Unlimited valobashar kobita Bengali love poems

We are sharing some best valobashar kobita, here I have some top levels of Bangla love poems. I have a search on the internet for love poems in Bengali to bad poems. so some poems were written with the image and PDF file. You can share copy this These social media Whatsapp and Facebook.

Here Unlimited ValoBashar kobita | Bengali love Poems

bengali love poems

শুধু তুমি আছো তাই, আমি কথা খুঁজে পাই,
দূর হতে আমি তাই, তোমায় দেখে যাই
তুমি একটু হাসো তাই, আমি চাঁদের মিষ্টি আলো পাই


দিন যায় দিন আসে,
সময়ের স্রোতে ভেসে,
কেউ কাঁদে কেউ হাসে,
তাতে কি যায় আসে,
খুঁজে দেখো আসে পাশে,
কেউ তোমায় তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে


তোমার জন্য মেঘ গুলো ভেসে যাচ্ছে আকাশে,
তোমার জন্য স্বপ্নঘুড়ি উড়ছে ভেসে বাতাসে,
তোমার জন্য আছে আমার বুক ভরা ভালোবাসা,
এই কথা জানে শুধু আমার বিধাতা


valobashar kobita

ভালোবাসা”
শব্দটা হয় না কখনো পুরানো..হয় না কখনো মলিন..
হয় না ধূসর কিংবা বর্নহীন..
যা শুধু রংধনুর রঙে রঙিন..
হোক না সেটা এপার কিংবা ওপারের..
তারপরেও ভালোবাসা তো শুধুই ভালোবাসা!


আপনি আমার সারা দিন জুড়ে জ্বলজ্বল করে এমন সূর্য।
তুমিই সেই মহাকর্ষ যা আমাকে সব দিক দিয়ে চেপে ধরে।
তুমি আমার সারা রাত জুড়ে চাঁদ।
আপনি তারার যে উজ্জ্বল ওহ এত উজ্জ্বল।

তুমিই সেই অক্সিজেন যা আমাকে বাঁচিয়ে রাখে।
আপনি আমার হৃদয় যে ভিতরে প্রস্ফুটিত হয়।
তুমিই আমার মধ্য দিয়ে প্রবাহিত রক্ত।
আমি দেখতে দেখতে আপনি একমাত্র ছেলে।
কোনও মকিংবার্ড যখন গায় তখন আপনার ভয়েস আছে।
তুমিই আমার সব.

তুমি আমার একজন এবং একমাত্র.
তুমি আমাকে এত নিঃসঙ্গ হতে বাধা দাও।
আমরা আমাদের ভবিষ্যতের পরিকল্পনা করি যেন আমাদের কোনও ক্লু থাকে।
আমি তোমাকে হারাতে চাই না.
আমি চাই আপনি আমার স্বামী হোন এবং আমি আপনার স্ত্রী হতে চাই।
আমি সারা জীবন আপনার সাথে থাকতে চাই

valobashar kobita

বলতে পারো?
কোন মেঘেতে ‘বৃষ্টি’ হাসে
কোন মেঘেতে সূর্য,
কোন মেঘেতে ‘ঝিরি হাওয়া’
কোন মেঘেতে বজ্র।

কোন গগনে তারার মেলা
‘শুকতারা’ ‘অরূন্ধতী’,
কোন্ আকাশে ‘পূর্ণিমা’ চাঁদ
নিশীথ প্রদীপ বাতি।

কোন হাওয়াতে ভেসে বেড়ায়
মিষ্টি-মধুর শব্দ,
কোন দিঘীটার শীতল জলে
ফোটে আমার ‘পদ্ম’।

কোন বাগিচায় নীল ভোমরা
গুন গুন গান গায়,
কোন বাতাসে জংলী ফুলের
সুবাস পাওয়া যায়।

কোন্ সুর’টি মন ছুঁয়ে যায়
নিত্য আমার সাথী,
কোন শাখাতে দোল খেয়ে যায়
হলদে ‘সোনাপাখী’।

কোন বনে’তে পেখম মেলে
নাচে ‘ময়ূরী’,
কোন মনে’রি ‘কৃষ্ণ – রাধা’ য়
হয়না ছাড়াছাড়ি।

পারলে না ভাই পারলেনা তো
এমন সহজ ধাঁধাঁ,
আজ তাহলে বলবো না আর
থাক সে বুকেই বাঁধা।

bengali love poem

একা একা হেটে চলেছি
হাটছি তো হাটছিই,
নিঃসঙ্গ এই পথ চলা।

আমার এই পথ চলায় হঠাৎ
রোদের আলো।

মনে হচ্ছে,
কে জানি হাটছে আমার পিছু পিছু
ও যে ছায়া আমার।

আজ আমি নির্ভিক
ও হেটে চলছে আমার
হাতে রেখে হাত ।

প্রভাত শেষে রোদলা দুপুরেও
আমি অনুভব করছি ওকে
দিনের শেষে রাতের আগমনে
ও কি থাকবে আমার হাতে রেখে হাত?


আকাশের নীল রং, তার মাঝে তোমার ছবি

বাতাসের বাতাসে তোমার ভালবাসা ।

আজ বসন্ত,
ভালবাসার প্রজাপতি উড়ছে ডানা মেলে ।

ফুলে ফুলে মৌমাছি বসেছে আনন্দ করতে ।

পৃথিবী আজ সেজেছে নীল রং এ

তোমার গায়ে জড়ান নীল শাড়ি,

কপালে নীল টিপ ।

আজ বসন্ত,

তাই ভালবাসি

ভালবাসার দিন গুলির থেকে অনেক বেশি ।


bengali love poem

ভালোবাসা-
গায় সাম্যের গান
সুর মাধুর্য ভাঙে শৃঙ্খল।

ভালোবাসা-
ভাসে মুক্ত ভেলায়
পালতোলা নাওয়ে উজান বেলায়।

ভালোবাসার-
নাই কূল প্রান্তর-
নাই তল, নাই সমতল।

ভালোবাসা-
তো জীবন্ত সজীব
ভয় বাঁধা জ্বলন্ত প্রদীপ।

ভালোবাসা-
বলে হতে আমর
বিলিয়ে দিতে যা সুন্দর।

ভালোবাসা-
এক অম্লান আশা
অনন্ত অক্ষর যার ভাষা।

ভালোবাসা-
নয় পাবার আশা
যা সুন্দর অন্তরে মাখা।

ভালোবাসা-
মানে অকৃত্রিম শ্রদ্ধা
মনের মধ্যে স্পষ্ট ব্যক্ত।

ভালোবাসা-
মানে পবিত্র আত্মা
অসীমের মাঝে শৃঙ্খল সত্তা।

ভালোবাসা-
হয় তরল পাতলা
প্রয়োজনে সে কঠিন অখণ্ড।

ভালোবাসা-
হয় শান্ত প্রকৃতিৱচারি ধার উজ্জ্বল অতি।

ভালোবাসা-
হয় স্বার্থ ত্যাগী
অন্যের মঙ্গল প্রথম দাবি।

ভালোবাসা
মানুষের অন্তরে ধ্বনি
যার ব্যাপ্তি অনন্ত কাহিনী।

ভালোবাসা-
তো উন্নত অতি-
কঠোর মানে মোমের বাতি।

ভালোবাসা-
তো অনন্য উপলব্ধি
অসীম জ্ঞানের সূক্ষ্ম উক্তি।

ভালোবাসা-
জানে জীবনের মানে
আনন্দ দুঃখের ক্ষণে-ক্ষণে

ভালোবাসা-
জানে মুক্ত হতে ভালোবেসে ধরণী ভরিয়ে দিতে।

ভালোবাসা-
বলে মরু প্রান্তরে
তপ্ত রোদে দৃপ্ত পদে।

ভালোবাসা
উড়ে মুক্ত মনে
দ্বিধাহীন কোন অন্ত প্রাণে।

ভালোবাসা-
আসে স্বর্গ হতে
মহৎ সে জানান দিতে


bengali love poem

Bolte parini valobasi toke
Bojhate parini valobasar mane
Bujhte parini kivabe haralam toke
Harate parini tor valobasak


প্রতি নিয়ত শিখছি..
বেঁচে থাকার কায়দা..
কখনো জানলাতে চোখ রেখে..
কখনো বা মেঘটা কে দেখে..
তোমার রূপকে আড়াল করার ক্ষমতা আমার নেই…
কিছুক্ষণের জন্যও তুমি শুধু আমার…

তোমার কথার চার দেওয়ালে বন্দী..
ফোনের প্রেমালাপ চলত..
মাঝরাতে তোমার টানে আমি মিথ্যুক সেজেছি…
সব কথা বলা হয়নি…
ওগুলো না বলাই থাক…
পাপড়ি গুলো শুকিয়ে গেছে..
মূল্য হারিয়েছে দু টাকার গোলাপ ।


প্রেম বর্ণনা করা যায় না।
এর কোন আকার নেই, এর কোনও রূপ নেই।
ভালবাসা কোনও বিষয় নয়।
প্রেমের সাথে সঙ্গতি হয় না।

আমি অন্ধ
কিছুটা শিরির মতো,
আবার কিছুটা মজনুর মতো
ভালবাসায়-
যখন তুমি পাশে থাকো
আমার হৃদয়ে ঢেউ ওঠে
সীমাহীন প্রেমের অসীম সাগরে।

শুধু তোমার জন্য-
কারো পানে চাইলে তুমি-ভেবে
ডেকে ভুল করি,
কাছে আসতে চাই।
কিন্তু না, পারি না!
তুমি ছাড়া সব-ই মায়া আর ভ্রম।

তোমার চাহনি- বরই পাতা,
ঠোঁঠ- শিমুল-পলাশ
আর হাসি- সোনা-রোদ্দুর কদম ফুলের মতো।
তাই তাদের দিকে চাইতে পারি না,
তুমি ছাড়া কাউকে ভাবতে পারি না।
তুমি শুধু আমার স্বর্গরানী অপ্সরা
জোছোনার আলো।


bengali love poem

আরো পড়ুন:- 

*২০ টি সেরা রোমান্টিক কবিতার লাইন
*আনলিমিটেড ভালোবাসা কবিতা
*রোমান্টিক এসএমএস
*সত্যিকারের ভালোবাসার গল্প
*প্রেম বার্তা

sad kobita

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *