Sad Shayari in Bengali both fonts with images. Bengali Sad Shayari for WhatsApp & Facebook is a cool new thing. Sad Shayari provides people space to share their feelings, Sad হল আমাদের জীবনের মাঝে একটি বড়ো অংশ। আমাদের কষ্ট গুলিকে আমার মনে মাঝে চেপে ধরে রাখি তাই আরও কষ্ট পায়। এই কষ্টকে দুর করার জন্য আমার তোমাদের সাথে পৃথিবীর সেরা বেশ কিছু Sad Shayari in Bengali শেয়ার করলাম যা তোমরা bangla sad shayari গুলো কফি করে ফেসবুক শেয়ার করো বা তোমাদের সেরা বন্ধু সাথে শেয়ার করো। তাহলে মনে মাঝে চেপে থাকা কষ্ট গুলো বেরিয়ে যাবে ও মনটা খুব হালকা হবে।
Sad Shayari in Bengali For Facebook
আমি হাসি মুখে কথা বলি,
সবার সাথে মিশে চলি,
দুঃখ পেয়ে গোপন রাখি,
সবাই ভাবে আমি সুখি,
আসলে সুখি আমি নয়
আমার জীবন টা সুখের অভিনয় !!!

“ভালবাসার মানুষের দেওয়া
সব কষ্টই মেনে নেয়া যায়,
শুধু মেনে নেয়া যায়না
তার চলে যাওয়া কষ্টটা।”
“চলেই যদি যাবে,
তো এসেছিলে কেন?
ভুলেই যদি যাবে,
তো জান বলে ডেকে
ছিলে কেন?”
হাসি সব সময় আনন্দের অনুভুতি বুঝায় না।
এটা মাঝে মাঝে এটাও বোঝায়,
আপনি কতটা কষ্ট লুকাতে পারেন
নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া বড় দায়,
সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায় ।
আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না,
স্বার্থের জন্যে আসে কাছে মনে অন্য আশা ।
স্বার্থ উদ্বার হয়ে গেলে, দুঃখ দিয়ে কেটে পড়ে ।

সব সময় নিজেকে খুব একা ভাবি,,
কারণ জানি আমার পাশে থাকার মতো কেউ নেই ।
মাঝে মাঝে কাউকে খুব আপন ভাবি,,
পাশে গিয়ে দেখি সবই আমার কল্পনা ।
“সপ্ন ভরা জীবনে দুঃখ
যখন আসে,
সবাই তখন পর হয়ে যায়
থাকেনা আর পাশে।
কষ্ট যখন মনের মাঝে
দিয়ে যায় ব্যথা,
সবাই তখন ভুলে যায়
সম্পর্কের কথা।”

“মাঝে মাঝে মনে হয় ভালোবেসে
অনেক বড় ভুল করেছি।
আর সেই ভুলের মাশুল
দিতে হচ্ছে এখন
দিন রাত কষ্ট পেয়ে।
সবার জীবনে ভালোবাসা সয় না।”
যদি জানতাম তোমার কষ্টের কারন হব আমি ।
তোমার এক ফোঁটা অস্রুর কারন হব আমি ।
তবে সত্যি বলছি আমি কখনোই আসতাম না
তোমার জীবনে !!
শুধু দুর থেকে ভালবেসে যেতাম তোমায় !!!
“সুখে থেকো নিয়ে
ঐ জীবন সাথি,
অভিশাপ দেব না
হও তুমি সুখি।”
“আমি ছিড়ে ফেলেছি ডায়রীর পাতা,
যেখানে লিখা ছিলো হাজারো স্বপ্নের কথা,
শুধু ছিড়তে পারিনি আমার মনের পাতা,
যেখানে জমা আছে অনেক ব্যাথা।”
“ভালবাসা বদলায় না,
বদলে যায় মানুষগুলো,
অনুভূতিরা হারায় না
হারিয়ে যায় সময়গুলো।”
“আমাকে দুঃখ দিতে চাও দাও,
কিন্তু এতটা দুঃখ দিওনা,
যাতে তা যন্ত্রনা রুপ নেয়!!”

Bengali Shayari sad
জোসনা ভরা গভীর রাতে, কথা বলি চাঁদের সাথে,
চাঁদকে বলি চুপটি করে, যাবি তুই জানের ঘরে,
গিয়ে তুই বলবি তারে, তার কথা খুব মনে পরে।
“অচেনা পাখি হয়ে
বেধেছিলে বাসা,
নিয়ে গেল মন তুমি
ভেঙ্গে দিলে আশা।
কার আকাশে এখন তুমি
মিষ্টি গান গাও,
মন ভেঙ্গে তুমি কি
সুখ পাও?”
সবুজ বনের ছোট্ট পাখি, অবুঝ তার মন,
কেউ জানেনা জগৎ জুড়ে কে তার আপনজন,
আপন মনে ঘুরে বেড়ায় নীল আকাশের বুকে,
তাইতো নিজে দুঃখী হয়েও সুখী সবার চোখে।

ভালোবাসার মানুষের দেয়া সব কষ্টই মেনে নেয়া যায়,
শুধু মেনে নেয়া যায়না তার চলে যাওয়ার কষ্টটা।
ভালোবাসার মানুষ এতো ভালো কেনো যে কোনো
কিছু চাওয়ার আগেই দুঃখ-কষ্ট,ব্যথা-বেদনা দেয়!
আকাশ অভিমান করলে বৃষ্টি হয়,
যদি অভিমান করলে বন্যা হয়,
চাঁদ অভিমান করলে অমাবস্যা হয়,
আর তুমি অভিমান করলে আমার খুব কষ্ট হয়।
মনের মায়া বড় মায়া, আমি সেটা বুঝি,
তাইতো আমি বারে বারে, শুধু তোমায় খুঁজি,
ভালো যদি বেসে থাকো, কাছে আমার আসো,
আগেরই মতো করে আমায় ভালোবাসো।
একটি মানুষের একটি মন, কেউবা আপন কেউবা পর,
কেউবা কাছের কেউবা দূরের, কেউবা আবার হৃদয় জুড়ে,
তোমায় শুধু মনে পরে, তবুও তুমি কেন এতো দূরে?
আজও ভালোবাসি তুমি আছো বলে,
আজও এস.এম.এস. করি তুমি পড়বে বলে,
আজও আশায় আছি তোমায় পাবো বলে,
আজও অপেক্ষায় আছি তুমি ফিরে আসবে বলে।
অবাক পৃথিবীতে বাস করি,
ভালোবাসার কথা বলার মতো দুই
একজন থাকলেও তা বোঝার মতো কেউ নাই।
তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে
কিন্তু তুমি কাঁদলে,
কেউ তোমার সাথে কাঁদবেনা
মানুষকে কাঁদতে হয় একা একা!
যে মানুষ হাজার কষ্টের মাঝেও তার
প্রিয় মানুষ টিকে মনে রাখতে পারে,
সে সত্যিকার অর্থে ঐ প্রিয় মানুষটিকে
ভালোবাসে ও তাকে কখনো ভুলতে পারে না ।
মনে কষ্ট নিয়ে বসে আছি আমি,
ভাবছি শুধু তোমার কথা কোথায় আছো তুমি।
তুমি কেন এভাবে কাঁদালে আমায়,
সেদিন তো বলেছিলে কোনোদিনও ভুলবেন আমায়!
হাসি সব সময় আনন্দের অনুভুতি বুঝায় না,
এটা মাঝে মাঝে এটাও বোঝায়
যে আপনি কতটা কষ্ট লুকাতে পারেন!
যখন তোমাকে মনে পরে তখন তাকিয়ে থাকি আকাশের দিকে,
ভাবি তুমি দূরে গেলেও এক আকাশের নিচে তো আছি,
জানি কখনো ফিরে আসবেনা তারপরও তোমার আশায় পথ চেয়ে থাকি,
ভীষণ মিস করি তোমাকে।
কখনও ভাবিনি আকাশ এতো নীল কেন?
সাগর এতো গভীর কেন? ফুল এতো সুন্দর কেন?
শুধু ভেবেছি কাছের মানুষকে এতো মিস করি কেন?

তোমাকে দেখেছি রোদ্র ভরা দিনে,
তোমাকে দেখেছি বৃষ্টি ভেজা দিনে,
তোমাকে দেখেছি জোস্না ভরা রাতে,
এই দিনগুলো ঘুরে ঘুরে আসে,
এর আমি তোমাকে মিস করে যাচ্চি বাড়ে বাড়ে।
আই মিস ইউ
bangla koster shayari
কষ্টে ভরা জীবন আমার,,
দুঃখ ভরা মন,,
মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষন
তারার সাথে থাকি আমি,,
চাঁদের পাশাপাশি,,
আজব এক ছেলে আমি দুঃখ পেলেও হাসি
“কেউ দুঃখ পেয়ে সুখী,,
কেউ দুঃখ দিয়ে সুখী,,
কেউ হাসতে পেরে সুখী,,
কেউ বেশি বেশি কথা বলে সুখী,,
কেউ কথা গুলা নিরবে শুনে সুখী,,
তবে কেউই প্রকৃত সুখী না,
কিন্তু অভিনয়ে সবাই সুখী..!””
কার বেশি ভুল ছিল জানিনা, হয়তো তোমার,
নয়তো আমার, একাকিত্ব আর নীরবতা কে সাক্ষী
রেখে এতটুকু বলতে পারি আজও অনেক মিস করি তোমায়।
যখন তোমাকে খুব মিস করি,
তখন ওই আকাশের দিকে তাকিয়ে থাকি,
জানি সেখানে তোমাকে দেখবোনা,
বাট এই ভাবে সান্তনা পাই যে দুজনে
এক আকাশের নিচে তো আছি!
আজও কি ভাবো আমায়? আমি আজও ভুলিনি তোমায়,
মেঘে ঢাকা চাঁদের মতো, স্বপ্ন আমার ছিল যত,
ভেঙেছো হৃদয় নিজের হাতে, কষ্টরা তাই আমার সাথে,
দিবা রাত্রি করছে খেলা,
স্বপ্নহীন জীবন হৃদয় এখন তোমায় ছাড়া।
মিস ইউ
আজ আমি অনেক সুখী,
সুখী আমার মন যে নাকি দুঃখ দেবে হারিয়ে সে জন,
সে এখন অনেক সুখী অন্য জনের বুকে,
কিন্তু তাকে করছি মিস অশ্রূ ভরা চোখে।
নিষ্ঠূর তুমি, কেমন তোমার মন?
কিভাবে থাকতে পারো ভুলে সারাক্ষন?
মনে কি পড়েনা একটুও আমাকে?
তুমি কি জানো কতটা মিস করি আমি তোমাকে!
হৃদয়ের মাঝে তুমি দিয়েছো দোলা,
তোমাকে কখনো যায় কি ভোলা,
তাইতো আমি তোমায় মিস করি সকাল সন্ধ্যা বেলা।
আই মিস ইউ
বাবু তোমাকে ভালোবাসি,
যতদূর আমার পক্ষ থেকে যায়।
তোমার বন্ধ চোখ গুলো খুলতে চাচ্ছে দেখতে কি আমায়?
“ভাবতে তোমার কথা পেয়েছি কতো ব্যাথা
মনেতে ছিলো আমার কতো যে জন্তানা।”
“ভুলটা তোমারই ছিল আজও তো বুঝলে না
চোলে তো গেলে তুমি দিয়ে মোরে জন্তানা।”
“ও আমার মন পাখি দিয়ে তুমি
আমাকে ফাঁকি চলেছো কোন
খানে ফেলে মোরে দুটানে।”
তোমাদের যদি এই Sad Shayari in Bengali গুলো পছন্দ হয় তবে অনুগ্রহ করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা টুইটারে তোমার বন্ধুদের এবং প্রিয়জনদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আমাদের প্রচেষ্টার প্রশংসা করুন। আর কমেন্ট করে জানিও।
আরো পড়ুন:-