2022 Bangla Love Shayari for Facebook & WhatsApp

Today share some of the best Bangla love Shayari with a lot of pictures. Nowadays most people use love poetry to impress their lovers GF BF Shayari is the most trending thing on the internet, If you like to read Bangla love Shayari, you are in the right place. You can copy all these love Shayari Bangla girlfriends & boyfriends written by heart from below and share on Facebook and WhatsApp.

Bangla Love Shayari

ღღ বৃষ্টি ভেজা আমার আকাশ –
মনটা তাই উদাস উদাস,
মেঘের সাথে মিষ্টি কথন – দুই নয়নে অঝর শ্রাবন,
আমি আছি যেমন তেমন –
বল তুমি আছ কেমন??


সবাই বলে আমি খুব রাগী…
খুব কঠোর..
তাহলে তোমার একটা ছোট্ট হাসি তে আমার এত কঠোর মনটা গলে যায় কেন বল তো?


মিষ্টি চাঁদের মিষ্টি আলো,
বাসি তোমায় অনেক ভালো.
মিটি মিটি তারার মেলা,
দেখবো তোমায় সারাবেলা.
নিশিরাতে শান্ত ভুবন,
চাইবো তোমায় সারাজীবন.


Bangla Love Shayari


* প্রেমে মনে শান্তি আনে দেহে আনে বল ,
প্রেম যদি সত্য হয় এটাই তার সঠিক ফল ।
দুটি হৃদয় এক হলে জীম আনন্দময় ।
বিপরীত হলে জীবন হয় বিষময় ।

পুরো পৃথিবীকে ব্রেকআপ দিবো।
শুধু একবার বল,
ভালোবাসিস আমায়?
প্লীজ বল পেত্নি।


ღღ তুমি তার জন্য হাঁসো,
যে তোমার জন্য কাঁদে.
তুমি তার জন্য হারো,
যে তোমার জন্য জেতে.

তুমি আমাকে যতই কষ্ট দাও
আমি তোমাকে আপন করে নেবো,
তুমি আমাকে যতই দুঃখ দাও
আমি সেই দুঃখকেই সুখ ভেবে নেবো,
তুমি যদি আমাকে ভালোবাসা দাও
তোমাকে এই বুকে জড়িয়ে নেবো,
আর কখনও যদি তুমি আমাকে ভুলে যাও,
আমি তোমাকে সারাটি জীবন
নিরবে ভালোবেসে যাবো.


এক পৃথিবীতে চেয়েছি তোমাকে,
এক সাগর ভালবাসা রয়েছে এ বুকে ,
যদি কাছে আসতে দাও,
যদি ভালবাসতে দাও,
এক জনম নয় লক্ষ জনম ভালবাসব তোমাকে.

love shayari bengali

যতো ভালবাসা পেয়েছি,
তোমার কাছ থেকে।দুষ্টু এই মন চায়,
আরো বেশি পেতে।কি জানি,
তোমার মধ্যে কি আছে।কেনো যে এ মন চায়,
তোমাকে আরো বেশি করে কাছে পেতে॥


ღღ অল্প অল্প কথা থেকে কথামালার বৃষ্টি
ছোট ছোট গল্প থেকে ভালোলাগার সৃষ্টি,
মাঝে মাঝে SMS পাঠালে ভালবাসা হয় মিষ্টি



ღღ ফুল লাল পাতা সবুজ,
মন কেন এতো অবুজ ।
কথা কম কাজ বেশি,
মন চায় তোমার কাছে আসি ।
মেঘ চায় বৃষ্টি, চাঁদ চায় নিশি,
মন বলে আমি তোমায় অনেক ভালোবাসি ।


ღღ আমাদের দেশে হবে সেই মেয়ে কবে,মিসকল না দিয়ে,
ডাইরেক্ট কল দিবে।পাঁচ জনকে মন না দিয়ে একজনকে দিবে,,
সারা জীবন একজনকে ভালবেসে যাবে।

love shayari in bengali

স্বপ্ন দিয়ে আঁকি আমি,
সুখের সীমানা ।
হৃদয় দিয়ে খুঁজি আমি,মনের ঠিকানা ।
ছায়ার মত থাকবো আমি, শুধু তার পাশে,
যদি বলে সে আমায় সত্যি ভালবাসে..


পুরো পৃথিবীকে ব্রেকআপ দিবো।
শুধু একবার বল,
ভালোবাসিস আমায়?
প্লীজ বল পেত্নি।

bengali love shayari

আপনি কেন আমাদের শুরু করার মতো বিরক্ত করেন?
প্রেমীদের মতো আমাকে মাঝে মাঝে মনে রাখবেন
আমরা এমন কিছু মিস করছিলাম যা আপনার মনে নেই
আপনার মধ্যে এমন কিছু ছিল যা আমরা আপনাকে ভুলতে পারি নি।


যতো ভালবাসা পেয়েছি,
তোমার কাছ থেকে।দুষ্টু এই মন চায়,
আরো বেশি পেতে।কি জানি,
তোমার মধ্যে কি আছে।কেনো যে এ মন চায়,
তোমাকে আরো বেশি করে কাছে পেতে॥


Bangla Love Shayari for girlfriend

ধোয়া, টাকা আর প্রেম কিছুতেই চেপে রাখা যায় না ঠিক ফুটে বেরুবেই-শংকর


ღღ তুমি তার জন্য হাঁসো,
যে তোমার জন্য কাঁদে.
তুমি তার জন্য হারো,
যে তোমার জন্য জেতে.


এক পৃথিবীতে চেয়েছি তোমাকে,
এক সাগর ভালবাসা রয়েছে এ বুকে ,
যদি কাছে আসতে দাও,
যদি ভালবাসতে দাও,
এক জনম নয় লক্ষ জনম ভালবাসব তোমাকে.


সোনায় যেমন একটু পানি মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না, সেইরকম ভালবাসার সঙ্গে একটু শ্রদ্ধা, ভক্তি না মিশালে সে ভালবাসাও দীর্ঘস্থায়ী হয় না- নিমাই ভট্টাচার্য ক্রোধ।

আপনার ইচ্ছা আমাদের গল্প
এই গল্পটি এই সময়ের জন্য দয়ালু
আমাদের মৃত্যুর কথা জানেন না
তবে আমাদের জীবন আপনার জন্য কেবল উন্মাদ।

যারা হৃদয়গ্রাহী তাদের শাস্তি দিচ্ছেন না কেন
সবাইকে ভালবাসার জন্য প্রার্থনা করছিনা কেন,
লোকে বলে ভালবাসা একটি রোগ,
তাহলে ওষুধে কেন তার ওষুধ নেই।

আজকে তুমি রাগ করছো,
দু:খ পাবো তাতে।কালকে যখন মরে যাবো,
রাগ দেখাবা কাকে?বিধির বিধান এই রকমি,
একদিন তো যাবো মরে।বুঝবে সেদিন তুমি,
ভালোবাসতাম শুধু তোমাকে ……

সেই চেহারাটির দিকে তাকাবেন না
আপনাকে দেখতে অস্বীকার যারা
পৃথিবীতে সেই নজরে দেখুন
কে তোমার জন্য অপেক্ষা করছে ||

মনে রাখবেন যা তোমার নয়,
কি ব্যাপার যে আপনার নয়
হৃৎপিণ্ড কী না যার হৃদস্পন্দন নেই,
ভালোবাসা নেই এমন জীবন কী?

হৃদয় ভালবাসা ছাড়া শূন্য ,
মাথা জ্ঞান ছাড়া শূন্য ,
চোখ স্বপ্ন ছাড়া শূন্য ;
আর জীবন …তুমি ছাড়া শূন্য

রাজার আছে অনেক ধন ।
আমারআছে একটি মন ।
পাখির আছে ছোট্ট বাসা ।
আমার মনে একটি আশা ।
তোমায় ভালোবাসা ।

আমি যদি রাবার হতাম তোমার
জীবনের সব কষ্ট গুলো মুছে দিতাম………. .
আর যদি পেন্সিল হতাম তোমার
জীবনের সুখ গুলো সুন্দর ভাবে লিখে দিতাম

ভালোবাসা মানে নিল প্রজাপ্রতি..
ভালোবাসা মানে রুপালি উজান ।
ভালোবাসা মানে জোছনার গান ।
ভালোবাসা মানে উষ্ণ সুখের বরফ গলা নদী ।

চোখের আড়াল হতে পার মনের আড়াল নয়,
মন যে আমার সব সময় তোমার কথা কয়,
মনকে যদি প্রশ্ন কর তোমার আপন কে ?
মন বলে এখন তোমার লেখা পড়ছে যে !

নদীর জল শুকিয়ে গেলে থাকবে শুধু বালি
তুমি আমায় ভুলে গেলে ভুলবো না আমি
অনেক ভালোবাসা আসবে যাবে জীবন পাঠশালায়
আমার নামটা লিখে রেখো সবার নামের তলায় ।

আমি তাকেই ভালবাসি যে,
আমাকে বিশ্বাস করে।
আমি তাকেই বিশ্বাস করি যে আমাকে বুঝে।

Ye Jo Ishq Ki Kitaab Hai
Kitni Ajeeb Kitaab Hai Ye
Kahi Jannat Ka Khwab Hai
To Kahi Dard Behisab Hai..!

তুমি যদি না বুঝ।
বুঝবে তুমি আমায় কে?
যদি পরভাব,
আপনভাববে কে?
তুমি যদি কস্টদাও,
সুখ দিবে কে?
তুমি যদি ভুলে যাও।
মনে রাখবে কে?

হতে পার তুমি মন থেকে দুরে তথাপি,
রয়েছো মোর নয়ন পুরে॥
হয়তো তুমি নেই এই হৃদয়ে,
তবুও রয়েছো পরশের-ই ভিতরে।
কারণ,ভালবাসি শুধুই তোমারে॥

মানুষ যখন প্রেমে পড়ে,
তখন হাজার বছর বাঁচতে চায়,
আর যখন ব্যর্থ হয় তখন মুহূর্তেইমৃত্যু কামনা করে

মন যদি আকাশ হত তুমি হতে চাঁদ,,
ভালবেসে যেতামশুধু হাতে রেখে হাত..
সুখ যদি হৃদয় হততুমি হতে হাসি,,
হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতামতোমায় ভালবাসি..!!

পুরো পৃথিবীকে আলোকিত,
‘করার জন্য যেমন,
একটা সূর্য যথেষ্ট,
ঠিকতেমনি পুরো জীবনকেসাজাতে মনেরমত একজন মানুষই যথেষ্ট।

এই জীবনে সব পেয়েছি,
পাইনি কারো মন জানিনা যে এই জীবনে,❤
কে হবে আপন মনের মত চাই তারে,
চাই তার মন হবে কি তুমি,
আমার কাছের একজন॥

যদি দেখা না হয় ভেবোনা দূরে আছি।
যদি কথা না হয় ভেবোনা ভূলে গেছি।
যদি না হাসি ভেবোনা অভিমান করেছি।
যদি ফোন না করি ভেবোনা হারিয়ে গেছি।
মনে রেখো তোমায় আমি ভালোবাসি।

প্রেম হচ্ছে গাড়ির মতো।
অভিমান হলো যানঝট,
কয়েকদিন কথা না বলা সেটা হরতাল।
ব্রেকআপ মানে চাক্কা পামচার/একসিডেন্ট

প্রদীপ জ্বালিয়ে রাখো, আঁধার কেটে যাবে,
চোঁখ বুজে রাখো, স্বপ্ন দেখতে পাবে.
মন খুলে রাখো, সুখ উড়ে আসবে,
হৃদয় দিয়ে দেখো,
তোমার মাঝেঁ আমাকে দেখতে পাবে.

Akaser Rong Nil Keno, Rater Rong Keno Kalo. Aj Ki Hoyeche Bolo Meye Tomar Mon Ki Nai Balo.
Durer Chad Hoy Na Apon Jochona Thake Kache.
Amar Biroho Tomar Bojar Khamota Ki Bolo Ashe…
Ami je ke tomar

হাসাতে সবাই পারে,
তেমনি কাঁদাতেও পারে সবাই,
কাঁদিয়ে যে মানাতে পারে,
সেই হচ্ছে সত্যি কারের বন্ধু!!
আর, কাঁদিয়ে যে নিজেও কেঁদে ফেলে,
সে হচ্ছে সত্যি কারের ভালোবাসা

শীতের চাদর জড়িযে,
কুয়াশার মাঝে দাড়িয়ে,
হাত দুটো দাও বাড়িয়ে,
শিশিরের শীতল স্পর্শে যদি,
শিহরিত হয় মন।
বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ।

বুকের বাম পাশেহাত দিয়ে চোখ দুইটাবন্ধ করে এক মিনিট ভাবো-
তুমি কি সত্যি ভালোবেসেছিলা ??
নাকি এ শুধুই আবেগ ছিলো ??
ছিলো কিছু ভালোলাগা…
তুমি মিথ্যা বললেও,
মন কখনো মিথ্যা বলবে না…
ভালোলাগা আর ভালোবাসা এক নয়….
“আবেগ ফুরাতে কয়দিন ভালোবাসা চিরদিন”

দেখো চাঁদের দিকে,,
কত যে কষ্ট তার বুকে..
কখনো কালো মেঘ ঢেকে যায়,,
কখনো সে জোত্সনা হারায়..
তবুও জোত্সনা ছড়িয়ে সে হাসে,,
কারন সে আকাশ কে ভালবাসে..!!

জীবনে হয়তো তুমিঅনেক কিছু পাবে,
আবার অনেক কিছু হারাবে,
কিন্তু কিছু পাওয়ার জন্যতোমার জীবনের
এমনকাউকে হারিওনাযে তোমাকে অনেক বেশীভালোবাসে…….!!

জীবনকে খুজতে গিয়ে তোমাকে পেয়েছি,
নিজেকে ভালবাসতে গিয়ে তোমার প্রেমে পরেছি,
জানতাম না কাকে বলে ভালো ভালবাসা,
সিখিয়েছ তুমি।…

ভালোবাসার মুল বস্তু হলো বিশ্বাস,
একবার বিশ্বাস ভেঙ্গে গেলে সেই বিশ্বাস ফিরে পাওয়া খুব কঠিন।

প্রেম এক সুখ পাখি!
পুষতে হয় বুকের খাচায়।
সেই প্রেম পৃথিবীতে কাউকে
হাসায় আবার কাউকে কাঁদায়।

নীল রংগের পূরি তুমি..
সাদা মেঘের হাসিঁকালু মেঘেরছায়া তুমি……
অনেক ভাল বাসিকাশ ফুলেরসাদা রংআমি গায়ে মাখি,
ভোমার হাটারপথে আমি,ছায়া হয়ে থাকি,
তাই ত আমিতোমার,এতভালবাসি।।।।।

জীবনে হয়তো তুমিঅনেক কিছু পাবে,
আবার অনেক কিছু হারাবে,
কিন্তু কিছু পাওয়ার জন্যতোমার জীবনের
এমনকাউকে হারিওনাযে তোমাকে অনেক বেশীভালোবাসে…….!!

যদি দেখা না হয় ভেবোনা দূরে আছি।
যদি কথা না হয় ভেবোনা ভূলে গেছি।
যদি না হাসি ভেবোনা অভিমান করেছি।
যদি ফোন না করি ভেবোনা হারিয়ে গেছি।
মনে রেখো তোমায় আমি ভালোবাসি।

চাঁদ তুমি যেমন রাতকে ভালোবাসো,
আমিও তেমনি একজনকে ভালবাসি।
তোমার ভালবাসা যেমন কেউ বোঝেনা
তেমনি আমার ভালবাসা ও সে বোঝেনা।

নিল আকাশে তারার মেলা,
মধ্য রাতে চাদের খেলা,
স্নিগ্ধ সকাল, শিশির ভেজা,
সুধু দেখো, আমার প্রেমে কতো মজা।

বন্ধু মানে সুখের সাথী। বন্ধু মনে রাগ।
বন্ধু মানে দুঃখ সূখের সমান সমান ভাগ।
বন্ধু মানে হালকা হেসে চোখের কোনের জল।
বন্ধু মানে মনে পরলে একটা ছোট কল।

শুভ ক্ষন, শুভ দিন। মনে রেখ চির দিন।
কষ্ট গুলো দূরে রেখ, স্বপ্ন গুলো পুরন করো,
নতুন ভালো স্বপ্ন দেখো, আমার কথা মনে রেখ

যত দূরে যাওনা কেনো, থাকবো তোমার পাশে,
যেমন করে বৃষ্টি ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে,
সকল কষ্ট মুছে দেবো, দেবো মুখের হাসি,
হৃদয় থেকে বলছি তোমায়, অনেক ভালোবাসি ।

দিন যায় দিন আসে, সময়ের স্রোতে ভাসে।
কেউ কাঁদে কেউ হাঁসে, তাতে কি যায় আসে।
খুঁজে দেখো আশে পাশে,
কেউ তোমায় তার জীবনের চেয়ে বেশি ভালবাসে।

যে ভালোবাসা পেল না,
যে কাউকে
ভালোবাসতে পারল না,
সংসারে তার মতো
হতভাগা কেউ নেই।

ভালবাসা যা দেয় তার
চেয়ে বেশী কেড়ে নেয়

ভালোবাসা পাওয়ার
চাইতে ভালোবাসা
দেওয়াতেই বেশি আনন্দ।

ভালবাসি তোমায় এই হৃদয় জুড়ে জুড়ে,
তুমি ছাড়া বল থাকি কি করে।
মনে আমার জন্মানো তোমার ভালবাসা।
তুমি যে আমার প্রথম ও শেষ

যে ভালোবাসা পেল না,
যে কাউকে
ভালোবাসতে পারল না,
সংসারে তার মতো
হতভাগা কেউ নেই।

সারা শহর খুঁজে বেড়াই,
তোমার যদি দেখা পাই,
চোখ বুজলেই তোমায় দেখি,
খুললে দেখি তুমি নাই…

ভালবাসা চিরদিন বেচে থাকে,
কখনো কবিতা হয়ে,কখনো গল্প হয়ে,
কখনো স্মৃতি, কখনো আবার কারো চোখের জল হয়ে.

মনে পড়ে তোমাকে যখন থাকি নিরবে”
“ভাবি শুধু তোমাকে সব সময় অনুভবে”
“স্বপ্ন দেখি তোমাকে চোখের প্রতি পলকে”
“আপন ভাবি তোমাকে আমার প্রতি নিশ্বাসে ও বিশ্বাসে ।

ভালোবাসি বাগানের ঝরে যাওয়া ফুল,
ভালোবাসি মেঘলা নদীর কুল,
ভালোবাসি উড়ন্ত এক ঝাঁক পাখি ।
আর ভালোবাসি তোমার ওই দুই নয়নের আঁখি ।

প্রেম মানে হৃদয়ের টান, প্রেম মানে একটু অভিমান।
দুটি পাখির একটি নীড় , একটি নদীর দুটি তির ,
দুটি মনের একটি আশা তার নাম ভালোবাসা ।

প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না,
যা হয় তা হল ভালো লাগা ।
আর সেই ভালো লাগা নিয়ে ভাবতে
থাকলে সৃষ্টি হয় ভালবাসার ।

খুজে দেখো মনের মাঝে, আছি আমি স্বপ্নের সাঁজে,
তোমার ওই চোখের তারায়, হাজার স্বপ্ন এসে দাঁড়ায়,
সুখের সে স্বপ্ন টায়, পাবে তুমি আমায় ।

তুমি আমাকে বিশাল একটা আকাশ দিলে, কিন্তু স্বপ্ন
দিলা না
“মেঘ হয়ে অঝর বৃষ্টি দিলে,
কিন্তু একবার ভিজ্থে
দিলা না”
এমন এ ভালোবাসলে,
কিন্তু আপন করে নিলা না।

কিছু স্বপ্ন সুধু স্বপ্নই রয়ে যায়.
কিছু কথা না বলাই রয়ে যায়.
কিছু ভালবাসা শুদু ভালবাসায় রয়ে যায়।

সুন্দর মনের থেকে সুন্দর
শরীর অনেক আকর্ষনীয়।
কিন্তু ভন্ডরা বলেন উলটো কথা

মানুষের জীবন হলো একটি ফুল
আর ভালবাস হলো মধুস্বরুপ

So how do you like this Bangla Love Shayari? If you like it, you can share it on Facebook and WhatsApp and you must comment on how you like it. You have your favorite Bangla Love Shayari in mind. Click on the link to your favorite Shayari

Also, Read more / আরো দেখুন

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *