20+ Best Emotional Bengali Shayari for Facebook

আমরা আজকে এই পোষ্টটিতে কিছু সেরা Emotional Bengali Shayari আমাদের জীবনের এমন কিছু মুহুর্ত আসে যখন বন্ধুরা বা আপনার প্রিয়জন আপনাকে আঘাত করে এবং আপনি সত্যই এটি সম্পর্কে গভীর চিন্তা করেন। এই চিন্তা ভাবনার দুর করার জন্য কিছু Emotional Bengali Shayari শেয়ার করতে যাচ্ছি যদি তোমাদের ভালো লেগে থাকে ফেসবুক দিতে পারে তাহলে ভালো।

Emotional Bengali Shayari

হাসি মুখে কথা বলি,সবার সাথে মিশে চলি
দুঃখ পেলে গোপন রাখি,সবায় ভাবে আমি সুখি
আসলে সুখি আমি নয়,আমার জীবনটা সুখের অভিনয়

emotional bangla shayari

জীবন দিয়ে যাকে আমি
বেসেছিলাম ভালো
কখনো ভাবিনি আমি
অন্তর এতো কালো||
সেই দিনের কতো কথা মনে পড়ে যায়


তোকে ছাড়া যদি কাটাতে হয় বাকিটা জীবন
আমিও কি আর থাকব এই পৃথিবীতে তখন!


ভালবাসা পাওয়ার ভাগ্য সবার থাকে না !!
হয়তো আমার ভাগ্য নেই !! তবে বেশি কষ্ট
কি জানো ? তোমাকে এতটাই বেশি
ভালবেসেছি যা তুমি আজও বুঝলে না !!!

emotional bangla shayari

যখন কেউ তোমাকে সব
সময় মিস করে, তখন হয়ত
তোমার খুব বিরক্ত লাগে।
কিন্তু, কষ্ট সেদিন পাবে,
যেদিন বুঝতে পারবে তোমাকে
মিস করার মত কেউ থাকবে না


তুমি যদি ভালো থাকো অন্যের ভালোবাসায়
আমি তবে থাকবো ভালো তোমার ভালো থাকায়


জানি তোমাকে আমি খুব কষ্ট দিয়েছি।
আর,সে জন্য তুমি আজ অনেক দূরে।
কিন্তু, সে দিন তুমি সবচেয়ে বেশি কষ্ট পাবে
যে দিন তোমাকে কষ্ট দিতে আমি আর থাকবো না।


তোমাকে চিনতে ভুল করেছি তোমার চোখ
দুটোর কারণে। যতবার তাকিয়েছি, এক
মুহূর্তের জন্যও মনে হয় নি এই নিষ্পাপ
চোখ দুটো – বেইমানী করতে জানে।


পৃথিবীর সবচেয়ে
দুর্বল স্থান হলো মন
আর সবচেয়ে দুর্বল
অস্ত্র ভালোবাসা।


bangla emotional shayari

নিজের স্বার্থের জন্য
অন্যের সাজানো স্বপ্নগুলো
ভেঙ্গো না!
স্বার্থ মিটে গেলে তুমি
হয়তো চলে যাবে
কিন্তু সে তার স্বপ্ন গুলো
আর সাজাতে পারবেনা!!!


জানি না হাঁরিয়ে গেছো কোন দূর অজানায়
জানি না কি ভূল ছিল আমার ভাবনায়
তাই পেয়েও হাঁরিয়েছি আজ তোমায়


প্রেম আসে মানুষের জীবনের আলো নিয়ে
আর প্রেম যখন চলে যায় কাউকে ফেলে
তখন তার মনে হয় মরন কান্না যেন তাকে ছুয়ে যায়।


কষ্টে ভরা জীবন আমার,, দুঃখ ভরা মন
মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষন
তারার সাথে থাকি আমি,, চাঁদের পাশাপাশি
আজব এক ছেলে আমি দুঃখ পেলেও হাসি।


কেউ ভুলে যায় না,
প্রয়োজন শেষ তাই আর
যোগাযোগ রাখেনা

bangla emotional shayari

বার বার তোমার চোখের পানি মুছে
ফেলার চেয়ে জীবন থেকে তাকে মুছে ফেলা
উত্তম যে তোমাকে এতবার কাঁদায়।


কেউ যদি তোমার ভালবাসার মূল্য
না বুঝে তবে নিজেকে নিঃস্ব
ভেবো না। জীবনটা এত তুচ্ছ
না…..OK যে পথে কেহই নেই


যদি মনের আকাশে মেঘ জমে তবে
অসরু হয়ে ঝড়ে পরে,যদি ব্যথার
আকাশ নীল হয় তবে কষ্ট সব পাথর হবে.?


বাড়িয়ে দাও তোমার হাত আমি তোমার
হাতটা ধোরতে চাই and বাড়িয়ে দাও তোমার
হাত তোমার হাতটি ধরে হাটতে চাই ।


ভুল তোমার ও ছিলো, সেটা তুমি বুঝনি
রাগ আমার ও ছিলো, কিন্তু আমি দেখাইনি.
ভুলে আমি ও যেতে পারতাম, কিন্তু চেষ্টা করিনি,
কারন আমি তো ভুলার জন্য তোমায় ভালোবাসিনি।


emotional shayari in bengali

আমি রাগ করি না, কারণ আমি জানি
আমার রাগের মূল্য নেই কারো কাছে


আমি ছিড়ে ফেলেছি ডায়রীর পাতা
যেখানে লিখা ছিলো হাজারো স্বপ্নের কথা
শুধু ছিড়তে পারিনি আমার মনের পাতা
যেখানে জমা আছে অনেক ব্যাথা..!


আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আছি
তুমি চাইলে আমি দেবো
অথৈ সাগর পাড়ি


তোমাদের যদি এই Emotional Bengali Shayariemotional status bangla পছন্দ হয় তবে অনুগ্রহ করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা টুইটারে তোমার বন্ধুদের এবং প্রিয়জনদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আমাদের প্রচেষ্টার প্রশংসা করুন। আর কমেন্ট করে জানিও।

এটিও পড়ুন:-

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *