সেরা কিছু কষ্টের সাইরি – koster shayari 2022

কষ্টের সাইরি – আমাদের কষ্ট গুলিকে আমার মনে মাঝে চেপে ধরে রাখি তাই আরও কষ্ট পায়। এই কষ্টকে দুর করার জন্য আমার তোমাদের সাথে পৃথিবীর সেরা বেশ কিছু কষ্টের সাইরি শেয়ার করলাম

কষ্টের সাইরি

“কেউ দুঃখ পেয়ে সুখী,,
কেউ দুঃখ দিয়ে সুখী,,
কেউ হাসতে পেরে সুখী,,
কেউ বেশি বেশি কথা বলে সুখী,,
কেউ কথা গুলা নিরবে শুনে সুখী,,
তবে কেউই প্রকৃত সুখী না,
কিন্তু অভিনয়ে সবাই সুখী..!!”


তুমি আমি কেন দূরে দূরে?
খুজে বেড়াই ঘুরে ঘুরে।
মন কি যে চায়,
কাটে শুধু বেদনায়।


কষ্টের সাইরি

ভালোবাসা খুব সুন্দর
এবং পবিত্র
যদি তা আপনি সুন্দর দৃষ্টিতে
দেখতে পারেন
এবং পবিত্র করে রাখতে পারেন


কষ্ট গুলো যদি কাগজ হতো,
আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম।
কিন্তু কষ্ট গুলো হল আগুন,
যা আমাকে কাগজের মত পুড়িয়ে ছাই করে দিচ্ছে।


“কষ্টে ভরা জীবন আমার,,
দুঃখ ভরা মন,,
মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষন..
তারার সাথে থাকি আমি,,
চাঁদের পাশাপাশি,,
আজব এক ছেলে আমি দুঃখ পেলেও হাসি..!! “


কারো মনে দিও না আঘাত,
সুখী হতে পারবে না ভালবাসতে না পারো,
অভিনয় করো না,
মনে রেখো, কারো চোখের জল
তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে!


মনে ছিলো কতো সপ্ন,
ছিলো কতো আসা সব কিছুই মিথ্যে ছিলো
তোমার ভালোবাসা স্বপ্ন আজ ভেঙ্গে গেছে,
নেই কোনো আসা সব কিছুই মিথ্যে ছিলো তোমার ভালোবাসা।


কিছু কথা ভাবতে ভাবতে চোখে এল জল,
জলকে বলিলাম তুই হঠাৎ কেন বাইরে এলি বল?
জল বললো চোখটি তোমার সুখের নীড়,
কি করে সইবো বলো এত দুঃখের ভীড়।


গভীর প্রেম মানুষকে পুতুল বানিয় দেয়।
প্রেমিক প্রেমিকার হাতের পুতুল হন
কিংবা প্রেমিকা হয় প্রেমিকের পুতুল।
দুজন এক সঙ্গে কখনো পুতুল হয় না।
কে পুতুল হবে আর কে হবে সূত্রধর তা নির্ভর করে
মানসিক ক্ষমতার উপর।
মানসিক ক্ষমতা যার বেশী তার হাতেই পুতুলের সুতা


কষ্টের সাইরি

ভালবেসে যারা জিবন দিয়ে চলে গেছে তারাই ভাল করেছে,
তা নাহ হইলে প্রতিদিনই নতুন করে মনের মরন হইতো


যখন কেউ ভালবাসার মানুষটার সাথে থাকে
তখন সবারই খুব ভাল লাগে।
তখন কেউ এটা ভাবেনা যে এই,
মূহুর্তগুলো একটু পরেই অতীত হয়ে যাবে
আর রয়ে যাবে স্মৃতির পাতায়,
যতদিন সে সাথে থাকবে এই স্মৃতিগুলো হাসাবে,
আর যখন সে থাকবে না
তখন এই স্মৃতিগুলোই আবার কাঁদাবে..


দুটি চোখের কান্নার মর্ম যদি কেউ বুঝতো।
দুঃখের পিছনেও যে সুখ আছে সেটা যদি সবাই জানতো।
ভালোবাসার মাঝে টক-ঝাল মিষ্টি এগুলো সবই আছে
কিন্তু ভালোবাসার এসব অনেকের জীবনেও মিছে।


যাকে ভালোবাসার নামে
আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন
তার চোখের প্রত্যেক ফোঁটা অশ্রু
আপনার চলার পথকে পিচ্ছল
করে দিবে একদিন


আজ আর চাইবো না ফিরে পেতে পুরোনো
সেই দিন গুলো আজকের
এই গোছানো জীবন টাকে করবো না কারো জন্য এলো মেলো।


যদি ভালোবাসাটা সত্যিকারের হয়,
তবে দূরত্ব বেড়ে গেলে ভালোবাসা কমে না,
উল্টো বেড়ে যায়।


ভুল করে হলেও যাকে
একবার ভালোবেসে ফেলা যায়,
শত চেষ্টা করেও তাকে মন থেকে
কখনো ঘৃণা করা যায় না।


কিছু কিছু কথা আছে বলতে পারিনা”
এমন কিছু কষ্ট আছে সইতে পারিনা.
এমন কিছু ফুল আছে তুলতে পারিনা.
আর এমন1ta মনের মানুষ আছে ভূলতে পারিনা


“আমায় তুমি কষ্ট দিয়ে যদি সুখি থাকো
তাহলে আমি পৃথিবীর সব চেয়ে সুখি মানুষ,
আমার কাছ থেকে দুরে থেকে
যদি তুমি খুশি হও তাহলে আমি খুশি।
কারণ তোমার সুখ এই আমার সুখ।


“আমার যদি একটা পৃথিবী থাকত.
তা হলে সেখানে যেয়ে চিৎকার করে কাঁদতাম.
কেন যান তুমার দেওয়া স্মৃতি
এত যন্ত্রনা দেয় আমাকে
যা সহিবার মত শক্তিআমার মাঝে নেই…!!


“Kosto গুলো যদি কাগজ হতো,
আগুন দিয়ে পুড়ে ছাই করে দিতাম।
কিনতু kosto গুলো হল আগুন,
যা আমাকে কাগজের মত পুড়ে ছাই করে দিচ্ছে।”


তুমি চোখের আড়াল হও
কাছে কিবা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম
এই মন তোমাকে দিলাম
এই প্রেম তোমাকে দিলাম


মন is not সরকারী,
it is very দরকারী..
যাকে তাকে do not দান,
হারিওনা your মানসম্মান..
মনটা দিবে just তাকে,
loveকরবে যে only তোমাকে


মানুষ সবচেয়ে বড়
ভুল করে তখনই,
যখন সে কারো
প্রতি অসম্ভব
ভাবে দুর্বল হয়ে পড়ে !!


একজন মানুষ দুটি কারনে সবচেয়ে
বেশি বদলে যেতে পারে।
যখন তার জীবনে বিশেষ কেউ আসে
এবং যখন তার জীবন থেকে বিশেষ
কেউ হারিয়ে যায়।


আমিতো এখনো তোমায়
ভালোবাসি…
আমি সুখে নেই, তাতে
কি? তোমার সুখেইতো
আমি সুখী,
অভিমানী বুঝলেনা তুমি
তাইতো চলে গেলাম
দূরে, তোমাকে ভালো
রাখতে গিয়ে…


“আকাশের কষ্ট গুলো মেঘ হয়ে ভাসেমেঘের কষ্ট গুলো
বৃষ্টি হয়ে আসেপাথরের কষ্ট গুলো ক্ষয়ে ক্ষয়ে পরে
আর মনের কষ্ট গুলো অশ্রু হয়ে ঝরে…!!”


তুমি বেঁচে থেকো তোমার সকল
ভালোলাগার কারণগুলো নিয়ে
আমি না হয় বেঁচে থাকবো
তোমার সকল অতীতকে আঁকড়ে ধরে।


সাগরে কতো জল কোরেছো কতো ছল ভুলতেও পারবোনা ক্ষমাও কোরবো না।


কাউকে মেরে ফেলতে চান?
তাহলে তাকে খুব ভালোবাসুন
তারপরে আস্তে আস্তে অবহেলা
করতে শুরু করুন।
তার পর হঠাত করে হারিয়ে যান
দেখবেন সে জিন্দা লাশ হয়ে গেছে।


“আমি কষ্টের স্মৃতি নিয়ে,করি বসবাস
আমায় নিয়ে কখনো, করোনা উপহাস
আমার জীবনটা হল,
একটা দুঃখের ইতিহাস
এটাই আমার ভাগ্যের,
নির্মম পরিহাস ।”


ভালোবাসা থাকা সত্ত্বেও
কিছু কিছু সম্পর্ক,
ভুল বোঝা বুঝির
কারণে নষ্ট হয়ে যায়


আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আছি
তুমি চাইলে আমি দেবো
অথৈ সাগর পাড়ি


“কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকারচেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভাল।
কারণ নিজের কষ্টের জন্যকারো কাছে জবাবদিহি করতে হয় না।
কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভরে তারঅভিশাপ মাথায় নিয়ে চলতে হয়।”


আজ নিজে, নিজে নীরবে কাঁদছি,
যে কান্না হয়তো মরণ হলে শেষ হবে।
তবে সত্য বলতে কি জানো জানু
আমি তোমাকে আজও ঠিক আগের মতোই ভালোবাসি ।


যে মানুষ হাজার কষ্টের মাঝেওতার প্রিয় মানুষ টিকে মনে রাখে
সে সত্যিকার অর্থে ঐ প্রিয় মানুষটিকে ভালবাসেসে তাকে কখনো ভুলতে পারে না


জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না,,
কারন অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়..!!


মানুষের মন।সত্যি আজ দু চোখের জল দিয়ে সেটা বিশ্বাস করতে হচ্ছে।


মুক্ত করে দিলাম তোরে যেতে পারিস অনেক দুরে,,
ভালবাসি এই কথাটি বলবো না আর তোরে..
সুখে যদি থাকিস তুই আসিস না আর ফিরে,,
না পাওয়া সুখ খুঁজে নিব কষ্টের ভিড়ে!!


তো তোমাদের কষ্টের সাইরি পড়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরো নিচে কিছু কষ্টের সাইরি আছে যদি ভালো লাগে এই লিংকে ক্লিক করে আরো পড়তে পারেন।

এটিও পড়তে পারেন:-

Share your love

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *