Top Bangla premer shayari for Facebook 2022

আমরা অনেকই জীবনের প্রথম ভালবাসায় অনেক আনন্দ হয়। আমরা আমাদের প্রিয়জনকে কিছু স্পেশাল Bangla premer shayari ইন্টারনেট সার্চ করে খুজে থাকি। কোনো চিন্তা করার দরকার নেই এইটা আমাদের বাঙ্গালী মস্তি টিম চিন্তা যে তোমাদের best Bangla premer shayari আয়োজন করতে যাচ্ছি। অবশ্য তোমাদের premer Shayari গুলো পড়ে খুবই ভালোলাগবে এইটা আমাদের গ্যারান্টি।

Bangla premer shayari

আমার মন বলে
“কোথায় যাবি বল”।
আবার দুঃখ বলে
“আমার বাড়ি চল”।
দুঃখের বাড়ি যেতে গিয়ে
পেয়েছি সুখের দেখা,
সেই সুখেরই গায়ে যেন
তোমার নামটি লেখা॥

bangla premer shayari

স্বপ্ন দিয়ে আঁকি আমি, সুখের সীমানা ।
হৃদয় দিয়ে খুঁজি আমি, মনের ঠিকানা ।
ছায়ার মত থাকবো আমি,শুধু তার পাশে।
যদি বলে সে আমায় সত্যি ভালবাসে।


তোমার জন্য হয়তো অনেকেই মরতে পারবে,
কিন্তু আমি তো তোমার সাথে জীবন কাটাতে চাই।

bangla premer shayari

জীবন টা খুব অলপ, মাঝখানে একটা গল্প।
যাবে একদিন ঝরে, থাকবে সৃতি পড়ে।
তবু কত আসা, বাদবো সুখের বাসা।
আপন হবে মাটির খাঁচা ।


এই নয়ন যেদিন
প্রথম তোমায় দেখেছে,
মনের অজান্তেই
তোমার নামটি লিখেছে।
তোমার মুখের
কথা যেদিন শুনেছি,
তোমায় নিয়ে কত স্মৃতি
এই বুকে এঁকেছি॥

misti premer shayari

জীবন হলো জলের নৌকা,
কখনও সুখের পাল তুলে,
কখনও দুখের স্রোতে ভাসে,
কখনও ছুটে যায় ভালবাসার টানে
কখনও থেমে যায় অজানা অভিমানে


আমাদের দেশে হবে, সেই মেয়ে কবে।
মিস কল না দিয়ে, ডাইরেক্ট কল দিবে।
পাঁচ জনকে মন না দিয়ে, একজনকে দিবে।
সারা জীবন একজন কে ভালবেসে যাবে।


জন্ম হয় একবার,
মরণ হয় একবার,
ভালোবাসা হয় একবার,
মন ভাঙ্গে একবার।
যদি সব কিছুই হয় একবার,
তাহলে আমি কেন তোমায়
মিস করি বার বার॥

premer bangla shayari

চোখে আছে কাজল, কানে আছে দুল।
ঠোট যেন রক্তে রাঙা ফুল, চোখ একটু ছোট,
মুখে মিষ্টি হাসি।এমন একজন মেয়েকে
আমি সত্যি বড্ড ভালোবাসি ।


মন যদি আকাশ হতো, তুমি হতে চাঁদ ।
ভালবেসে যেতাম শুধু, হাতে রেখে হাত।
সুখ যদি হৃদয় হত, তুমি হতে হাসি ।
হৃদয়ের দুয়ার খুলে বলতাম, তোমায় ভালবাসি।


তোর সুখের কারন নয়
তোর দুঃখ ভোলানোর কারন হতে
চাই তোর হাসির সাথী নয় তোর
চোখের জল মোছার পত্ত
হতে চাই তোর জীবনের বিশেষ
কেও নয়শুধু মাত্র বিশেষ মুহূতের
সাক্ষী হতে চাই..


স্বপ্ন আমার নীল আকাশে ওরে,
আজ গান বেঁধেছি তোমার দেওয়া শুরে,
জানি আমি তুমি এখন অকেন খানি দূরে,
তাও তোমার স্মৃতি আজ আছে আমায় ঘিরে।


ভালোবেসে অনেকেই
ভালবাসা পায়না,
ভালবাসি বললেই
ভালবাসা যাই না।
ভালোবেসে ভালবাসা
কত জনে পাই?
তবুও তো ভালবাসা
সব লোকেই চাই।


premer shayari bangla

প্রশ্ন যেটিই হোক, উত্তর তুমি।
রাস্তা যেটিই হোক, লক্ষ্য তুমি।
কষ্ট যতই হোক, সুখ তুমি।
তোমার সাথে যতই রাগ করি না
কেন, তবুও আমার ভালোবাসা একমাত্র তুমি।


হাজার বছর এমনি করে,
আকাশের চাঁদটা আলো দেবে,
আমার পাশে ক্লান্ত ছায়া,
আজীবন রয়ে যাবে,
তবু এ অসহায় আমি,
ভালোবাসবো তোমাকে।


ভালোবাসা তো বেঁচে থাকার নাম,
ভালোবাসা তো বিনাকারণেই বদনাম,
একবার ভালোবেসে তো দেখো,
ভালোবাসা প্রতিটা দুঃখ সহ্য করার নাম।


premer shayari bengali

ভুলতে পারি তোমায় আমি,
যেদিন যাবো চলে,
এই পৃথিবী ছেড়ে যাবো,
নীল আকাশের কোলে।
ভাববে সেদিন আপদ যেচে,
বেশ হইয়াছে যাক,
জ্বালা যন্ত্রণার পাগলটা,
নীল আকাশেই থাক॥


রাখবো আমি তোমায় মনে,
যাবো নাকো ভুলে।
কাল হতো যাবে তুমি
অন্য পথে চলে,
তবু মনে রাখবো আমি
তোমায় সারা জীবন ধরে।।


কতই সপ্ন দেখেছিল
তোমায় মন চেয়েছিল
হেসে হৃদয় বলেছিল
তোমাকেই সে চাই
আজ সপ্ন মৃতপ্রায়
হৃদয় যে ভেঙ্গে যাই
তোমায় ছেড়ে অন্য কিছু
এ মন না চাই


যদি তুমি কাউকে ভালোবাসো,
সে যদি তোমাকে ভালো না বাসে,
তাহলে তুমি বিদ্যুত কে ভালোবাস,
দেখবে বিদ্যুৎ তোমাকে
এমন ভাবে ভালোবেসে জড়িয়ে
ধরবে যে কেউ ছাড়াতে পারবে না,
বিশ্বাস না হলে চেষ্টা করে দেখো।


তোমাদের যদি এই Bangla premer shayari পছন্দ হয় তবে অনুগ্রহ করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা টুইটারে তোমার বন্ধুদের এবং প্রিয়জনদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আমাদের প্রচেষ্টার প্রশংসা করুন। আর কমেন্ট করে জানিও।

এটিও পড়ুন:-

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *