Best love story Bengali Shayari for Your 2022

আমরা অনেকই জীবনের প্রথম ভালবাসায় আমাদের মন খুব খুশি থাকে তাই আমরা ইন্টারনেট সার্চ ইঞ্জিন love story Bengali Shayari সার্চ করে থাকি। তাই আমরা এই পোস্টটিতে তোমাদের জন্য Bengali love story Shayari আয়োজন করতে যাচ্ছি। এই love Shayari গুলো পড়ে খুবই ভালোলাগবে চলে সময় না নষ্ট করে আরম্ভ করা যাক।

love story Bengali Shayari

যতো ভালবাসা পেয়েছি,
তোমার কাছ থেকে।
দুষ্টু এই মন চায়,
আরো বেশি পেতে।কি জানি,
তোমার মধ্যে কি আছে।
কেনো যে এ মন চায়,
তোমাকে আরো বেশি করে কাছে পেতে॥

bangla love story shayari

ভুল তোমার ছিলো তুমি বুঝতে পারোনি,
রাগ আমারও ছিলো কিন্তু আমি দেখায় নি।
ভুলে যেতে আমিও পারতাম,
কিন্তু চেষ্টা করিনি, কারণ
ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি।


কিছু স্বপ্ন চিরকাল থেকে যায়,
কিছু উত্তর আজো মেলেনা,
কিছু কথা আজো মনে পড়ে,
কিছু সৃতি চোখে জল আনে,
মরেও মরে না কিছু আশা,
এরই নাম ভালবাসা


যতো দুরে যাও না কেন আছি তোমার পাশে,
তাকিয়ে দেখো আকাশ পানে ঘুম যদি না আসে,
কাছে আমায় পাবে তুমি হাত বাড়াবে যেই,
যদি না পাও জানবে সেদিন আমি যে আর নেই


রাতে চাঁদ, দিনে আলো. কেন তোমায় লাগে ভালো ?
গোলাপ লাল, কোকিল কালো সবার চেয়ে তুমি ভালো.
আকাশ নীল, মেঘ সাদা তুমি

bengali love story shayari


চাঁদের গভীরে আছে রাত-!
রাতের গভীরে আছে ঘুম-!
ঘুমের গভীরে আছে স্বপ্ন-!
স্বপ্নের গভীরে আসো তুমি-!
আর, তোমার গভীরে আছে শুধু


প্রেম হলো সরল অংকের মত ।
সরল অংকে যেমন যোগ, বিয়োগ,
গুন, ভাগ ও বন্দনী থাকে,
তেমনি প্রেমেও থাকে হাসি-ট্টাটা,
মান-অভিমান, বিরহ-বিচ্ছেদ,
অনাবিল সুখ আর না পাওয়ার সিমাহীন বেদনা


তুমি তার জন্য হাঁসো,
যে তোমার জন্য কাঁদে.
তুমি তার জন্য হারো,
যে তোমার জন্য জেতে.


bangla shayari love story

রাজার আছে অনেক ধন ।
আমারআছে একটি মন ।
পাখির আছে ছোট্ট বাসা ।
আমার মনে একটি আশা ।
তোমায় ভালোবাসা ।


একবার জায়গা দাও তোমার দুনিয়াতে,
তোমার সামনে হৃদয়তো কিছুই নয়,
জীবন দিয়ে দেব তোমাকে পাওয়ার জন্যে।


সে আমাকে জিজ্ঞাসা করল,
তোমার অস্থিরতার কারণ কে ?
আমি আমার আঙ্গুল উঠিয়ে,
আমার হৃদয়ে রেখে দিলাম।


চোখ খুললে মুখ তোমার হয়,
বন্ধ করলে স্বপ্ন তোমার হয়,
আমি মরে গেলেও দুঃখ নেই,
যদি সাদা চাদরের জায়গায় আঁচল তোমার হয়


যদি খুশি কেনার কোনো দোকান হতো,
আর আমার সাথে তোমার পরিচয় হতো,
কিনে নিতাম প্রতিটা সুখ তোমার জন্য,
দরকার হয় তার দাম আমার জীবন হতো।


ভালোবাসা আর ভালোলাগা
দুটো এক নয় ভালোবাসা
যে সেটা যেটা শাড়ির দিক
দিয়ে নয় মন দিয়ে হয়

love story shayari bengali

চাইনা কারোর মন চাই আমি
চাইনা কারো জীবন শুধু এমন
একজনকে চাই যে আমাকে বুঝবে
আর আমি তাকে হৃদয় ভরে ভালোবাসবো


তোর সুখের কারন নয়
তোর দুঃখ ভোলানোর কারন হতে
চাই তোর হাসির সাথী নয় তোর
চোখের জল মোছার পত্ত
হতে চাই তোর জীবনের বিশেষ
কেও নয়শুধু মাত্র বিশেষ মুহূতের
সাক্ষী হতে চাই.


যখন কেউ কারো জন্য কাঁদে।
সেটা হলো আবেগ ।।
যখন কেউ কাউকে কাঁদায়।
সেটা হলো প্রতারণা ।।
আর যখন কেউ কাউকে
কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে,
সেটা হলো প্রকৃত ভালোবাসা ।

Bengali love story Shayari

মুচকি হেসে যখন তুমি।
বসো আমার কলে !!
তোমায় আমি সোহাগ ভরে!
চুমু দেবো গালে !!


যেদিন যখন তোমার চিঠি
আমার কাছে এলো !!
হাতের কাছে যেনো আমার
সর্গ নেমে এলো !!


নদীর জল শুকিয়ে গেলে থাকবে শুধু বালি
তুমি আমায় ভুলে গেলে ভুলবো না আমি
অনেক ভালোবাসা আসবে যাবে জীবন পাঠশালায়
আমার নামটা লিখে রেখো সবার মের তলায়


আকাশের নীল পাখি
দিয়ে তুমি আমাকে ফাঁকি
আমি এখন সারাদিন বসে বসে
তোমার ছবি আকি


ভালো একবার যখন বেসেছি ছাড়বো
না আর হাল, আমি তোমার পাশেই
আছি থাকবো চিরকাল. I love you


mon dekhe valobaso,
dhon dekhe noy”gun dekhe prem koro,rup dekhe noy.
rater belay sopno dakho diner belay noy.
”ek jonke valobaso,dos jonke noy”


যদি কখনো মনে হয় একা
যেখানেই থাকি না কেনো দিবো তোমায় দ্যাখা
মনে যদি কষ্ট আসে
থাকবো আমি তোমার পাশে
যদি কখনো কান্না পায়
মুছিয়ে দিবো জল মনের অন্তরায়


হাতটি ধরেছি, ছেঁড়ে দেবার জন্যে নয়
অনেক ভালবাসায়, অনেক
যত্ন নিয়ে ধরেছি তোমার হাত
কথা দিলাম, আরো শক্ত করে
ধরে রাখবো তোমার হাত.


হৃয়ের সীমানায় রেখেছি য়ারে
হয়নিবলা আজো তারে। ভালোবাসি
বলতে গিয়ে ফিরে ফিরে আসি। কি
করে বুঝাবো তারে আমি কতটা ভালোবাসি


তোমাদের যদি এই love story Bengali Shayari পছন্দ হয় তবে অনুগ্রহ করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা টুইটারে তোমার boyfriend এবং girlfriend সাথে ভাগ করে নেওয়ার জন্য আমাদের প্রচেষ্টার প্রশংসা করুন। আর কমেন্ট করে জানিও।

এটিও পড়ুন:-

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *