420 Bengali jokes Bengali Funny jokes Jokes in Bengali

420 Bengali Jokes | 420 বাংলা মজার জোকস

Jokes #1

নিজে Friend request পাঠিয়ে তারপর বলে Who r u?

থাপ্পড় মারবো শালা অশিক্ষিত কোথাকার।

Jokes #2

বিয়ে করে বউকে খাওয়াবি কী।এই প্রশ্নটা এত ব্যাপক হয়ে গেছে যে।

মনে হয়,পৃথিবীর শ্রেষ্ঠ খাদক হল বউ।

Jokes #3

পরীক্ষার শেষ সময় আর মাত্র ৫ মিনিট বাকি।

আমি:-কলম vs খাতা।

৩য় বিশ্বযুদ্ধ শুরু।

Jokes #4

ইতিহাস সাক্ষী,

মেয়েরা সবসময় ছেলেদের মিসকল দেয়।

ঠিক কিনা।

Jokes #5

Husband : আচ্ছা আমিও সাদা তুমিও সাদা তাহলে আমাদের বাচ্চা কেন কালো।

Wife : তুমিও হট আমিও হট তাই আমাদের বাচ্চা পুইড়া গেছে।

Jokes #6

সিগারেট খোরদের সাথে ভালো ব্যবহার করুন।

বেচারারা বাঁচবেই আর কয় দিন।

Jokes #7

বাড়ি খালি থাকার পরও বাথরুমে ঢুকে দরজা লক করার নামই ভদ্রতা

Jokes #8

যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা জলদি কমেন্ট করেন। আমার ফেসবুক চালানোর জন্য একজন ড্রাইভার নিয়োগ দেওয়া হবে

Jokes #9

আচ্ছা কিসের এত অহংকার? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল৷

Jokes #10

শীতের শুষ্কতায় নয়। শুধু একটা গালফ্রেন্ড এর অভাবে। ফেটে যাচ্ছে আমার ঠোঁট।

আরও পড়ুন: –Bengali Funny Quotes

Jokes #11

প্লেটো একবার বললেন, ‘মানুষ হলো একটি পালকবিহীন দুই পাবিশিষ্ট প্রাণী।’এর কিছুদিন পর এক গবেষক একটি পালকবিহীন মুরগি নিয়ে প্লেটোর ক্লাসে হাজির হলেন। বললেন, ‘দেখো দেখো! এই হলো প্লেটোর মানুষ!

Jokes #12

কাউকে মন থেকে চাইলে সত্যি তাকে পাওয়া যায়। ইহা একটি বালের কথা।

Jokes #13

ফেসবুক হলো ফ্রিজের একটু পরপর খুলে দেখতে ইচ্ছা হয়, ভালো কিছু আছে কি না ।

Jokes #14

আলু : আচ্ছা বল তো মদ আর প্রেমের মধ্যে কী সম্পর্ক?

আলু : মদ বেশি খেলে ছেলেরা বমি করে।

আর প্রেম বেশি করলে মেয়েরা বমি করে।

Jokes #15

টাকা থাকলে সুন্দরি মেয়েরা অভাব হয় না। আর সুন্দরি মেয়ে থাকলে ফকির হতে সময় লাগে না।

Jokes #16

ক্লাসে স্যার ছাত্র ছাত্রীদের বললঃ একটা গান করোতো

ছাত্রছাত্রীঃ ok স্যার ।

ছাত্রীঃ আতা গাছে তোতা পাখি, নারকেল গাছে ডাব।

ছাত্রঃ তোরে আমি বিয়া করবো, কি করবে তোর বাপ ?

স্যারঃ It’s 100% Love.. Love.. Love.?

Jokes #17

ওগো, শুনছো তোমাকে ছাড়া আমার 1 ঘন্টাকে 60 মিনিট মনে হয়…

Jokes #18

ছেলেরা স্মার্ট থাকে বয়ের আগে, আর মেয়েরা স্মার্ট থাকে বিয়ের পর স্বামীর টাকা পেয়ে

Jokes #19

একমাত্র গালি দেয়া চেলেরাই পারে ঠিকমতো ভালোবাসাকে টিকিয়ে রাখতে

Jokes #20

যাদের রাগ বেশি তারা রাগের মাথাই অনেক কিছু বলে দেয় কিন্ত রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায়

Jokes #21

ভিক্ষুক : মাগো! দুটো ভিক্ষা দিন, মা।

বাড়ির মালিক : বাড়িতে মানুষ নেই, যাও।

ভিক্ষুক : আপনি যদি এক মিনিটের জন্য মানুষ হন, তাহলে খুব ভালো হতো!

Jokes #22

দুই মেয়ে কথা বলছে-

১ম মেয়ে: আজকালকের ছেলেদের কোনো বিশ্বাস নাই। আমি তো আজকে থেকে ওর মুখও দেখতে চাই না…

২য় মেয়ে: কি হইছে? তুমি কি ওকে অন্য কোনো মেয়ের সাথে দেখে ফেলছ?

১ম মেয়ে: আরে না! ও আমারে আরেক ছেলের সাথে দেখে ফেলছে…। কালকে ও আমারে বলছিল যে, ও নাকি শহরের বাইরে যাবে। তাহলে সে আমাকে কিভাবে দেখল।

মিথ্যুক, বদ, ধোঁকাবাজ…

Jokes #23

প্রেমিকা তার প্রেমিককে রাতে রোমান্টিক মেসেজ পাঠাচ্ছে…

মেয়েঃ ঘুমিয়ে আছো তো স্বপ্ন পাঠাও,

জেগে আছো তো ভাবনা পাঠাও,

যদি কাঁদছো তো চোখের জল পাঠাও ।

ছেলেঃ প্রিয়তমা পায়খানা করতেছি কি পাঠাবো ?

Jokes #24

বল্টু : তুই তোর বউয়ের সাথে ঝগড়া করিস ?

পল্টু : হ্যাঁ, করি। তবে প্রতিবার ঝগড়ার শেষে ও এসে হাঁটু গেড়ে আমার সামনে বসে পড়ে।

বল্টু : বলিস কী ! তারপর ?

পল্টু : তারপর মাথা ঝুঁকিয়ে বলে, ‘খাটের তলা থেকে বেরিয়ে আসো। আর মারব না।’

Jokes #25

প্রথম বন্ধু : জানিস, আমাদের বাসার সবাই বাথরুমে গান গায়!

দ্বিতীয় বন্ধু : বলিস কী, স-বা-ই?

প্রথম বন্ধু : সবাই, চাকর-বাকর পর্যন্ত।

দ্বিতীয় বন্ধু : তোরা তাহলে সবাই খুব গানের ভক্ত!

প্রথম বন্ধু : দূ-র-র, তা নয়, আসলে আমাদের বাথরুমের ছিটকিনিটা নষ্ট তো, তাই!

Jokes #26

তন্ময় : তোর ছোট ভাইটা এখন কী করছে ?

রাফি : কিছুদিন আগে একটা কাপড়ের দোকান খুলেছিল, এখন জেলে আছে।

তন্ময় : কেন ?

রাফি : কারণ ও দোকানটা খুলেছিল হাতুড়ি দিয়ে…দরজা ভেঙে !

Jokes #27

বদু : কী করছিস আজকাল?

কদু : সৎ পথে ব্যবসা করার চেষ্টা করছি।

বদু : তাহলে তো তোর একচেটিয়া ব্যবসা।

কদু : মানে?

বদু : তুই ছাড়া তো ওই লাইনে আর কেউ নাই!

Jokes #28

এক শিক্ষক ক্লাসে ছাত্রদের জিজ্ঞেস করেন –

এমন জিনিসের নাম বল তো যা ভিন্ন ভিন্ন নামে পরিচিতি হয় ।

ছাত্র – চুল

শিক্ষক – কিভাবে ?

ছাত্র – মাথায় আমরা বলি চুল , চোখের উপরে থাকলে বলি ভ্রু, ঠোটের উপরে থাকলে বলি গোফ , গালে ও চিবুকে থাকলে বলি দাড়ি । বুকে থাকলে বলি লোম এবং ……

শিক্ষক – সাবধান আর নিচে নামিস না !!!

Jokes #29

পচাদা নিজের দোকানের নতুন কর্মচারি বান্টাকে বলল ‘আমি বাড়ি থেকে আসছি, কোন খদ্দের ফেরাবি না।

যা চাইছে তা দোকানে না থাকলে অন্য কোম্পানির কিছু একটা দিয়ে বলবি আজকের মত চালিয়ে নিতে, কাল এনে দেবো’

খদ্দের : ভাই টয়লেট পেপার আছে ?

বান্টা : না দাদা, শিরিষ কাগজ আছে, আজকের মত চালিয়ে নিন, কাল এনে দেবো।

আরও পড়ুন: –Bengali Funny quotes

Jokes #30

৩ জন মাতাল রাতে একটা গাড়িতে উঠল ড্রাইভার বুঝতে পারল যে তারা মাতাল!!

ড্রাইভার গাড়ির ইঞ্জিন চালু করল এবং সাথে সাথে বন্ধ করে ফেলল আর তাদেরকে বলল যে তারা নাকি গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছে।

৩ মাতাল গাড়ি থেকে নামল। তারপর……

১ম মাতালঃ ধন্যবাদ….

২য় মাতালঃ নিন, ১০ টাকা বকশিস দিলাম।

তখন ৩য় মাতাল ড্রাইভারকে দিল একটা থাপ্পর। ড্রাইভার মনে করল যে লোকটা বোধ হয় মাতাল না, হয়ত সবকিছু বুঝে ফেলেছে। তবুও ড্রাইভার তাকে জিজ্ঞেস করল: থাপ্পর মারলেন কেন??

৩য় মাতালঃ শালা, এত স্পীডে কি কেউ গাড়ি চালায়! আর একটু হলে তো মেরেই ফেলেছিলি।

Jokes #31

ম্যাজিস্ট্রেট : ২০ টাকা পকেট মারার জন্য তোমাকে একশ টাকা জরিমানা দেওয়া হল।

পকেটমার : আমার কাছে মাত্র ২০ টাকা আছে, স্যার। বাকি টাকা এক্ষুনি এনে দিতে পারি, কিন্তু কিছুক্ষণের জন্য ছাড়তে হবে।

Jokes #32

তিন বন্ধু মিলে জঙ্গলে হাঁটতেছে ৷ হঠাৎ তাদের সামনে একটা পরী এল

পরী : তোমরা একটা করে ইচ্ছার কথা বল , আমি তোমাদের সেই ইচ্ছা পূরণ করে দেব৷

বন্ধু ১ : আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর বানিয়ে দাও ৷

পরী : দিলাম ৷

বন্ধু ২ : আমাকে দুনিয়ার সবচেয়ে হ্যান্ডসাম ছেলে বানিয়ে দাও ৷

পরী : দিলাম ৷

Jokes #33

বল্টু : এই দুইজনকে আগের মত করে দাও!!

দুই বিবাহিত বন্ধু বিল্টু আর দুবলোর মধ্যে কথা হচ্ছে –

বিল্টু: আচ্ছা দুবলো! বল তো সিনেমার জীবন আর বাস্তব জীবনের মধ্যে পার্থক্য কী?

দুবলো: এইটা বুঝলি না! সিনেমায় অনেক ঝক্কিঝামেলা পেরোনোর পর বিয়ে করতে হয়। আর বাস্তব জীবনে বিয়ের পর অনেক ঝক্কিঝামেলা শুরু হয়!

Jokes #34

ডাক্তার: চিন্তার কিছু নেই। আপনার চাচার অসুখটা আসলে মানসিক। উনি মনে করেন উনি অসুস্থ, আসলে তা নয়।

কিছুদিন পর রোগীর খবর নিতে ফোন করলেন ডাক্তার।

ডাক্তার: কী অবস্থা আপনার চাচার?

রোগীর আত্মীয়: খুবই খারাপ! উনি মনে করেন, উনি মারা গেছেন!

Jokes #35

এক ছাত্র পরীক্ষার হলে বসে প্রশ্নপত্র নিয়ে বেশ অস্থির হয়ে বিড় বিড় করছে-

শিক্ষক: কী ব্যাপার তুমি খাতায় না লিখে বসে বসে উসখুস করছ কেন?

ছাত্র: স্যার, প্রশ্ন যে রকম কঠিন এসেছে লিখতে আমার বারোটা বাজবে।

শিক্ষক: তাতে কি এখন তো এগারোটা বাজে!

Jokes #36

শফিক সাহেব: আমি আগামী মাস থেকে যৌতুকবিরোধী আন্দোলনে নামব। কী বলেন?

রফিক সাহেব: কেন, এ মাসে নামবেন না কেন?

শফিক সাহেব: এ মাসে আমার ছেলের বিয়ে আর আগামী মাসে মেয়ের বিয়ে তো, তাই!

Jokes #37

পাত্রীর বাবা : ছেলের আচার-ব্যবহার কেমন?

ঘটক : নিশ্চয়ই ভালো। এক খুনের মামলায় তার ১০ বছর জেল হয়েছিল।

আচার-ব্যবহার দেখেই জেল কর্তৃপক্ষ সাজা দুই বছর মওকুফ করেছে।

পাত্রীর বাবা : ছেলে উদার মানছি। আমার মেয়েকে যে কখনোই ছেড়ে যাবে না,

আপনি কী করে বুঝলেন, ঘটক সাহেব?

ঘটক : কারণ, ছেলে এ পর্যন্ত কোনো গার্লফ্রেন্ডকেই ছাড়েনি। বরং গার্লফ্রেন্ডরাই তাকে ছেড়ে গেছে!

Jokes #38

যুক্তিবিদ্যার ক্লাস চলছে-

শিক্ষক : আমি টেবিল ছুঁয়েছি, টেবিল মাটি ছুঁয়েছে, সুতরাং আমি মাটি ছুঁয়েছি। এভাবে একটি যুক্তি দেখাওতো।

ছাত্র : আমি আপনাকে ভালোবাসি, আপনি আপনার মেয়েকে ভালবাসেন, সুতরাং আমি আপনার মেয়েকে ভালোবাসি!

Jokes #39

এক ভদ্রমহিলা ও সিনেমা হলের ম্যানেজারের মধ্যে ফোনালাপ-

মহিলা : হ্যালো। কোন ছবি চলছে?

ম্যানেজার : আই লাভ ইউ!

মহিলা : (রেগে গিয়ে) ইডিয়ট।

ম্যানেজার : এটি গত সপ্তাহে চলছিল।

মহিলা : (আরো রাগান্বিত হয়ে) ননসেন্স।

ম্যানেজার : এটি আগামী সপ্তাহে চলবে!

Jokes #40

জন্মবার্ষিকীতে একজন শতায়ু বৃদ্ধাকে জিজ্ঞেস করা হল তাঁর এই দীর্ঘ্য জীবনের গোপন রহস্য কী?

বৃদ্ধা বললেন, এখনই ঠিক বলা যাচ্ছে না। একটা ভিটামিন পিল কোম্পানি, একটা আয়ুর্বেদ কোম্পানি আর এ‌কটা ফ্রুট জুস ফ্যাক্টরির সাথে দরদাম চলছে।

Husband Wife Jokes in Bengali

Husband and wife related Bengali funny Jokes | স্বামী-স্ত্রী সম্পর্কিত বাংলা মজার জোকস

আরও পড়ুন: –Bengali Funny jokes

Jokes #41

স্ত্রী : তোমাকে একটা বলি…….??

স্বামী : হুম বলো…..

স্ত্রী :মারবে না তো……??

স্বামী :আরে জানু মারব কেন…..??

স্ত্রী :আমি না মা হতে চলেছি……

স্বামী : আরে বলো কি এটা তো অনেক খুশির খবর…… এর জন্য তোমাকে মারতে যাব কেন……??

স্ত্রী : না মানে কলেজে থাকতে বাবাকে এই কথা বলাতে বাবা অনেক মেরেছিল……..

Jokes #42

একজন স্ত্রী তার স্বামীকে তার (স্ত্রী) সম্পর্কে বর্ননা করতে বলেছে………… স্বামী বর্ণনা করছে, “তুমি হচ্ছো

A,B,C,D,E,F,G,H,I,J,K”

স্ত্রী জানতে চাইলো, “এর মানে কি?”

স্বামীঃ Adorable, Beautiful, Cute, Delightful, Elegant,Foxy, Gorgeous, Hot”

স্ত্রীঃ ওহ, কী যে সুন্দর! মন ভরে গেলো। ওগো,

বাকী তিনটা I,J,K-তে কী হয় গো?

স্বামীঃ I’m Just Kidding!!!

Jokes #43

স্ত্রী :- হ্যাগো, শুনচ্ছ ….আমাদের মেয়ে মনে হয় কোন ছোরার পাল্লায় পড়েছে! !!!

স্বামী :- তুমি কি করে বুঝলে? ???

স্ত্রী :- মেয়ে যখন বাড়ি থেকে বের হয় এক গাদা লিপস্টিক লাগিয়ে বের হয় আর যখন বাড়ি ফিরে একটুও লেড়ে থাকে না …..!!???

Jokes #44

রাত্রে স্বামী স্ত্রী দুজনে শুয়ে ছিল….রাত দুটোর সময় হঠাৎ স্ত্রীর ফোনে ম্যাসেজ টোন বেজে উঠলো…..

চমকে উঠে স্বামী স্ত্রীর ফোনে BEAUTIFUL লেখা দেখে স্ত্রীকে উঠিয়ে বললোঃ তোমার ফোনে ম্যাসেজ এসেছে BEAUTIFUL.তোমার ফোনে এমন ম্যাসেজ,কেন…??

স্ত্রী ধড়পড় করে উঠে বললোঃ ‘এই ৪৫ বছর বয়সে কে আর BEAUTIFUL বলবে….!!’ তারপর মোবাইল দেখে চিৎকার করে স্বামীকে বললোঃ এবার থেকে চশমা পরে ফোন হাতে নেবে।ওটা BEAUTIFUL লেখা নয়,.

ফোন চার্জে দেওয়া ছিল, তাই BATTERYFULL লেখা দেখাচ্ছে…

Jokes #45

স্বামী: পাশের ভাড়াটিয়ার কাছ থেকে একটু চিনি নিয়ে এসোতো?

স্ত্রী: ওরা আমাদের চিনি দেবেনা।

স্বামী: ওরা তো খুব কঞ্জুস!

স্ত্রী: ওদের কিপ্টেমির কথা আর বোলো না।

স্বামী: তাহলে আর কী করা;

আমাদের আলমারি থেকেই চিনি বের করে চা করে নিয়ে এসো, যাও

Jokes #46

স্ত্রী থাপ্পড় দিয়ে স্বামীর গালে বসে থাকা একটা মশা মারলো।

স্বামী:’ রেগে গিয়ে, কি ব্যাপার থাপ্পড় মারলে কেনো? .

স্ত্রী:’আমি বেচে থাকতে অন্য কেউ তোমার রক্ত খাবে। এইটা আমার পছন্দ না।

Jokes #47

স্বামী স্ত্রী ঝগডা শেষেঃ

স্বামীঃ কোথায় যাও তুমি?

স্ত্রীঃ সুইসাইড করতে।

স্বামীঃ এত মেকাপ কেন?

স্ত্রীঃ ওম্মা, কাল সকালে পত্রিকায় আমার ছবি ছাপা হবেনা??

Jokes #48

স্বামী-স্ত্রীর মধ্যে কথা হচ্ছে—

স্ত্রী: শোনো, তোমার বন্ধু যে মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছে ওই মেয়ে কিন্তু অতোটা ভালো নয়।

স্বামী: এতে আমার সমস্যাটা কী?

স্ত্রী: আরে, জেনেশুনে তোমার বন্ধু খারাপ মেয়েকে বিয়ে করবে!তুমি তাকে নিষেধ করছো না কেন?

স্বামী: আমি কেন তাকে নিষেধ করবো! আমি যখন বিয়েকরি তখন তো সে আমাকে নিষেধ করে নি।।।

Jokes #49

স্ত্রী : কী করছ?

স্বামী : মাছি মারছি।

স্ত্রী : কটি মারলে?

স্বামী : পাঁচটি। তিনটি পুরুষ মাছি আর দুটি মেয়ে মাছি।

স্ত্রী : কী করে বুঝলে?

স্বামী : তিনটি মাছি বসে ছিল মদের বোতলের ওপর। আর দুটি টেলিফোনের ওপর!

funny Jokes #50

স্বামী স্ত্রীর ঝগড়া হচ্ছে…হটাত করে স্ত্রী তার জামাই কে চর মারল…

স্বামী : এই তোমি কি আমাকে seriously চর মারলা…??

স্ত্রী : হা..…।

স্বামী : তাহলে তো বেচেই গেলা…তুমিতো জানোই আমি ইআর্কি পছন্দ করি না..…

Teacher and Student Jokes In Bengali

Teacher and Student Jokes and Chutkule in Bengali We compiled a Latest and Best Funny Jokes

funny Jokes #51

শিক্ষক :- বলতো ’সামথিং ইজ বেটার দান নাথিং ’এর অর্থ কি?

ছাত্র :- স্যার! সামসুদ্দিনের বেটার নাতিন।

funny Jokes #52

শিক্ষক: কে ”I lovE YOu” আবিঙ্কার করেছে ??

ছাত্র.: CHina কোমপানী|

শিক্ষক: (অবাক হয়ে) কীভাবে বুঝলে বাবা??

ছাত্র: এর কোন GUARAntee নাই QUAlity ও নাই….|

টিকলে সারাজীবন টিকে না টিকলে ২ দিন ও টিকে না…….

funny Jokes #53

শিক্ষক:চোর সম্পর্কে একটা ভালো উদাহরণ দিতে পারবে?

ছাত্র:চোর পালালে বুদ্ধি বাড়ে। অতএব নিজের বুদ্ধি বাড়ানোর জন্য চোরকে সবসময় পালাতে দিতে হবে।

funny Jokes #54

ক্লাস ওয়ানের বল্টুকে শিক্ষকের প্রশ্ন,

শিক্ষকঃ বলতো বল্টু সবচেয়ে হাসিখুশি প্রাণী কোনটি?

বল্টুঃ হাতি স্যার!

শিক্ষকঃ কেন?

বল্টুঃ দেখেন না স্যার, হাতি খুশিতে সব সময় তার দাত বের করে রাখে

funny Jokes #55

একদিন শিক্ষক জিজ্ঞেস করলেন তার ছাত্রকে, ‘বলো তো দেখি, মুরগি কেন জিরাফের মতো লম্বা হয় না?’

ছাত্র মাথা চুলকে বলল, ‘স্যার, তাহলে তো মুরগি ডিম পাড়ার সাথে সাথে ডিমটা মাটিতে পড়ে ফেটে যেত, আমাদের আর ডিম খাওয়া হতো না!’

funny Jokes #56

শিক্ষক: যারা একেবারে গাধা বা নির্বোধ তারা ছাড়া সবাই বসে পড়ো। (সকল ছাত্র বসলেও একজন দাড়িয়ে আছে)

শিক্ষক: কিরে, তুই গাধা নাকি নির্বোধ?

ছাত্র: না স্যার, আপনি একা দাড়িয়ে আছেন এটা ভাল দেখাচ্ছেনা, তাই…

funny Jokes #57

শিক্ষকঃ আচ্ছা সুমন বল তো একটা মোরগের ডিম টিনের চালে রাখা হল তখন কী হবে? সুমনঃ যে দিকে ঢালু ডিমটা সেদিকে গড়িয়ে পড়বে মাটিতে।

শিক্ষকঃ গুড।

এ সময় ক্লাসের আরিফ হাত তুলল।

শিক্ষকঃ তুমি কী বলতে চাও?

আরিফঃ স্যার, ডিমটা পড়বে না, শূণ্যে ভেসে থাকবে।

শিক্ষকঃ মানে?

আরিফঃ এটা মোরগের পাড়া ম্যাজিক ডিম তো, তাই।

funny Jokes #58

শিক্ষক : কি রে মন খারাপ কেনো?

ছাত্র : কৈ না তো সার

শিক্ষক : আরে লজ্জা পাস না,বন্ধু ভেবে বলে ফেল

ছাত্র : আর বলিস না দোস্ত তোর মেয়ে আমাকে আর আগের মতো ভালবাসে না!!!

শিক্ষক বেহুশ

funny Jokes #59

শিক্ষক ক্লাশে পড়াচ্ছেন…এক ছাত্র হঠাৎ দাড়িয়ে বলল..

ছাত্র : স্যার স্যার….মুতব!

স্যার : যা,তাড়াতাড়ি আসবি…যত্তসব।

একটু পর আবার অন্য একজন ছাত্র দাড়িয়ে বলল…

ছাত্র : স্যার….. মুতব!!

স্যার রেগে গিয়ে :এই, তোদের মুখ দিয়ে কি প্রসাব বের হয় না?’

ছাত্র : না স্যার,আপনার বের হয় ?’

funny Jokes #60

শিক্ষক ছাত্র-ছাত্রীদের ¬ বলছেন কে কি হতে চায় ভবিষ্যতে-

রানা : আমি পাইলট হতে চাই।

সুমিত : আমি ডাক্তার হতে চাই।

লিজা : আমি একজন ভালো মা হতে চাই।

রোকন : আমি লিজাকে সাহায্য করতে চাই।!

Boyfriend-girlfriend jokes in Bengali

Our collection of Bengali Boyfriend-girlfriend jokes will make you laugh and smile. You will remember your relationship days

Relationship Jokes #61

প্রেমিকা- তার- প্রেমিক- বল্টুকে- রাতে- মেসেজ- পাঠাচ্ছে-

– ঘুমিয়ে- আছো- তো- স্বপ্ন- পাঠাও

জেগে- আছো- তো- ভাব না- পাঠাও

— যদি- কাঁধছো- তো- চোখের জল- পাঠাও-

বল্টু-জানু- পায়খানা- কোরতেছি-

– কিতা- পাঠাইতাম-????

আরও পড়ুন: –Bengali Funny sms

Relationship Jokes #62

প্রেমিকা : জানু ,আজ তো ভেলেন্টাইন্স ডে,

আমাকে এমন ভাবে Propose করো যেভাবে আজ পর্যন্ত কোন ছেলে কোন মেয়ে কে করেনি

প্রেমিক : হারামজাদি, কুত্তি , কলংকিনি, শয়তানের শয়তান আই লাভ ইউ চো মাচ আমাকে বিয়ে করে আমার জীবন ধ্বংশ করে দে ডাইনি…!!

Relationship Jokes #63

প্রেমিক-প্রেমিকা!!!

মেয়ে: তুমি আমার বাবাকে আমাদের সম্পর্কের কথা বলেছো…?

ছেলে : হ্যাঁ, বলেছি।

মেয়ে : তুমি কি বলেছো, রাতে আমাকে ছাড়া তোমার ঘুম হয়না।

ছেলে : হ্যাঁ, বলেছি।

মেয়ে : তিনি কি বলেছেন..?

ছেলে : এটা শুনে তিনি আমাকে,

রাতে তার ফ্যাক্টরি দেখাশুনা করার জন্য রেখে দিলেন।

Relationship Jokes #64

প্রেমিকঃ আমার প্রেমে পড়ার আগে আর কারো সঙ্গে প্রেম হয়েছিল তোমার?

প্রেমিকা চুপ।

প্রেমিকঃ কথা বলছো না যে?… রাগ করলে?

প্রেমিকাঃ রাগ করি নি,

আমি গুনছি!

Relationship Jokes #65

♡♡♡প্রেমিক-প্রেমিকা♡♡♡

প্রেমিক প্রেমিকার মধ্যে কথা হচ্ছে।হঠাত্!

প্রেমিকা: আচ্ছা , আমি দেখতে কেমন?

প্রেমিক: খুব সুন্দর…..

প্রেমিকা: আবার বলতো।

প্রেমিক: সুন্দর…

প্রেমিকা: প্লিজ ,আবার বলো।

প্রেমিক: আরে বাবা….

১টা মিথ্যা কথা আর কয়বার বলা যায়।

Relationship Jokes #66

বল্টু এক ঋষির কাছে গিয়ে জিজ্ঞেস করল

বল্টু : আচ্ছা ঋষি বাবা, বিয়ের আগে যদি প্রেমিক প্রেমিকা রাতে এক বিছানায় ঘুমায় তাহলে কি পাপ হয়?

ঋষি : ঘুমালে তো পাপ হয় না বৎস,

কিন্তু

সমস্যা হল তোরা তো ঘুমাসনা!

Relationship Jokes #67

একটা মোরগ আর একটা মুরগি প্রেমিক প্রেমিকা!!

তো মুরগি আর মোরগ এর মধ্যে কথা হচ্ছে!!!

মুরগি: আচ্ছা জান!!

ডিম যদি গাছে ধরত তাহলে কেমন হত???

মোরগ: বুঝছি আজকেও তোমার মুড নাই!

Relationship Jokes #68

(৮) দুই প্রেমিক প্রেমিকা ঠিক করেছে আত্নহত্যা করবে

উঁচু পাহাড় থেকে প্রথমে ছেলেটি ঝাপ দিল কিন্তু মেয়েটি দিল না সে চোখ বন্ধ করে বলল ভালোবাসা অন্ধ তাই সে পাহাড়ের উপর আস্তে করে চোখ বুঝে পড়ে রইল

এদিকে ঝাঁপ দাওয়ার পর ছেলেটি প্যারাসুট খুলে বলল প্রকৃত ভালোবাসা কখনো মরে না

hahaha

Relationship Jokes #69

জোকস : প্রেমিক-প্রেমিকা!

প্রেমিক প্রেমিকার মধ্যে কথা হচ্ছে হঠাত্!

প্রেমিকা : আচ্ছা,আমি দেখতে কেমন?

প্রেমিক : খুব সুন্দর…

প্রেমিকা : আবার বলতো

প্রেমিকঃ সুন্দর…..

প্রেমিকা: প্লিজ,আবার বলো

প্রেমিকঃ আরে বাবা…. ১টা মিথ্যা কথা আর কয়বার বলা যায়।

Relationship Jokes #70

ছেলেঃ প্রিয়তমা ,

তুমি আমার জীবন চলে এসো ।

মেয়েঃ স্যান্ডেল খুলবো নাকি রে ?

ছেলেঃ বোকা মেয়ে এটা মন্দির নয় ,

জুতো পায়েই চলে এসো

Doctor and Patient Jokes in Bengali

Funny Jokes #71

রোগীঃ ডাক্তার আমার সব সময় মনে হয় আমি অদৃশ্য হয়ে গেছি।

ডাক্তারঃ কে? কে কথা বলল?

Funny Jokes #72

রোগীঃ আমার সব সময় নিজেকে একটা টিকটিকি মনে হয়।

ডাক্তারঃ ঠিক আছে… আপনি আগে সিলিং থেকে নেমে আসুন।

Funny Jokes #73

রোগীঃ ডাক্তার সাহেব, প্রতি রাতে আমি স্বপ্ন দেখি একটা দরজার হাতল ধরে টানছি, কিন্তু দরজা টা কিছুতেই খুলছে না।

ডাক্তারঃ হুম, দরজার উপর কিছু লেখা থাকে?

রোগীঃ হ্যা, লেখা থাকে ‘PUSH’

Funny Jokes #74

ডেন্টিস্টঃ অত চেঁচাবেননা, আমি আপনার দাতে এখনো হাত দেইনি।

রোগীঃ কিন্তু আপনি আমার পায়ের উপর দাঁড়িয়ে আছেন।

Funny Jokes #75

চিকিৎসকঃ আপনার দাঁত ভাঙল কী করে?

রোগীঃ আর বলবেন না, আমার বউয়ের বানানো রুটি গুলো এত শক্ত হয়…

চিকিৎসকঃ বউকে বলবেন, যেন একটু নরম করে রুটি বানায়।

রোগীঃ বলেছিলাম বলেই তো এই দশা!

Funny Jokes #76

এক বাচ্চাকে নিয়ে তার বাবা গেছে দাঁতের ডাক্তারের কাছে । বাচ্চাটার দাঁতে খুব ব্যথা ছিল । ডাক্তার টা ভাবল ছোট বাচ্চা ভয় পাইতে পারে । তাই সে বাচ্চাটাকে সহজ করার জন্য তার নাকে এদিক ওদিক নাড়িয়ে বললঃ বাবু তোমার এই দাঁতটা ব্যাথা বাচ্চা চিল্লাইয়া উইঠা ওর বাবারে বললঃ আব্বা !! লন যাইগা । এই হালায় তো দাঁতও চিনে না !!!!

Funny Jokes #77

মনোবিজ্ঞানীর কাছে এক মনোরোগী মাস খানেক ধরে চিকিৎসা করাচ্ছে।

মনোবিজ্ঞানী – এবার বলুন কাল রাতে কি কি স্বপ্ন দেখেছেন?

রোগী – জী না কোনো স্বপ্ন দেখি নি।

মনোরোগী – সে কি এভাবে হোমওয়ার্ক না করলে আমি আপনার চিকিৎসা করাব কীভাবে?

Funny Jokes #78

এক লোক দাতের ব্যাথায় অতিষ্ট হয়ে ডাক্তারের কাছে এসেছে।

রোগী : ডাক্তার সাহেব আমাক তাড়াতাড়ি ওষুধ দেন দাতের ব্যাথায় রাতে ঘুমাতে পারি না।

ডাক্তার : ভাল ! আপনেক ই তো আমি খুঁজতাছি।

রোগী : কেন ?

ডাক্তার : আমার একজন নাইট গার্ড লাগব।

Funny Jokes #79

ডাক্তার: I am sorry, আপনার ছেলে মারা গেছে।

ছেলে: ছেলে উটে বলল, না বাবা আমি মরিনাই ।

বাবা: চুপ বেয়াদব, তুই ডাক্তার এর চেয়ে বেশি বুঝিজ নাকি?

Funny Jokes #80

সুন্দরি রোগীঃ ডাক্তার , আমি শুধুমাত্র একটা জিনিশই চাই।

ডাক্তারঃ সেটা কী?

রোগীঃ বাচ্চা

ডাক্তারঃ আপনি নিশ্চিত থাকুন, এ ব্যাপারে আমি একবারও ব্যর্থ হই নি ।

Gopal bhar jokes

Funny Jokes #81

ছোটবেলা গোপাল ভাঁড় কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে বুড়োরা তাকে ক্ষেপাত আর হাসত, ‘গোপাল, এর পর তোমার পালা।’শুনে গোপালের খুব রাগ হত। বুড়োদের কিভাবে জব্দ করা যায়, সেই পথ খুঁজতে লাগল এবং এক সময় পেয়ে গেল। শবদাহ আর শ্রাদ্ধের অনুষ্ঠানে গিয়ে ঐসব বুড়োদের বলতে লাগল,‘এর পর তোমার পালা!’

Funny Jokes #82

গোপাল ভাঁড় একবার তার ছেলেকে নিয়ে মেলায় বেড়াতে গিয়ে ছেলেকে হারিয়ে ফেলে। ছেলে তখন একটুও না ঘাবড়ে ‘গোপাল, গোপাল’ বলে চেঁচাতে থাকে। ছেলের চিৎকার শুনে গোপাল ছুটে এসে ধমক দেয় ছেলেকে, ‘ছিঃ ছিঃ, আমার নাম ধরে ডাকছিস,বাবা বলেডাকতে পারিস না?’ছেলে তখন বলল, ‘হুঁ, বাবা বলে ডাকি আর মেলার সব লোক ছুটে আসুক!’

Funny Jokes #83

একদিন সকালে রাজা কৃ্ষ্ণচন্দ্র মজুমদার প্রাতঃ ভ্রমনে বের হলেন গোপাল ভাড়কে নিয়ে।গোপাল তামাক খাচ্ছিলো দেখে রাজা খুবই বিরক্ত হলেন।পথে দেখলেন,তামাক বাগানে একটা গাধা আগাছা খাচ্ছে,কিন্তু তামাক পাতায় মুখও দিচ্ছেনা। রাজা গোপালকে বললেন,’দেখেছো হে গোপাল,গাধা ঘাস খায় ঠিকই,কিন্তু তামাক মুখেও নেয়না।’ হেসে গোপাল বলে,’রাজামশাই ঠিকই বলেছেন।কেবল গাধারাই তামাক খায়না’

Funny Jokes #84

গোপালের তখন বয়স হয়েছে। চোখে ভালো দেখতে পারে না। রাজা কৃষ্ণচন্দ্র বললেন, কী গোপাল, গতকাল আসনি কেন? আজ্ঞে চোখে সমস্যা হয়েছে। সবকিছু দুটো দেখি। কাল এসেছিলাম। এসে দেখি দুটো দরবার। কোনটায় ঢুকব, ভাবতে ভাবতেই। এ তো তোমার জন্য ভালোই হলো। তুমি বড়লোক হয়ে গেলে। আগে দেখতে তোমার একটা বলদ, এখন দেখবে দুটো বলদ। ঠিকই বলেছেন মহারাজ। আগে দেখতাম আপনার দুটো পা, এখন দেখছি চারটা পাঠিক আমার বলদের মতোই

Funny Jokes #85

একবার রাজা মশাই শক্ত করে গোপাল ভাঁড়ের হাত আঁকড়ে ধরে বললেন, কী গোপাল, বুদ্ধির জোরে কি আর সব হয়? মাঝে গায়ের জোরও লাগে। পারলে হাতখানা ছোটাও দেখি বাপু। দেখি, কেমন তোমার শক্তি!রাজা ভেবেছিলেন, গোপাল ভাঁড় হয়তো হাত ধরে টানাহেঁচড়া করবে, মোচড়ামুচড়ি করবে। রাজাকে অবাক করে দিয়ে সে এসবের কিছুই করল না! শুধু বিড়বিড় করে রাম রাম বলতে লাগল। রাজা মশাই: কী হলো, অত রাম রাম করছ কেন? গোপাল বলল, রাজা মশাই, গুরুজনের মুখে শুনেছি, রামনাম জপলে ভূত ছাড়ে! রাজা সঙ্গে সঙ্গে গোপালের হাত ছেড়ে দিলেন!

মদ আর মাতাল Jokes

Funny Jokes #86

এক বুড়া বারে গিয়ে মদ গিলতো। আর মাতাল হয়ে তার গায়ের চাদর হারিয়ে আসতো।তাই তার বউ বুড়াকে খুব ঝাড়তো। একদিন বুড়া ঠিক করলো আজকে বারে যাওয়ার আগে গায়ের সাথে চাদরটা খুব টাইট করে গিট্টু লাগায় নিবে….তাহলে আর হারাবে না। রাতের বেলা হেবি করে মাল টাল খেয়ে বাসায় বুড়া ফিরলো।। বুড়িকে ঢলতে ঢলতে বলল, “দেখেছো..আজকে গায়ের চাদর ঠিকঠাক আছে…. বুড়ি বলল,”তা ঠিক বলেছো, কিন্তু তোমার লুঙ্গি কই???”

Funny Jokes #87

বল্টু: লোকে বলে দুধ খেলে নাকি শক্তি বাড়ে !!

বল্টুর বন্ধু :হ্যাঁ, সত্যিই তো বাড়ে, কোন সন্দেহ আছে ??

বল্টু : ধুর ! পাঁচ গ্লাস দুধ খেয়ে এই দেয়ালটা আধাঘণ্টা ধইরা ধাক্কাইলাম,

এক ইঞ্চিও নড়ে নাই ! সব ভূয়া !

এখন পাঁচ গ্লাস মদ খেয়ে আসলাম! দেখি দেয়ালটা আমারে দেইখা নিজেই কেমন ভয়ে কাঁপতাছে

Funny Jokes #88

এক মাতাল সন্ধার দিকে পকেট থেকে ১টা ম্যাচ বের করে একের পর এক কাঠি ঘষে চললো। কিন্তু কোন কাঠিই জ্বলছে না । অবশেষে একটা কাঠি জ্বলে উঠলো। তখন সে অতিযত্নে কাঠিটা নিভিয়ে ম্যাচ বাক্সে রেখে দিল । কি রে, পোরা কাঠি আবার রেখে দিলি কেন ? আরে বন্ধু, পুরো ম্যাচে মাত্র একটা কাঠি ভাল। এখনি যদি ব্যবহার করে ফেলি তবে বাসায় যেয়ে হারিকেন জ্বলাব কি দিয়ে?

Funny Jokes #89

নাইট শো সিনেমা দেখে বাড়ি ফিরছে এক লোক। এঠাৎ দেখল, তার আগে একটা মাতাল টলতে টলতে যাচ্ছে। তার একটা পা ফুটপাতের উপরে, একটা পা রাস্তায়। লোকটি এগিয়ে গিয়ে মাতালটাকে রাস্তায় নামিয়ে দিল। মাতাল তখন সোজা হয়ে হাঁটতে হাঁটতে বলল, আমি ভেবেছিলাম আমি বুঝি খোঁড়া হয়ে গেছি।

Funny Jokes #90

দুই মাতালকে পুলিশ আটকিয়েছে।

– তোমার ঠিকানা বল। প্রথম মাতালকে জিঞ্জেস করল পুলিশ।

– আমার কোন নির্দিষ্ট ঠিকানা নাই।

– আর তোমার? দ্বিতীয় জনের দিকে ফিরল পুলিশ।

– আমি ওর ওপরের ফ্ল্যাটের ঠিক ওপরের ফ্ল্যাটটায় থাকি।

Latest Bengali jokes for whatsapp

Latest Funny Jokes #91

বাঙ্গালি কাউকে বিশ্বাস করে না। ঘুমের মানুষকে টেনে বলে, কিরে ঘুমাচ্ছিস নাকি

Latest Funny Jokes #92

একমাত্র মেয়েরাই পারে। রেস্টুরেন্টে গিয়ে টিস্যু চুরি করে ব্যাগে ঢুকাতে।

Latest Funny Jokes #93

হৃদয়ের দরজা খোলা রাখলে। কারও চোখ পড়ে না।চোখ পড়ে পেন্টের চেইন। খোলা রাখলে।

Latest Funny Jokes #94

নিজের ঠান্ডা হাত অন্যজনের। শরীরে লাগাইতে প্রচুর ভাল্লাগে।

Latest Funny Jokes #95

এক জনের কথা আরেক জনের সাথে না লাগিয়ে। গাছ লাগান পরিবেশ বাচান।

Latest Funny Jokes #96

এখন আর মানুষ তেমন হাসে না । আগে তো আমরা একটা পাদ দিয়ে 3 ঘন্টা হাসতাম।

Latest Funny Jokes #97

লাইফে যতগুলা বাঁশ খাইছি ,তা বেচলেও আইজকা কোটিপতি থাকতাম ।

Latest Funny Jokes #98

গরিব লোকেরা দিন আনে দিন খাই। ব্যাচেলর রা ডিম আনে ডিম খাই।

Latest Funny Jokes #99

স্ত্রী বমি করলে সুখবর। আর স্বামী বমি করলে:- সালা আজকে আবার খেয়ে এসেছে।

Latest Funny Jokes #100

১ ঘন্টা পড়লাম,

মা আসলো না?

২ ঘন্টা পড়লাম।

মা আসলো না?;

যেই মোবাইল টা হাতে নিলাম ।

মা:সারাদিন ওইটা নিয়া থাক।

Latest Funny Jokes #101

তুমি চলে যাবার পর সময়টা থেমে গিয়েছিল। তারপর দেখি শালার ঘড়িটায় খারাপ হইয়া গেছে।

Latest Funny Jokes #102

আজ একটা গালফ্রেন্ড নেই বলে। নিজের ঠোঁটে নিজেই কামড় দিয়ে বলি। উফফ বেবি আসতে।

Latest Funny Jokes #103

Open Relations কি জিনিস রে ভাই?

Me : জামা কাপড় খুইলা প্রেম করা।

Bengali Funny Jokes Pictures for WhatsApp and Facebook

Bengali Funny Jokes Pic #104

Bengali Funny Jokes Pic #105

bengali jokes

Bengali Funny Jokes Pic #106

bengali jokes

Bengali Funny Jokes Pic #107

bengali jokes

Bengali Funny Jokes Pic #108

jokes in bengali

Bengali Funny Jokes Pic #109

husband wife jokes in bengali

Bengali Funny Jokes Pic #110

bengali jokes

Bengali Funny Jokes Pic #111

latest bengali jokes for whatsapp

Bengali Funny Jokes Pic #112

husband wife jokes in bengali

Bengali Funny Jokes Pic #113

bengali jokes sms

Bengali Funny Jokes Pic #114

bengali jokes king

Bengali Funny Jokes Pic #115

420 bengali jokes
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *