কের দিন,
বলছি তোমায় গুড মর্নিং।
সকাল মানে ঘুম চোখে একটু জেগে ওঠা,
সকাল মানে ভরের আলোয় নতুন গোলাপ ফোঁটা,
সকাল মানে নতুন আশায় বাড়িয়ে দেয়া হাত।
আজ সকালে তোমায় জানাই নতুন সুপ্রভাত।
Suprovat Sms
শুনে যাও ভোরের পাখি,
একটা কথা বলে রাখি,
আছে এক বন্ধু আমার,
মনে পড়ে সকাল বিকাল,
কিভাবে যে কাটল রাত,
জানাই তাকে “সুপ্রভাত”।
রাত্রি কেটে গেল নতুন আলোর ছোঁয়ায়,
নতুন আলোয় সাজল নতুন দিন,
সেই খুশিতে তোমায় জানাই,
শুভ সকাল !
চোখটা একটু খুলে দেখ,
বলছি তোমায় ভাল থেকো ।
সূর্য মামার মিষ্টি হাসি,
ফুল ফুটেছে রাশি রাশি।
শুভ হোক আজ্কের দিন,
বলছি তোমায় গুড মর্নিং।
তুমি কি জানো প্রতিদিন কেন সূর্য ওঠে?
সে তোমাকে অভিবাদন জানাতে,
তোমার ভুবন রাঙ্গাতে ওঠে।
তাই আর দেরি না করে ঝটপট উঠে পরো।
সুপ্রভাত বন্ধু
প্রতিটি দিন ঈশ্বরের কাছ থেকে পাওয়া একটি উপহার,
তাই আসুন এটি শান্তি, এবং ভালোবাসার মধ্যে ব্যয় করি।
একটি অসাধারণ দিনের শুভেচ্ছা রইলো,
শুভ সকাল!
পৃথিবীর সব অক্সিজেন না থাকলেও আমি বেচে থাকবো,
কারণ তুমিই আমার আলো, তুমিই আমার বাতাস।
শুভ সকাল
জেগে ওঠো প্রিয়তমা, হাত বাড়িয়ে ছুঁয়ে দাও নতুন সোনালি দিনের আলো।
আনন্দ আর সুখবর পাও সারাদিন, সেই কামনায় সকালের শুভেচ্ছা জানাই।
গোলাপ ফুলের মত ফুটে ওঠো প্রতি সকালে,
শুধু আমার ভুবন রাঙাতে। ধন্যবাদ আমার সুখের কারণ হবার জন্যে, গুড মর্নিং
পৃথিবীর সব অক্সিজেন না থাকলেও আমি বেচে থাকবো,
কারণ তুমিই আমার আলো, তুমিই আমার বাতাস। শুভ সকাল
প্রিয়তমা, তুমি আমার জীবনের আলো।
তুমি আমার প্রতিটিদিন আলোকিত করো।
তোমায় শোনাই এই শুভ সকালে শুভেচ্ছা বানী, তুমি আমার প্রেমের ফুল, তুমি আমার রাণী।
তুমি কি জানো প্রতিদিন কেন সূর্য ওঠে?
সে তোমাকে অভিবাদন জানাতে, তোমার ভুবন রাঙ্গাতে ওঠে।
তাই আর দেরি না করে ঝটপট উঠে পরো। সুপ্রভাত বন্ধু
মিষ্টি সকাল শান্ত মন,
ঘুমিয়ে ছিলাম এতক্ষণ ,
কষ্ট করে খুললাম আঁখি,
তুমি এখনও ঘুমাও নাকি?
তাড়াতাড়ি উঠে পর, আমার উইশ গ্রহন কর। সুপ্রভাত।
সারা রাত জোনাকির সাথে খেলা করে এখনো ওঠোনি ঘুম থেকে সূর্যের ঐ আহবানে।
আছি আমি দাড়িয়ে ঠান্ডা পানি নিয়ে।
ঘুম থেকে না উঠলে দিব তোমার গায়ে ঢেলে।
যখন তুমি করবে রাগ তখনি আমি মিষ্টি করে ডাকব জানাব । সুপ্রভাত।
চাঁদ তারা হারিয়ে গেছে, রাতের আধার কেটে গেছে,
গাইছে গান পাখি ডালে, সোনালি সূর্য পুব আকাশে,
উঠেছে হেসে নতুন করে, ” শুভ প্রভাত” জানাই তোমারে,
এই কামনা করি দিনটা যেন ভাল কাটে।
আঁখি খুলে, দেখ চেয়ে,
পুব আকাশে,
সোনালি সূর্য হাসে।
পাখিদের মধুর কলরবে,
মনটা তোমার উঠবে ভরে।
এখনো কেন আছ শুয়ে,
ওঠো এবার বিছানা ছেড়ে !! শুভ প্রভাত।
শিশির ভেজা রাতের শেষে,
আসবে দিন রোদের বেশে।
হাসবে সূর্য হাসবে চন্দ্র,
ভেসে আসবে ফুলের গন্ধ।
এমন হক প্রতিটা দিন,
জীবন হোক আরও রঙিন।
শুভ প্রভাত।
ফুলের সুরভি,
সাদা মেঘ,
আকাশের নীলিমা,
হিমেল হাওয়া,
নদীর কলতান,
কিছু অভিমান,
ভাল লাগা আরও অনেক কিছুর টানে,
দিন কাটুক তোমার হাসি আর গানে। শুভ প্রভাত।
একটু খানি শোন,
একটু আমায় জানো ।
একটু সময় দিও,
একটু খবর নিও।
একটু যখন একা,
একটু দিও দেখা।
একটু নিও খোঁজ,
বলব তোমায় রোজ ।
শুভ সকাল ।
শীতের সকালে,
কুয়াশার চাদরে ঢাকা সূর্যের আলোতে।
যদি ঘুম ভাঙে তোমার,
মনে করবে প্রথ্ম গুড মর্নিং উইশ টা ছিল শুধু আমার।
শুভ সকাল ।
Subha Sakal Sms in Bengali
ভোরের আকাশ ডাকছে তোমায়,
ডাকছে ভোরের পাখি।
বলছে তোমায় জেগে ওঠ,
খোল দুটি আঁখি।
ফুলের বাগান বলছে তোমায়,
বাড়িয়ে দুটি হাত।
আমি ও তাই বলছি তোমায় মিষ্টি শুভ প্রভাত ।
আসব রাতে স্বপ্ন হয়ে,,
থাকব আমি কাছে…
চোঁখ খুলতেই চলে যাব,,
ভোরের আলোর দেশে…
দিয়ে যাব কিছু স্মৃতি আজ এই সকালে,,
শুভ সকাল জানাই তোমায় বন্ধুত্তের সাথে।
গান শোনাল ভোরের পাখি,,
এখনও কেউ ঘুমাও নাকি?
আমি তোমায় কত ডাকি,
এবার একটু খোল আঁখি…
কেটে গেল রাত্রি কাল,
তোমায় জানাই শুভ সকাল।
আজ সকালে ঘুম ভাঙল,
একটি পাখির ডাকে।
উঠে দেখি স্নিগ্ধ সূর্য উকি দিয়েছে আকাশে।
প্রকৃতির চার পাশে উঠে গেছে আলো।
ভোরের হিমেল হাওয়ায় মনটা আমার অনেক ভাল।
সুপ্রভাত।
মিষ্টি মিষ্টি আজকের সকাল,
উষ্ণ আকাশ মৃদু মৃদু বইছে বাতাস।
দু চোখ খুলেছি শুধু তোমার টানে।
আমায় রেখ তোমার মনের একটি কোনে।
ভাল কাটুক তোমার আজকের সারাটা দিন,
তোমায় জানাই শুভ সকাল।
জীবন সাজাও স্বপ্ন দিয়ে,
মন সাজাও মন দিয়ে।
রাত সাজাও চাঁদ ও অনেক তারা দিয়ে,
সকাল সাজাও গুড মর্নিং বলে,
হ্যাপি গুড ডে টু ইউ।
স্বপ্ন দেখার প্রহর শেষে,
ফিরল পরি ঘুমের দেশে।
কাল মেঘের আরাল থেকে সুর্য দিল দেখা।
তাকিয়ে দেখ ভোরের আলোয় নতুন স্বপ্ন লিখা।
শুপ্রভাত।
তাকিয়ে দেখ পুব আকাশে সুর্য মামা হাসে।
সোনার শিশির লেগে আছে স্নিগ্ধ ঘাসে ঘাসে।
দরজা খোল সকাল হলো ফুরিয়ে গেছে রাত।
তোমার দুয়ারে দাড়িয়ে আছি জানাতে তোমায় সুপ্রভাত।
আয় না আবার আয় না ফিরে,
হাঁটব দুজন হাতটি ধরে ।
একলা আমি আছি বসে,
আয় না আবার চুপটি করে বসবি পাশে,
থাকবো আমি চুপ করে, শুনবো কথা ঝিম ধরে…!!!
-শুভ সকাল…
মেঘ বলেছে যাব যাব রাত বলেছে যাই সাগর বলে কূল মিলেছে আমিতো আর নাই………….
শুভ সকাল ..
সকাল মানে ঘুম চোখে একটু জেগে ওঠা,
সকাল মানে ভরের আলোয় নতুন গোলাপ ফোঁটা,
সকাল মানে নতুন আশায় বাড়িয়ে দেয়া হাত।
আজ সকালে তোমায় জানাই নতুন সুপ্রভাত।।
জেগেছে পাখি গাইবে গান,
নতুন দিনের আহবান,
জেগেছে সুর্য দিবে আলো,
দিনটা তোমার কাটুক ভাল,
জেগেছে মাঝি তুলবে পাল,
সবাইকে জানাই শুভ সকাল.
রাতে জোসনা,
দিনে আলো,
কেন তোমায় লাগে ভালো?
গোলাপ লাল,
কোকিল কালো,
সবার চাইতে তুমি ভালো।
আকাশ নীল, মেঘ সাদা,
সবার চাইতে তুমি আলাদা।
“শুভ সকাল”
সূর্য মামার কিরণে আঁধার গেল পালিয়ে।
ভোরের শিশির ফোটায়, ফুল উঠল জেগে।
ওঠ তুমি মেল আঁখি। সকাল তোমার নিকটবর্তী।
অতীত কে পিছনে ফেলে সাজাও তোমার সকাল খানি।
‘শুভ সকাল’
আমি কল্পনায় ভাসি তুমি ভালোবাসো বলে,
আমি সুখের মাঝে হারাই তুমি ভালোবাসো বলে,
আমার সকাল শুভ হয় তুমি ভালোবাসো বলে।
তাইতো তোমায় আমি জানাই শুভ সকাল।
চোখটা একটু খুলে দেখ,
বলছি তোমায় ভাল থেকো ।
সূর্য মামার মিষ্টি হাসি,
ফুল ফুটেছে রাশি রাশি।
শুভ হোক আজ্কের দিন, বলছি তোমায় গুড মর্নিং।
আজ টিপ-টিপ কুয়াশা সারা সকাল পড়ছে,
হিম-হিম শীতে শরীরটা কাপছে।
রিমঝিম হৃদয় টা উদাস কেন হচ্ছে।
কুয়াশা ভেজা মনটা তোমাকে গুড মর্নিং বলছে।
গুড মর্নিং।
নতুন ভোর, নতুন আশা,
নতুন রোদ, নতুন আলো,
মিষ্টি হাসি, দুষ্ট চোখ,
স্বপ্ন গুলো পূরণ হোক,
আকাশে সুর্য, নিচ্ছে আলো,
দিনটি তোমার কাটুক ভাল।
শুভ প্রভাত।