(2022) unique happy birthday wish Bangla language

আমাদের লাইফে সবচেয়ে আনন্দ দিন হল জন্মদিন। তাই তুমি কি happy birthday wish bangla সন্ধান করছেন তাই এই পোস্টটিতে পাবেন সুন্দর সুন্দর unique bangla birthday wish বা এখানে সব রকমের birthday wish in bengali language পাবে। আমাদের জীবনের জন্মদিনের একটাই মনে আসে তা কি লিখে তার জন্মদিনে উইশ করব তোমাদের চিন্তা করার কিছু নেয় বেঙ্গল মাস্তি তরফ থেকে happy birthday bangla sms লিখে শেয়ার করছি। যদি আমাদের জন্মদিনের শুভেচ্ছা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন ভালোবাসা মানুষের সাথে ও কেমন লাগলো তা অবশ্য কমেন্ট করে জানাবেন।

happy birthday in Bengali language

মাঝে মাঝে ভাবি তোর্ জন্মদিনটা একটা জাতীয় ছুটি ঘোষণা করা উচিত
আফটার অল, তুই আমাদের জাতীয় সম্পদ
যতদিন না সেটা হচ্ছে ততদিন
অবধি আমরাই জানায় তোকে,
শুভ জন্মদিন…


happy birthday in bengali

আজকেরই এই দিনে সবকিছু হউক নতুন করে,
সুখের স্মৃতিটুক থাক কাছে দু:খগুলো যাক দুরে।
শুভ জন্মদিন……


রাজার আছে অনেক ধন,
আমার আছে সুন্দর মন,
পাখির আছে ছোট্ট বাসা,
আমার মনে একটি আশা,
দিবো তোমায় ভালোবাসা
শুভ জন্মদিন


আজ তোমার জন্মদিন,
জীবন হোক তোমার রঙ্গীন,
সুখ যেন না হয় বিলীন,
দুঃখ যেন না আসে কোনদিন,
শুভ জন্মদিন


আর একটা বছর এসে গেল,
বেড়ে যাবে আর একটা মোমবাতি,
কাল ও ছিলাম আজও আছি তোমার পথ চলায়,
প্রমিস করছি থাকবো সারাটা জীবন !
হ্যাপি বার্থডে !


মিষ্টি সোনা যেন ছোট্ট পড়ি,
জন্মদিনে বেশতো ভারী।
সুন্দর কাটুক সারাটাদিন।
মিষ্টি সোনার শুভ জন্মদিন।


এই দিনটা আসে যেন বারবার বারবার ফিরেযেন
অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমি ঘিরে.
হ্যাপি বার্থডে !!


নতুন সকাল,
নতুন দিন নতুন করে শুরু,
যা হয় না যেন শেষ.
জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে পাঠালাম
তোমায় এই এস এম এস ! শুভ জন্মদিন !


এই দিনটা আসে যেন বারবার বারবার ফিরে,
যেন অনেক স্বপ্ন দেখতে পারি
তোমায় আমি ঘিরে। হ্যাপি বার্থডে !


birthday wish bangla

আর একটা বছর এসে গেল,
বেড়ে যাবে আর একটা মোমবাতি,
কাল ও ছিলাম আজও আছি
তোমার পথ চলায়,
প্রমিস করছি থাকবো সারাটা জীবন !
হ্যাপি বার্থডে !


আজকের এই দিনটির জন্য একটা বছর ধরে ওয়েট করছি
কারন এই স্পেশিয়াল দিনে সৃষ্টিকর্তা তোমাকে
পৃথিবীতে স্পেশিয়াল করে আমার জন্য পাঠিয়েছে.
শুভ জন্মদিন


স্কুল লাইফ থেকে যার সাথে আমার বন্ধুত্ব
যে তারপর থেকে আমার জীবনের সেরা বন্ধু হয়ে যায়,
আজ তার জন্মদিন
চিরকাল তুই এমনই থাকিস ভাই
ঈশ্বরের আশীর্বাদ সবসময় যেন তোকে সঠিক পথে রাখে.
হ্যাপি বার্থ ডে ভাই…


তোর জন্য ভালবাসা, লক্ষ্য গোলাপ জুই,
হাজার লোকের ভিড়ে আমার থাকবি হৃদয়ে তুই।
শুভ জন্মদিন !


আজ তোমার জন্মদিন, জীবন হোক তোমার রঙিন ।
সুখ যেন না হয় বিলীন, দুঃখ যেন না আসে কোন দিন ।


আজকের আকাশে অনেক তারা দিন ছিল সূর্য্যে ভরা
আজকের জোছনাটা আরো সুন্দর সন্ধ্যাটা আগুন লাগা
আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগায়
মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনায়
তুমি এইদিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর উচ্ছ্বল দিন কামনায়
আজ জন্মদিন তোমার।।
“Happy Birthday”


unique bangla birthday wish

জন্মদিনে কি বা দেব তোমায় উপহার,
বাংলায় নাও, ভালবাসা, হিন্দি তে নাও পেয়ার !
শুভ জন্মদিন !
“Happy Birthday”


আরো পড়ুন:- শুভ জন্মদিনের কবিতা


unique Bangla birthday wish


সাগরের ঢেউ ফুলের সুগন্ধরাতের তারারা
সবাই জড়ো হয়েছে তোকে একসাথে বলতে।
শুভ জন্মদিন


রাত যায় দিন আসে,মাস যায় বছর আসে,
সবাই আশায় থাকে একটি সুদিনের,
আমি আশায় থাকি তোমার জন্মদিনের।
শুভ জন্মদিন


মুছে দিও পুরোনো বেদনা,
খুলে দিও মনেরই জানালা,
ভুলে যাও বেথার দিনগুলি,
মুছে ফেলো চোখের পানি,
ঝরে যাক দুঃখ দুর্দশা,
মনে জাগাও সব নতুন নতুন আশা।
শুভ জন্মদিন


নতুন সকাল, নতুন দিন নতুন করে শুরু,
যা হয় না যেন শেষ. জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে পাঠালাম
তোমায় এই এস এম এস..শুভ জন্মদিন !


তোমার জন্মদিনে তোমাকে পাঠালাম হাজার হাসির শুভেচ্ছা
যারা তোমাকে প্রতিদিন হাসাবে..আনন্দ দেবে. শুভ জন্মদিন.


বারবার আসুক এমন দিন তোমার জীবন হোক রঙিন তোমার
এই জন্মদিনে যতই থাকি না দূরে বার বার পড়ছে মনে।
শুভ জন্মদিন


happy birthday in bengali language

আজ তোমার জন্মদিন এলো খুশির শুভদিন সর্বদা থাকে
যেনো তোমার মন এমনি আনন্দে রঙিন ** হ্যাপি বার্থডে ***


ফুলের হাসিতে প্রাণের খুশিতে সোনালী
রোদ্দুরে সবুজের বুকেতে লাগছে
আজ অনেক রঙিন অলিরা গানে
গানে ফুলের কানে কানে বলছে
আজ সেই শুভ দিন শুভ জন্মদিন*


সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার,
পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা,
বেচে থাক হাজার বছর শুভ জন্মদিন


আরো পড়ুন:- প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা


birthday wish Bangla


আমাদের ভালোবাসা,
পুরন হোক তোমার মনের সব আশা,
সুখী থাকবে তুমি নিয়ে আমাদের ভালোবাসা !!!
*** শুভ জন্মদিন ****


জন্মদিনে কি বা দেবো তোমায় উপহা্র বাংলায় নাও ভালোবাসা
হিন্দিতে নাও পেয়ার,^^^^^^ শুভ জন্মদিন ^^^^^


জন্মদিনের শুভেচ্ছা নিও,
যদিও বিলম্বিত, Birthday Treat পেতে বতস হব বার প্রিত ।
হ্যাপি বার্থডে


এই দিনটা আসে যেন বছর বছর ফিরে,
যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমি ঘিরে ।
“””””” শুভ জন্মদিন “”””””


happy birthday wish bangla

তোর জন্য ভালবাসা,
লক্ষ্য গোলাপ জুই,
হাজার লোকের ভিড়ে আমার থাকবি হৃদয়ে তুই।
শুভ জন্মদিন !


আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা,
পাখিরা সারি সারি গাইছে গান,
প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন,
ফুলেরা সব ফুটেছে বাগানে,
আজ আমার কাছের প্রিয় মানুষের জন্মদিন.
শুভ জন্মদিন


তোর জন্য ভালবাসা, লক্ষ্য গোলাপ জুই,
হাজার লোকের ভিড়ে আমার থাকবি হৃদয়ে তুই।
শুভ জন্মদিন !


আর একটা বছর এসে গেল,
বেড়ে যাবে আর একটা মোমবাতি
কাল ও ছিলাম আজ ও আছি
তোমার জন্মদিনের সাথী !
হ্যাপি বার্থডে !


Purono sab shriti kare felo eti,
Purono sab kasto kore felo nasto,
Purono sab bedona r mone rekho na,
Puraner hoyece maron ,
Natun kore karo baron Takao nabo surjer dike Surjo ta hase ,
tomay bhalobese
happy birthday !!


ঈশ্বরের আশীর্বাদে তোমার
প্রতিটি দিন কাটুক নতুন নতুন সুখের আতিশয্যে
আর তোমার চারিপাশে ছড়িয়ে থাকুক খুশির নানান আভাস
শুভ জন্মদিন..


আরো পড়ুন:- বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা


birthday wishes for friend Bangla


আজ আমার যে সব বন্ধুদের জন্মদিন তাদের জন্য:
শুভ জন্মদিন তোমার।
দু’চোখ খুলে চেয়ে দেখো
আসছি আমি,গাইছি গান……………
তোমার জন্মদিনে।
নীল আকাশের সব নীল
লাল গোলাপের সব লাল ;
বেলী ফুলের শুভ্র সাদা
রংধনু’র রঙের ছটা।
চারিদিকে শান্তির গান
পাবে তুমি দীর্ঘ-জীবন।
এই দিনের আমার জমিনের
সব ফুল, সব ফল ;
দিলাম তোমায়, সব-ই দিলাম
দুঃখ ছাড়া, কষ্ট ছাড়া, লক্ষ-কোটি গান……..।।।


Mon khoje sarakshon moner mato mon ,
Moner asha puron korte tomer proyo jon,
Shunno mone lukiye ace anek gulo asha,
Tar modhye annotamo tomar bhalobasa,
Ai bhalobasa jano tike thake sara jibon
HAPPY BIRTHDAY FRIEND !!


মন খোঁজে সারাক্ষণ মনের মতো মন ,
মনের আশা পূরণ করতে তোমার প্রায়োজন ,
শূন্য মনে লুকিয়ে আছে অনেক গুলো আশা ,
তার মধ্যে অন্যতম তোমার ভালোবাসা ,
এই ভালোবাসা যেন টিকে থাকে সারা জীবন
HAPPY BIRTHDAY FRIEND !!


ঘড়িতে ১২ র কাঁটাটা ছোঁয়ার আগেই আমি তোমাকে জানাই যে ,
বয়সটা তো আরো একবছর বেড়ে গেল ! ..
শুভ জন্মদিন


তুই যখন নেংটা ঘুরে বেড়াতি,
তখনও তোর বন্ধু ছিলাম।
তোর যখন চুল পেকে যাবে,
তখনও তোর বন্ধু থাকবো।
শুভ জন্মদিন প্রিয় বন্ধু।


বন্ধু তুই আমার পরিবারের একজন।
তোকে ছাড়া চলবে না আমার জীবন।
পৃথিবীতে তোর আগমনের এই দিনে,
প্রানভরা শুভেচ্ছা রইলো আমার পক্ষ থেকে।


happy birthday wishes in bengali

আমি কিন্তু জানি! তোর ID Card এর মধ্যে বয়স কম দেয়া আছে।
সবাইকে বলে দিবো নাকি তোর আসল বয়স?
থাক, গোপন থাক, সময় মতো কাজে লাগাবো।
শুভ জন্মদিন দোস্তো।


আজকে কিন্তু পার্টি হবে! চিন্তা করিস না,
তোর জন্মদিন উপলক্ষে আজকে আমি পার্টি দিবো।
কিন্তু পার্টি শেষ বিল টা তুই দিয়ে দিলেই হবে।
শুভ জন্মদিন বন্ধু।
আমি পার্টির ব্যবস্থা করা শুরু করি তাহলে।


তোর জন্মদিন আসলেই কিভাবে যেনো আমার পকেট ফাঁকা হয়ে যায়!
তাই তো Happy Birthday বলেই আমার দায়িত্ব ও কর্তব্য শেষ করছি।
এখন তোর দায়িত্ব বাকি। Birthday Party কোথায় হচ্ছে?
কোথায় আসবো আমরা সবাই?
সবাই মানে আমরা সব বন্ধুরা


তুমি তো অনেক চালাক! আজকে যখন দেখা হয়েছিলো
তখন তো বলোনি যে আজকের তোমার জন্মদিন!
তাহলে তো আজকের খাবারের বিল
তোমার থেকেই আদায় করতাম।
এটা জমা থাকলো।
শুভ জন্মদিন বন্ধু, জমা থাকলো কিন্তু!


দোস্ত, আজকের নাকি তোর জন্মদিন!
সত্যিই আজকে তোর জন্মদিন! আজকেই তো?
তুই কি sure যে আজকের তোর জন্মদিন!
ভালোভাবে আজকের তারিখ দেখ তো একবার!


দোস্ত, আমি কিন্তু তোর আসল বয়স জানি।
চিন্তা করিস না, কাউকে বলব না।
শুভ জন্মদিন দোস্ত।


শুভ জন্মদিন বন্ধু! আজকে বিরিয়ানি খাওয়া!
তরে দিমু আমি দোয়া, তর বউ হইবো ভালা।
যদি কস পকেট ফাঁকা, তাইলে করমু আমি দোয়া,
তোর বউ হইবো ঝাল।


আশা করি তোমাদের এটা birthday wish in bengali language ভালো লেগেছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন| তোমাদের মনে পছন্দের স্ট্যাটাস দেওয়া আছে | যেটা তোমার পছন্দের টেটাস লিঙ্কটাতে ক্লিক করুন

আরো পড়ুন:-

শুভ জন্মদিন
জন্মদিনের উক্তি
জন্মদিনের কবিতা

Share your love

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *