1429 shuvo noboborsho in Bangla font

shuvo noboborsho, pohela boishakh shuvo noboborsho, shuvo noboborsho 1429, Bengali shuvo noboborsho, the festival of life of Bengalis, has come. shuvo noboborsho is the birthday of the Bengali year and it can be said that every Bengali is eagerly waiting to welcome it. On this day, all Bengalis 1428 on the occasion of the New Year Happy shuvo noboborsho wish in Bangla font Let me know. It’s time to check out these shuvo noboborsho wishes in Bengali because you need to wish your loved ones a Happy New Year so I’m going to share.

shuvo noboborsho

নীল আকাশের খামে ভরে,
সাদা মেঘের কাগজে করে,
রঃধনুর রঙে লিখে,
দখিনা বাতাস কে দিয়ে আমার মনের কথা পাঠালাম…
*হ্যাপি নিউ ইয়ার *।

shuvo noboborsho

রাঙা আবির মেখে চোখে চোখে মনের কথা সে বলছে,
নতুন সাজে সবার ঘরে বৈশাখ এসেছে।
রং মেখে ললনা, হালে দুলে চলনা।
এমন দিনে কেউ করোনা ছলনা।
শুভ পহেলা বৈশাখ।


মনে আসুক বসন্ত,
সুখ হোক অনন্ত!
স্বপ্ন হোক জীবন্ত আর
নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত!
*শুভ নববর্ষ


ফুল ফুটেছে বনে বনে
ভাবছি তোমায় মনে মনে
বলছি তোমায় কানে কানে
“শুভ নববর্ষ”


shuvo noboborsho in bengali

নতুন বছরের নতুন সূর্য
বয়ে আনুক আপনার আনন্দ
নতুন বছরের নতুন আলো
জীবন হোক সবার ধন্য
নতুন বছরের নতুন আশা
সবাই মিলে বাধো সুখের বাসা
(( শুভ নববর্ষ))


আবার আসলো জানুয়ারি মাস, গরমের অবসানে,
নতুন বছরের নতুন হাওয়া উষ্ণতা দিলো প্রানে ।
মনের সকল গ্লানি ভুলে জীবন গড় নতুন ভাবে ,
নতুন নতুন স্বপ্ন দেখো নতুন বছরের টানে । শুভ নববর্ষ*


বছর শেষের ঝরা পাতা,
বললো উড়ে এসে ।
একটি বছর পেরিয়ে গেলো,
হাওয়ার সাথে ভেসে ।
নতুন বছর আসছে তাকে,
যতন করে রেখো ।
স্বপ্ন গুলো সত্যি করে,
ভীষণ ভালো থেকো । শুভ নববর্ষ


আবার এসেছে ফিরে, বাঙালির ঘরে,
নবরুপে পহেলা বৈশাখ
আজ শুধুই ভালবাসার উজানে,
বাঙালির বর্ষবরণ নানা আয়োজনে,
রমনীরা আজ সেজেছে নতুন সাজে,
পায়ের নূপুর ঘুঙ্গুর বাজে।
নাচবে দুলেদুলে দেখবো প্রানখুলে,
প্রিয়ার ভালবাসা জমা থাক।
আবার এসেছে ফিরে, বাঙালির ঘরে,
নতুন সাজে পহেলা বৈশাখ।
শুভ নববর্ষ !!

bangla shuvo noboborsho

একটু আলো, একটু আধার, বাতাসগুলো নদীর বুকে দিচ্ছে সাতার।
কিছু দুঃখ, কিছু সুখ, সবচেয়ে সুন্দর এই বাংলার মুখ।
বাংলা নবর্ষের পদার্পনে, এসো শানিত হই নবপ্রাণে… শুভ নববর্ষ


ঢাক ঢোল মাদলের তালে
রং বেরঙের মনের দেয়ালে
বাঙালি সংস্কৃতি উজ্জীবিত থাক যুগে যুগে।
শুভ নববর্ষ*


রাঙা আবির মেখে চোখে চোখে
মনের কথা সে বলছে,
নতুন সাজে সবার ঘরে বৈশাখ এসেছে।
রং মেখে ললনা, হালে দুলে চলনা।
এমন দিনে কেউ করোনা ছলনা।
“শুভ পহেলা বৈশাখ”


ঝরে গেল আজ বসন্তের পাতা
নিয়ে যাক সঙ্গে সব মলিনতা।
বৈশাখের সকালে লাগুক প্রাণে আনন্দের এই স্পর্শ,
মন থেকে আজ জানাই তোমায় “শুভ নববর্ষ”।


বসন্তের আগমনে কোকিলের সুর
গ্রীস্মের আগমনে রোদেলা দুপুর
বর্ষার আগমনে সাদা কাঁশফুল
তাই তোমায় শুভেচ্ছা জানাতে মন হল বেকুল
শুভ নববর্ষ…


পান্তা ইলিশ আর ভর্তা ভাজি বাঙ্গালীর প্রাণ
নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান।
এসো হে বৈশাখ এসো এসো…

shubho noboborsho 1428

মুছে যাক সকল কলুষতা
শান্তির বার্তা নীল খামে পাঠালাম
সুদিনের সুবাতাস তোমায় দিলাম।
শুভ নববর্ষ*


নতুন সূর্য, নতুন প্রান
নতুন সুর, নতুন গান
নতুন উষা নতুন আলো
নতুন বছর কাটুক ভালো।
কাটুক বিষাদ, আসুক হর্ষ
শুভ হোক নববর্ষ।


নতুন পোশাক নতুন সাঁজ
নতুন বছর শুরু আজ।
মিষ্টি মন মিষ্টি হাঁসি,
শুভেচ্ছা জানাই রাশি রাশি। শুভ নববর্ষ…


হাসি দুঃখ গ্লানি. ছিল আছে থাকবে.
নতুন বছরের শুভদিন.
আসবে কাছে ডাকবে.
ঐসব গ্লানি ভূলে গিয়ে.
নাও মনে ঐ ডাক.
জানাই হে প্রিয় সকলকে.
শুভ পহেলা বৈশাখ!


আম পাতা জোড়া জোড়া,
নতুন সব দিচ্ছে সাড়া,
ভাল থেকো,
সুখে থেকো,
আর আমার কথাটি মনে রেখো।
শুভ নববর্ষ


নীল আকাশের মেঘের ভেলায়,
ঘাসের উপর শিশির কনায়,
প্রজাপতির রঙ্গীন ডানায়,
ফালগুনের ফুলের মেলায়,
একটা কথা তোমাকে জানাতে চাই…
শুভ নববর্ষ


নতুন বছরের আগমনে যাক ক্লান্তি দূর হয়ে।
জীবন হোক সুন্দর, অতীত যাও ভুলে
নতুন বছর সাজাও তুমি নিজের মতো করে।
শুভ নববর্ষ


নিশি যখন ভোর হবে।
সুখ তারা নিভে যাবে,
আসবে একটা নতুন দিন,
দুঃখ হতাশা যাও ভুলে,
হাসি আনন্দ নিও তুলে,
বছরটা হোক অমলিন।
শুভ নববর্ষ


রাতের শেষে মিষ্টি হেসে তাকাও চোখ খুলে
নতুন আলোয় নতুন ভোরে দুখঃ যাবে ভূলে
ঝিলমিলিয়ে হাসবে আবার,
আধার হবে শেষ
এসে গেছে নতুন বছরের নতুন এসএমএস!
“শুভ নববর্ষ”


সুখের স্মৃতি রেখ মনে দুঃখের স্মৃতি যেও ভুলে,
মিশে থেকো আপন জনে ,
মান অভিমান সব ভুলে,
আশার প্রদীপ রেখো জেলে,
হাজার সূর্য তোমার চোখে,
সবাই মিলে থেকো সুখে। শুভ নববর্ষ


মুছে দিতে সকল গ্লানি,
নতুন বছর আসছে জানি।
সুখী ছিলে সুখে থাকো আর
শুভ হোক তোমার নতুন বছর।
শুভ নববর্ষ


বিদায় নিল আজ পুরনো বছরের সূর্য।
আসবে নতুন সকাল, নতুন দিন, নতুন স্বপ্ন,
নতুন আশা। আর নতুন হোক আজকের ভালবাসা। “শুভ নববর্ষ”


তোমাদের যদি এই shuvo noboborsho গুলো পছন্দ হয় তবে অনুগ্রহ করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা টুইটারে তোমার বন্ধুদের এবং প্রিয়জনদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আমাদের প্রচেষ্টার প্রশংসা করুন। আর কমেন্ট করে জানিও।

আরো পড়ুন:-

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *