আমাদের সকলই জীবনের সবচেয়ে বড়ো কষ্ট ‘Breakup‘ কথাটা শুনলে আমরা ভেঙ্গে পড়ি ও গভীর চিন্তা পড়ে যায় আরো তার কথা মনে পড়া বেশি তাই Best breakup Shayari in Bengali খোঁজা আমাদের বাঙ্গালী মস্তি টিম কাজ যাতে তোমাদের এই কষ্ট থেকে মুক্ত করা যায়। তাই এই পোষ্টটিতে bengali breakup shayari ও bangla koster shayari bewafa শেয়ার করতে যাচ্ছি এই গুলি পড়ে মনটা খুব হালকা হবে।
breakup Shayari in Bengali
১। “বেশি Take Care
করলে সে তাে তােমাকে..
Over Take করেই
চলে যাবে।”
২। “মাঝে মাঝে মনে হয় ভালোবেসে
অনেক বড় ভুল করেছি।
আর সেই ভুলের মাশুল
দিতে হচ্ছে এখন
দিন রাত কষ্ট পেয়ে।
সবার জীবনে ভালোবাসা সয় না।”
৩। “চলেই যদি যাবে,
তো এসেছিলে কেন?
ভুলেই যদি যাবে,
তো জান বলে ডেকে
ছিলে কেন?”
৪। “অচেনা পাখি হয়ে
বেধেছিলে বাসা,
নিয়ে গেল মন তুমি
ভেঙ্গে দিলে আশা।
কার আকাশে এখন তুমি
মিষ্টি গান গাও,
মন ভেঙ্গে তুমি কি
সুখ পাও?”
৫। “যেতে চেয়েছো যেতে দিয়েছি,
পিছন ফিরে ডাকিনি।
একটা কথা জানতে চাইছি,
তুমি কি আমাকে কোনো দিনও
সত্যিকারের ভালোবাসোনি।”
৬। “সময়ের সাথে সাথে যদি
ভালোবাসা কমে যায়,
বুঝে নিও এটা কখনো
ভালোবাসা ছিলো না।
এটা ছিলো সময়ের প্রয়োজনে
একটু ভালো লাগা।”
৭। “সপ্ন ভরা জীবনে দুঃখ
যখন আসে,
সবাই তখন পর হয়ে যায়
থাকেনা আর পাশে।
কষ্ট যখন মনের মাঝে
দিয়ে যায় ব্যথা,
সবাই তখন ভুলে যায়
সম্পর্কের কথা।”
৪। “এই শহরে ঘুরতে থাকা
প্রতিটা মানুষ জীবিত নয়!!
কারো কারো আত্মার মৃত্যু
হয়েছে অনেক আগেই…”
৯। “যদি কর সুখের আশা
করিও না ভালবাসা,
ভালবাসা অতি কষ্ট,
এতে হয় জিবন নষ্ট,
ভালবাসার শেষ ফল,
বুকে বেথ্যা চোখে জল।”
১০। “ভালবাসার মানুষের দেওয়া
সব কষ্টই মেনে নেয়া যায়,
শুধু মেনে নেয়া যায়না
তার চলে যাওয়া কষ্টটা।”
bangla koster shayari
১১। “ভালবাসা বদলায় না,
বদলে যায় মানুষগুলো,
অনুভূতিরা হারায় না
হারিয়ে যায় সময়গুলো।”
১২। “আমাকে দুঃখ দিতে চাও দাও,
কিন্তু এতটা দুঃখ দিওনা,
যাতে তা যন্ত্রনা রুপ নেয়!!”
১৩। “আমি ছিড়ে ফেলেছি ডায়রীর পাতা,
যেখানে লিখা ছিলো হাজারো স্বপ্নের কথা,
শুধু ছিড়তে পারিনি আমার মনের পাতা,
যেখানে জমা আছে অনেক ব্যাথা।”
১৪। “যদি কাউকে ধোঁকা দিতে পারো,
তাহলে ভেবোনা সে বোকা ছিলো,
মনে রাখবে সে তোমাকে
বিশ্বাস করে ছিলো,
কিন্তু তুমি তার সেই বিশ্বাসের
যোগ্য ছিলেনা..!!”
১৫। “যে ধোঁকা দেয়,
সে চালাক হতে পারে!
তবে যে ধোঁকা খায়,
সে বােকা নয়, সে বিশ্বাসী!”
১৬। “সুখের আকাশটা আজ,
রাতের মতো কালো।
সাজানো স্বপ্ন গুলো হয়ে
গেছে এলোমেলো।”
১৭। “যে জীবনে সপ্ন দেখার
আগেই সপ্ন ভেঙ্গে যায়।
আশা করার আগেই
সব নিরাশা হয়ে যায়।
থমকে যায় জীবনের সব গতি।
কি করে টানবো বলো
জীবনের এই ইতি।”
১৮। “আমি সেই পাখি..
যার বাসা নেই,
আমি সেই আকাশ..
যার বুকে চাদ নেই,
আমি সেই সাগর..
যার তীরে জল নেই,
আমি সেই মানুষ..
যার ভালোবাসা নেই!”
১৯। “❤ভালোবাসতে কখনও রুপ খুঁজো না খোঁজ
একটা সুন্দর মন দেহের ভালোবাসা????
একদিন শেষহয়ে যাবে কিন্তু
মনের ভালোবাসা কোনদিন শেষহবে না ????????
২০। “এক সাগর কষ্ট বুকে,
কষ্টের কথা বলি কাকে?
যার কারনে নিস্ব হলাম,
সে তো আছে বেশ সুখে।”
তো তোমাদের কেমন লাগলো এই breakup Shayari in Bengali নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তোমাদের কেমন লাগলো |তোমাদের মনে পছন্দের Shayari দেওয়া আছে | যেটা তোমার পছন্দের Shayari লিঙ্কটাতে ক্লিক করুন |
আরো পড়ুন:-