
Hey guys here you have published Bangla Shayari image for boyfriend and girlfriend of love Shayari. you can share Any Social media Facebook and WhatsApp collection at your loving and trusted website Bengali Masti.
13 Best Bangla Shayari Images Shayari Photo hare Any Social media Facebook and WhatsApp.
1. আমি তোমায় সােনা বলি
“ তুমি বলাে জান কখনো তুমি হারিয়ে যেয়ােনা বেরিয়ে যাবে প্রান,
আমি যদি ভুল করি ক্ষমা করে দিয়োকাছে ডেকে আদর করে বুকে টেনে নিয়ো

2. মনের মাঝে স্বপ্ন সাজাই
শুধু তােকে নিয়েতোকে ছাড়া অবুঝ হৃদয় |
চলবে কি দিয়েতুই আমার নয়ন মণি অন্ধকারের আলাে এ ছাড়া এক মুহুত লাগো না যে ভালো

3. মন নেই ভালো,জানিনা কি হলো,
পাসে নেই তুমি, কি করি আমি,
পাখী যদি হতাম আমি এই জীবনে,
তোমায় নিয়ে উড়ে যেতাম অচিন ভূবনে,
তুমি কি যাবে আমর সাথে

4. শুধু কাছে পাওয়ার জন্য ভালবাসা নয়,
শুধু ভালো লাগার জন্য ভালবাসা নয়..
নিজের সুখ বিসর্জন দিয়ে ভালবাসার মানুষকে সুখীই রাখার নামই ভালবাসা ।

5. এসে গেলো ফেবরুয়ারী,
মন চায় প্রেমে পরি..
আমি এখন একা,,
কবে পাবো তোমার দেখা..
কোথায় গেলে তোমায় পাই,
মন যে শুধু চাই..
১৪ ফেবরুয়ারী GIFTE টা যেনো আমি পাই..!!

6. ধরতে গিয়ে প্রজাপতি |
হারিয়ে গেলাম বনে ।
একজন কে ভালোবেসে |
কষ্ট পেলাম মনে
নষ্ট হলো সময় অনেক |
কষ্ট পেলো মন
বিশ্বাস হারালো সবার প্রতি
হারিয়ে গেলাে জীবন

7.পৃথিবীর অনেকে হয়ত তোমাকে কষ্ট দিয়েছে,
তবে সময়ের পরিবর্তনে তুমি তা ভুলে গেছ ।
কিন্তু তোমার প্রিয় মানুষটার দেয়া কষ্ট তুমি এখনো ভুলতে পারনি,
কারন তুমি এই মানুষটা থেকে কখনো কষ্টের আশা করো নি।

8. কষ্টের সাথে যাদের বসবাস রাতটা তাদের জন্য যে কি কষ্টের সেটা শুধু তারাই জানে,
সারাদিন কষ্ট গুলো বুকের মাঝে চেপে রাখলেও,
রাতে যেন কোনো ভাবেই ঠেকানো যায়না,
বুক ফেটে কষ্টগুলো বের না হলেও,
চোখ ফেটে বের হয়ে আসে অশ্রু।

9. এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে,
সেই জলের ফোটা সুধু তোমার কথা বলে.
মনের কথা বুঝনা তুমি মুখে বলি তাই,
শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই..!!

10. Sms Font হয়ে থাকবো আমি তোমার হৃদয় জুরে,
রিংটোন হয়ে বাজবো আমি মিষ্টি মধুর সুরে,
কখনো ভেবোনা আমি তোমার থেকে দুরে,
বন্ধু হয়ে আছি আমি তোমার নয়ন জুরে,,

11. এ নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া বড় দায়,
সবাই মিষ্টি কথা বলেমন ভোলাতে চায়।আসলে থাকে না কারো অন্তরে ভালোবাসা,
স্বার্থের লাগি আছে কাছে মনে অন্য আশা।স্বার্থ উদ্বার হয়ে গেলে,দুঃখ দিয়ে কেটে পড়ে।

12. মনে রাখবো তোমাকে চিরদিন,
তুমি যেখানেই থাকো যতদিন।
তোমাকে নিয়ে গড়বো স্মৃতির ঘর,
যদিও তুমি হয়ে গেছো আমার পর,
তবুও মিস করবো তোমায় জীবনভর।

13. তুমি রাজি থাকলে প্রেম করবো,
কাজী এনে বিয়া করব,
রাগ করলে কিস করবো,
দূরে গেলে মিস করবো,
পাশে থাকলে আদর করবো,
আর ভুলে গেলে খুব কষ্ট পাবো…!!

More Bangla font Shayari & photo Click here NEXT PAGE