আমরা যখন ফেসবুকে ছবি আপলোড করি তখন খুব কম লোক ক্যাপশন ব্যবহার করেন সেই সময় ইন্টারনেট বাংলা শর্ট ক্যাপশন খুঁজে থাকবেন কিন্তু ভালে কিছু শর্ট ক্যাপশন আমার খুঁজে পাই না ও অনেক প্লে স্টোরে আপ ইনস্টল করে থাকি সেখানেও ভালে কিছু বাংলা শর্ট ক্যাপশন আমার খুঁজে পাই না তাই আমাদের ওয়েবসাইট সেরা বাংলা শর্ট ক্যাপশন দিতে যাচ্ছি। কারণ আমরা সব কিছু ভালো খুঁজি ভালো ভালো ক্যাপশন দেয়া আছে যে কোন একটা তোমরা কপি করে আমরা ফেসবুকে ফটোতে ক্যাপশন দিতে পারে।
বাংলা মনোভাব শর্ট ক্যাপশন
নিজের পছন্দমতো চলতে বড্ড ভালবাসি।
কারণ, Life টা আমার নিজের।
আমার Attitude হ’ল ঈশ্বর দেওয়া উপহার …
আমার কাছ থেকে কেউ তা ছিনিয়ে নিতে পারে না।
অন্ধকার যতই কালো হোক না কেন!!!
হাল্কা একটু আলোর সংস্পর্শে আসলে
তা বিলিন হয়ে যায়।
শালা দুঃখ আমার পেছনে এমন ভাবে লেগে আছে ,
মনে হচ্ছে আমি যেন ওর প্রথম ভালােবাসা ।
স্কুলের গেটের সামনে আইসক্রিম
বিক্রি করা লোকটা আজও আছে ,
শুধু হারিয়ে গেছে শৈশবটা ।
আমি perfect নই ,
আমি just 18+ যে বেপারটা totally Awesome
গার্লফ্রেন্ডের নামটি মাসির নামে Save করেছিলাম ,
বাবা Call Reacieve করে বলে কিরে শালি কেমন আছিস ?
আমার Attitude ফেসবুক খুঁজে পাবেনা
বৃথা কষ্ট না করে আমার হৃদয়ে খুঁজে দেখো।
প্রেম যুদ্ধের মতো,
সহজেই শুরু করা যায় কিন্তু শেষ করা
কঠিন এবং ভুলে যাওয়া অসম্ভব
একসময় কষ্ট কে খুব ভয় পেতাম
এখন ভালোবাসা কে ভালোবাসা ভয় পায় ।
প্রতিটা Excuse me শব্দের পিছনে‘
এই বাল সামনে থেকে সরে ‘কথাটি লুকিয়ে থাকে।
সেই ১১ টাকার sms প্যাক
এর প্রেম গুলোই ভালো ছিলো !
বাংলা একাকীত্ব শর্ট ক্যাপশন
ভাই আমি সিঙ্গেলই ভালো আছি অন্তত কারোর কাছে বাবু ,
সোনা , বাবি , বু ওয়েক থু ???? হয়ে থাকতে হয়না ????
সিঙ্গেল থাকার মজা তখনই বুঝি ভাই ,
যখন 16 বছরের মেয়েটা 30 বছরের
কাকুকে baby বলে হুঙ্কার দেয় ????
আমাকে পটাও সহজ নয় ????
আমি বরফ নই যে গলে যাবো ????
আমি কর্পূর নই যে উবে যাবো ????
আমি সিঙ্গেল , girlfriend আর
just friend এর মাঝে ঝুলিয়ে রেখে দেব ????????
না হতে পারলাম কারোর cover photo???? না হতে পারলাম
কারোর sad post এর কারণ????
আমি হলাম সিঙ্গেল ,
salman khane এর ক্ষুদ্র সংস্করণ ????
আমি সিঙ্গেল নই আমি
just in a relationship with freedom
না থাকতে চলে যাও ,
এসো না আর ফিরে ।
তোমায় নাহয় খুঁজে নেবো
মিথ্যে কল্পনার ভিড়ে ।
কি অদ্ভুত তাইনা ?
প্রেমও তার সাথেই হয়
যে আমাদের কপালে নেই ।
আমি সিঙ্গেল কারণ ????
আমি অন্যকারোর পরাধীনতায় থাকতে শিখিনি????
স্বাধীন মানুষ স্বাধীন ভাবে বাঁচতে জানি ????
ওপরে আসমান নিচে মাটি couples
দের মুখে আমার চটি ,
হ্যা হ্যা হিংসে হয় ????
রাস্তা ঘাটে দেখতে পেলে দুটোর ঠ্যাং ভাঙতে ইচ্ছা হয়
আমি সিঙ্গেল কারণ একটাই !????
কেও বিশ্বাসই করতে চায়না আমি সিঙ্গেল????
বাংলা মজার শর্ট ক্যাপশন
দেখেই delete করে দিবা,
প্রমিস করো হ্যাঁ হ্যাঁ ১০০বার প্রমিস
বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠছে
ঐই লাইফে শুধু বাঁশটা খাইলাম চাঁদটা গেলো কই
মেয়েরা জদি লোভী না হতো স্বপ্নে রাজকুমার দেখে কেন
বোতল টোকাই ও তো দেখতে পারতো
GF password না দিলে বুঝবেন ভেজাল আছে,
আর দিলে বুঝবেন আরেকটা আইডি আছে।
একটা মেয়ে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে ছিল
কাছে গিয়ে দেখি হারামজাদি tik tok করতাছে
গার্লফ্রেন্ডকে নিয়ে গর্ব করার আগে
একটু জেনে নেবেন দাদা সে কিন্তু আমার just friend
ভাবছি একটা বিয়ে করবো!
মা পাশের বাসার আন্টির সাথে
একা একা ঝগড়ায় পারবে না!
বর্তমান প্রেম যদি সম্রাট শাহজাহান দেখতো,
তাহলে তাজমহল ভেঙে তাজ বিড়ির দোকান দিত।
মেয়েদের বিয়ের শখের চেয়ে বউ সাজার শখ
বেশি জোরে বলেন ঠিক কিনা
যতদিন পেটে দুইটা কিডনি আছে
ততদিন টাকার ভয় আমি করি না
বাংলা প্রোফাইল ফটো শর্ট ক্যাপশন
Just একটু খানি smile করে দেখো নিজেকে
আর অন্যকেও সুন্দর লাগতে শুরু করবে
যতই দুঃখই আসুক না কেন হাসি মুখে
রাতে ঘুমাতে যাওয়াই আমার শান্তির ঠিকানা
আমি সবার মতো smart & stylish নই
আমি আমার মতো smart & stylish ????
Dp দেখে crush খাচ্ছ খাও তাতে চাপ নেই
সামনে থেকে দেখে ভয়ে ঠ্যাং তুলে পালিয়ে যেওনা আবার
সূর্যের নিচে দাঁড়িয়ে একবার নিজের ছায়ার
দিকে তাকাও বুঝে যাবে তুমি কতটা বড় হয়েছি
পড়াশোনা হচ্ছে আমার বাম হাতের খেলা
কিন্তু সমস্যা হলো আমি ডানহাতি খেলোয়াড
প্রত্যেক মানুষের একবার প্রেমে পড়া দরকার,
যাতে সে যেনো বুঝতে পারে যে কেনো প্রেম করা উচিৎ নয়
বদলে গেছে শুধু আমার বাইরেটা,
ভেতরটা ঠিক আগেই মতোই আছে যেমনটা তুমি চিনতে
না আমি সিঙ্গেল না আমি মিঙ্গেল আমি just booked করা আছি,
তার জন্য যে আমার যোগ্য ????
Yes I’m know কেন ?
আমি সিঙ্গেল কারণ মা আমার জন্য already
একটা পাগলী খুঁজে রেখেছে ????
তো তোমাদের বাংলা শর্ট ক্যাপশন পড়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরো নিচে কিছু ক্যাপশন আছে যদি ভালো লাগে এই লিংকে ক্লিক করে আরো পড়তে পারেন।
Onek Valo Laglo Vai..?