Bangla Fathers Day Wishes 2022 পিতারা হ’ল যারা নিজের জীবনকে লাইনে রেখেছেন কেবল তাদের বাচ্চাদের এবং পরিবারগুলি সুস্থ ও সুখী রাখার বিষয়টি নিশ্চিত করে। পিতার দিবস আপনাকে সমস্ত ত্যাগ স্বীকার করার এবং বছরের এই একদিন আপনার পিতাকে জানানো আপনার পক্ষে তিনি কতটা গুরুত্বপূর্ণ আপনার বাবা আপনার মুখে হাসি ফোটানোর জন্য এখানে কিছু পিতা দিবসের শুভেচ্ছা এবং বাবা দিবস শুভেচ্ছা বার্তাগুলি এবং Happy Fathers Day quotes In Bengali আপনি আপনার পিতা বা যাকে আপনি শুভ পিতৃ দিবস বলতে চান তাকে অভ্যর্থনা জানাতে ব্যবহার করতে পারেন|
মিষ্টি বাবা দিবস বার্তা। আমি আপনাকে আমার জীবনে ভাগ্যবান বলে মনে করি। · আজ আপনার দিন, বাবা। · বাবা তুমি আমার নায়ক · শুভ বাবা দিবস! বাবার দিবসে কার্ডে কী লিখতে হবে তার সহজ পরামর্শ সহ আমরা আপনার পিতার দিবসের উপহার, ফাদার্স ডে কার্ডে যোগ করতে বিভিন্ন আন্তরিক এবং মজার ফাদার্স ডে মেসেজ দিয়েছি এই দিনটিকে আরও বিশেষ করে তোলার জন্য আমাদের পিতার দিবসের উপহার অন্তর্ভুক্ত করুন।
Bangla Fathers Day Wishes
বাবা তুমি আছো বলেই জীবনে এত সুখ
সব সময়ই মনে ভাসে তোমার প্রিয় মুখ।
মুখে না বললেও বলা হয়ে যায়, বাবা তোবাবাকে ভীষণ ভালোবাসি।
বাবা মানে শত শাসন সত্বেও এক নিবিড় ভালবাসা…হ্যাপি ফাদার্স ডে
মা থাকে নিশ্বাসে আর বাবা থাকে বিশ্বাসে…হ্যাপি ফাদার্স ডে
দুনিয়ার সব কিছুই বদলাতে পারে,
কিন্তু বাবার ভালবাসা কখনই বদলায় না।
শুভ বাবা দিবস
বাবা ছাড়া জীবন অচল,
নিঃসঙ্গ যাত্রায় প্রতিটি মূহূর্ত নির্জন।
জীবনে বাবার প্রয়োজনীয়তা অসীম,
বাবার আশীর্বাদেই কঠিন পরিস্থিতি হয় সহজ।
বাবা দিবসের শুভেচ্ছা
তুমিই আমাকে শিখিয়েছ জীবনে শক্ত
থেকে কীভাবে লড়াই করে যেতে হয়
আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব।
হ্যাপি ফাদার্স ডে
আমার সবচেয়ে ভালো বন্ধু,
আমার ভীষণ প্রিয় মানুষ,
দুঃখ-কষ্টে আমায় শক্তি যোগানোর মতো শক্ত কাঁধ তুমিই,
আনন্দে তোমাকে জড়িয়েও ধরেছি বারবার,
তুমি আমার জীবনের আশার্বীদ।
শুভ বাবা দিবস
তুমিই আমাকে চিনতে শিখিয়েছ পৃথিবী,
তোমায় দেখেই বড় হয়েছি,
সারা জীবন তোমার মতোই হতে চেয়েছি,
তুমিই আমার সবচেয়ে বড় আইডল।
হ্যাপি ফাদার্স ডে
আজ বিশ্ব ‘’বাবা’’ দিবস !
এই দিনে এবং বাকি জীবনের
প্রতিটি দিনে আমার বাবা’র জন্য রইলো,
আমার সারাজীবনের সব ভালোবাসা
এবং অনেক অনেক অনেক দু’আ আর শুভেচ্ছা!
শত জনমেও তোমাকেই
যেনো বারবার ফিরে পাই,
পরকালেও আমি শুধু
‘বাবা’ তোমাকেই চাই ।
বাবা! এই একটি বাবাত্র অক্ষরের বিশালতা এবং গভীরতা এত বেশি যে,
পৃথিবীর শত শত শব্দ একত্রিত করেও এর বিশালতার ধারে কাছে আনা যাবে না ।
তাই ‘বাবা’ শুধু একটি শব্দ নয়, ‘বাবা’ মানে অনেক অনেক অনেক কিছু ।
যা বলে শেষ করা যায় না..
বাবা দিবস শুভেচ্ছা
নদী সাগরের কাছে ঋণী,
বৃষ্টি মেঘের কাছে ঋণী,
ভালোবাসা হৃদয়ের কাছে ঋণী,
পথিক পথের কাছে ঋণী,
আর আমি?
আমার বাবার কাছে ঋণী।
ভালো-মন্দ সবকিছুতে তুমিই উতসাহিত করেছ আমাকে,
বিনিময়ে কখনোই কিচ্ছু চাওনি আমার কাছে,
তার জোরেই পথ হেঁটেছি আমি,
তাই তোমায় ধন্যবাদ জানাই।
শুভ বাবা দিবস
তুমি যদি পাশে থাক সব বাধা পেরিয়ে যাই,
তোমায় পাশে পেলে সবেতেই সুখী হই।
তোমার স্নেহের হাত যদি থাকে মাথায়,
তবেই আমি জয়ী হব কঠিন পরীক্ষায়
হ্যাপি ফাদার্স ডে
সারাজীবন ধরে তুমি আমার জন্য যা করেছ
তার ঋণ কখনোই শোধ করতে পারব না,
আমার সমস্ত শক্তি ও অনুপ্রেরণা তোমার থেকেই পাওয়া।
হ্যাপি ফাদার্স ডে
বাবা ! তুমি আমাকে জীবনের সবচেয়ে ভালো জিনিস গুলো দিয়েছো।
তোমার সময়, তোমার যত্ন, এবং তোমার ভালোবাসা ।
আমি সত্যিই ধন্য তোমায় পেয়ে । শুভ বাবা দিবস !
শুভ বাবা দিবস আমার হিরো আমার বাবার প্রতি ।
আমাদের পরিবারের জন্য
এতো কিছু করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ ।
আমরা তোমাকে আমাদের হৃদয় থেকে ভালোবাসা জানাচ্ছি ।
শুভ বাবা দিবস আমার হিরো আমার বাবার প্রতি ।
আমাদের পরিবারের জন্য
এতো কিছু করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ ।
আমরা তোমাকে আমাদের হৃদয় থেকে ভালোবাসা জানাচ্ছি ।
যে সবসময় তার বাচ্চাদের জন্য কঠোর পরিশ্রম করছে এবং
তার পরিবারের জন্য বিশাল ত্যাগ করছে।
যে তুমি , আমার বাবা ।
শুভ বাবা দিবস ।
বাবাকে নিয়ে স্ট্যাটাস
পিতাদিবস প্রতিটা সেকেন্ড ই,
তবে আজকের দিনটিতে একটু,
বেশী ই জোর দেওয়া হয় সমাজে,
কোনো ব্যাপার না,
বাবাদের আশির্বাদ ও সন্তানের ভালোবাসা একে ওপরে,
সর্বদা বিরাজ মান থাকে
থাকবে, এতো সুন্দর এক মায়াবী পৃথিবীতে।
তোমাকে কোনোদিন হয়তো জাপটে ধরে
ভালোবাসি বলা হয়ে ওঠেনি তোমার এই introvert মেয়েটার😞
আজ হয়তো father’s day ও নয়…ত
বুও এই কবিতাটা দিয়েই সবটা প্রকাশ করলাম।
হয়তো এটা তুমি দেখতে পাবেনা কখনো,
বু বলবো এভাবেই আমাকে জড়িয়ে রেখো বাবা,
খুব ভালোবাসি তোমায় ❤️
আজ পিতৃ দিবস উপলক্ষে সকল বাবা দের জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
তোমরা আছো তাই আমরা আছি, এ
ভাবে সাথে থেকো, এভাবেই পাশে থেকো
শুধু একটু সাহস করে আমাদের প্রথম উদ্যোগটা নিতে হবে তাঁর সান্নিধ্যে যাবার।
বাবার মতো বন্ধু পাওয়া সত্যিই দুষ্কর।
সে মানুষগুলো ভাগ্যবান যারা নিজেদের বাবার বন্ধু হতে পারে।
মাঝে মাঝে এমন একটা সময় সবার জীবনেই আসে
যখন মানুষ সিদ্ধান্তহীনতায় ভোগে, তখন কারো
পরামর্শ খুব জরুরী হয়ে পড়ে ।
সে সময়ে পাশে দাঁড়ানোর মতো
আদর্শ একজন মানুষ হল বাবা।।
আজ পিতৃ দিবস উপলক্ষে সকল বাবা দের জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
তোমরা আছো তাই আমরা আছি,
এভাবে সাথে থেকো, এভাবেই পাশে থেকো।
বাবাকে নিয়ে কবিতা
কবিতা নাম:- বাবা তুমি আসবে কখন
মোঃ তফছির উদ্দীন
আমি যখন এসেছি ধরণীতে
তুমি চলে গেলে অজানাতে।
তোমার আমার পথ হল ভিন্ন
কেন হলে মোর থেকে ছিন্ন ?
আমার জন্ম পথে
তোমার অভাব এল কষ্ট
হয়ে, মোর জীবনের সাথে।
শৈশব থেকে কৈশোর
তৃষ্ণায় ছিলাম, শুনতে
বাবার অকৃত্রিম সুর।
চিত্ত থেকে হয়েও সিন্ধু
বাবার অভাব রইল
মোর জীবনে শুধু।
কেটে গিয়ে অনেক সময়
এসেছে আজ যৌবন,
তবুও তোমার দ্রূতিময়
মুখখানা দেখি নাই
অভাগার এই জীবন।
কেটে যায় দিন
কেটে যায় রাত
দেখা হয়না বাবার সাথে,
তবুও মনে জাগে
বাবাকে দেখার বড় স্বাদ।
তুমি চলে গেলে তাই
তোমার শূন্য আসনে
দিন কাটে আমার একলায়।
তোমার আসনে কেহ
আমাকে করে না স্নেহ,
তুমি ছাড়া জগতে কষ্ট
জীবনটা আমার ভ্রষ্ট।
তুমি ছাড়া আমি একলায়
তোমার জন্য কাঁধে
মন নির্জন নিরালায়।
এই জগত সংসারে
আমায় একা পেলে
কেন তুমি দুরে ?
থাকতে যদি মোর পাশে
তোমার কোল জুড়ে
থাকতাম আমি
তোমার পবিত্র বুকে।
দুই চোখ দিয়ে অশ্রু ঝরে
বাবার তোমার তরে,
কেমন তোমার স্নেহ
কেমন তোমার আদর
পেতে চাই আমার এই অন্তর।
তোমার আমার চিত্তে
দুরত্ব আজ অসীম বৃত্তে,
প্রতিক্ষণে আমার এই মন
হাতছানি দিয়ে ডাকছে
তোমার পথ চেয়ে
আমি তো আছি বসে,
তুমি আসলে এই
বুঝি আমার পাশে।
দুটি হাত করি জোড়
তুমি ফিরে আস
এক বার কাছে মোর।
তো তোমাদের কেমন লাগলো এই Bangla Fathers Day Wishes এবং বাবাকে নিয়ে স্ট্যাটাস এবংবাবাকে নিয়ে কবিতা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তোমাদের কেমন লাগলো |তোমাদের মনে পছন্দের কবিতার দেওয়া আছে | যেটা তোমার পছন্দের লিঙ্কটাতে ক্লিক করুন |
আরো পড়ুন:-